l
ABP Ananda
l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Bengali Apps
l
My Anandabazar Apps
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• রাজ্যের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ দীপার
•
বর্ধমানে লরিচালককে মার টোলপ্লাজার কর্মীদের
•
বীজপুরে আক্রান্ত সিপিএম কর্মীরা, অভিযুক্ত তৃণমূল
বিস্তারিত...
তুরস্কের বেশির ভাগ মানুষ চলনে বলনে নিজেদের ইউরোপীয়
বলেই ভাবতে পছন্দ করেন। অনেকেই বিশ এবং তিরিশের দশকে
মুস্তাফা কামাল আতাতুর্কের পাশ্চাত্য ঘেঁষা সংস্কার মেনে নিয়েছিলেন
সানন্দে। যার একটাই কারণ— ধর্মনিরপেক্ষতা। ইতিহাসের শহর
ইস্তানবুল এ বার
আপনার কলমে
। সঙ্গে দার্জিলিঙের গল্প
ফোটোশপে
।
বছর ঘুরে হুকিং আরও অবাধ নৈনানে
পিনাকী বন্দ্যোপাধ্যায় ও শুভাশিস ঘটক • মগরাহাট
রান্না হচ্ছে হিটারে। টিভি চলছে কেবলে। টিভির কেবলের সঙ্গেই বিদ্যুতের তার ঢুকেছে ঘরে ঘরে। সেই তার আঁকশি বানিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে রাস্তার পাশের বিদ্যুতের তারে। এক বছর পরেও বেআইনি বিদ্যুতের তারে ছেয়ে রয়েছে মগরাহাটের নৈনান গ্রাম। সেই নৈনান, যেখানে গত বছর ১ ডিসেম্বর হুকিং কাটতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীরা। কর্মীদের আটক করে রেখেছিলেন গ্রামের মানুষই। তাদের উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। জনতা-পুলিশের খণ্ডযুদ্ধে গুলি চলে। গুলিতে এক গৃহবধূ ও এক শিশুর মৃত্যু হয়। এক বছর পরেও নৈনানের চিত্র এতটুকু বদলায়নি। উল্টে অনেক জায়গায় বিদ্যুৎ চুরি আগের চেয়ে অনেক সহজ হয়েছে। কী রকম? এলাকার এক বাসিন্দা বলেন, “গত বছর গুলি চলার কয়েক দিন পরেই এলাকার নেতারা আমাদের বলে দিয়েছেন, পুলিশ আর বিদ্যুৎ দফতরের অফিসারেরা এখানে আর আসবেন না। তাই আমরাও নিশ্চিন্তে হুকিং করে বিদ্যুৎ নিচ্ছি।” রাজ্যের এক বিদ্যুৎ কর্তাও বললেন, “ওই সব অঞ্চলে রাজনৈতিক দলের নেতারা বিদ্যুৎ চোরদের মদত দিচ্ছেন। গত বছর যে নৈনান গ্রামে হুকিং বিরোধী অভিযান চালাতে গিয়ে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, সেখানে বিদ্যুৎ চুরি আগের তুলনায় আরও বেড়ে গিয়েছে।” কতটা বেড়েছে বিদ্যুৎ চুরি?
বিস্তারিত...
আরও তিন দিনের পুলিশি হেফাজত
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
ধৃত সিপিএম নেতা প্রশান্ত দাসের বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহের ধারায় পৃথক একটি মামলা রুজু করল পুলিশ। তৃণমূল সমর্থকদের উপর হামলা, মারধর, খুনের চেষ্টা, বেআইনি অস্ত্র ও বিস্ফোরক মজুত রাখার অভিযোগে দু’দফায় সাত দিনের পুলিশ হেফাজতে থাকার পর এ বার মাওবাদী-সংক্রান্ত ওই মামলায় শুক্রবার প্রশান্তবাবুকে আরও সাত দিন নিজেদের হেফাজতে নেওয়ার জন্য শুক্রবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে আবেদন জানায় পুলিশ। আদালত অবশ্য প্রশান্তবাবুকে তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। ঝাড়গ্রাম পুলিশ জেলার সুপার ভারতী ঘোষের দাবি, “প্রশান্তবাবুর বিরুদ্ধে মাওবাদী-কার্যকলাপে যুক্ত থাকার স্বপক্ষে যথেষ্ট তথ্য মিলেছে। তদন্তের স্বার্থে তাঁকে ফের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।” আদালতে ঢোকার সময় প্রশান্তবাবু অবশ্য বলেন, “আমি চক্রান্তের শিকার।” সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার বলেন, “পুলিশ-প্রশাসনে বেআব্রু ভাবে দলতন্ত্র চলছে। পঞ্চায়েত ভোটের আগে আমাদের লোকজনকে পরিকল্পিত ভাবে সাজানো মামলায় ফাঁসানো হচ্ছে।” আর তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি নির্মল ঘোষ বলেন, “গোড়া থেকেই বলে আসছি মাওবাদী ও সিপিএম অভিন্ন। এ বার সিপিএম জেলা সম্পাদক দীপক সরকারকে জেরা করলে আরও প্রমাণ পাওয়া যাবে।”
বিস্তারিত...
তপন-হত্যা তদন্তে দেরি, স্ত্রীর তোপ মমতাকেই
আর্যভট্ট খান ও শান্তনু ঘোষ • কলকাতা
রাজ্যের বিরোধী দলনেতা, সিপিএমের সূর্যকান্ত মিশ্র আট দিন আগে গিয়েছিলেন বালির নিহত তৃণমূল নেতা তপন দত্তের বাড়িতে। তাঁর সঙ্গে কথা বলার পরে তপনবাবুর স্ত্রী প্রতিমা দত্ত আজ, শনিবার যাচ্ছেন প্রদেশ কংগ্রেসের অফিসে। স্বামী-হত্যার সুবিচার এবং পরিবারের নিরাপত্তা চেয়ে প্রদেশ নেতৃত্বের কাছে আবেদন জানাবেন তিনি। স্বামী-হত্যার তদন্তে গড়িমসি নিয়ে প্রতিমাদেবী আঙুল তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। শুক্রবার বালির পশ্চিম শান্তিনগরের বাড়িতে বসে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী চান না, তাঁর দেড় বছরের সংসারে কোনও কালি লাগুক। তাই এই খুনে দলের এক নেতা জড়িত জেনেও তাঁকে আড়াল করছেন। সেই কারণেই সিআইডি প্রকৃত তদন্ত করছে না।” প্রতিমাদেবী তাই সিবিআই তদন্ত চান। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিমাদেবীর তোপের প্রসঙ্গে তৃণমূলের হাওড়া জেলা সভাপতি তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় বলেন, “তপনবাবুর ভাই খুন হওয়ার পরে তাঁরও প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছিল। সিপিএমের আমলে তপনবাবুর নিরাপত্তা চেয়ে সংসদে সরব হয়েছিলেন মমতা। এখন ওঁর বিরুদ্ধে এ-সব অভিযোগ ভিত্তিহীন।”
বিস্তারিত...
মঙ্গলকোটে ধৃত আজাদ মুন্সির ভাই
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট
খুন, সংঘর্ষ-সহ নানা অপরাধে অভিযুক্ত অঞ্জন মুন্সিকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ভোরে মঙ্গলকোটের আড়াল গ্রাম থেকে তাকে ধরা হয়। মঙ্গলকোটের তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আজাদ মুন্সির ভাই এই অঞ্জন। তার আরও তিন সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের থেকে দু’রাউন্ড গুলি ও চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নানা দুষ্কর্মে অভিযুক্ত আজাদ অবশ্য এখনও অধরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আড়াল গ্রামের বাসিন্দা অঞ্জন মঙ্গলকোটের তৃণমূল কর্মী কচি শেখ খুনের ঘটনায় অভিযুক্ত। গত ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় কচি শেখকে তৃণমূল অফিসের কাছ থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে আজাদ, তার ভাই অঞ্জন ও তাদের দলবলের বিরুদ্ধে। এ ছাড়া পুলিশের সঙ্গে গোলমাল, সংঘর্ষের অভিযোগও রয়েছে অঞ্জনের বিরুদ্ধে। অন্য তিন ধৃত দেউলিয়া গ্রামের বুলু মোল্লা ও খোকন শেখ এবং মঙ্গলকোটের জাহিরুল শেখের বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে।
বিস্তারিত...
রাজ্যের কাছে ধর্ষিতার ক্ষতিপূরণ চাইল প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
তফসিলি সম্প্রদায়ভুক্ত এক ধর্ষিতার জন্য ‘বর্বরতা প্রতিরোধ আইনে’ রাজ্যের কাছে ক্ষতিপূরণ চাইল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। আইনটা ১৯৮৯ সালের। গত দু’দশকে তফসিলি জাতি-উপজাতিভুক্ত লোকেদের উপরে অত্যাচার-লাঞ্ছনার ঘটনাও কম ঘটেনি। কিন্তু সচেতনতার অভাবে এবং প্রশাসনিক উদাসীনতার কারণে জেলায় এই আইনে ক্ষতিপূরণ চাওয়ার ঘটনা এই প্রথম। পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রজত সাইনি বলেন, “আইন অনুযায়ী যারা ক্ষতিপূরণ পাবেন, তাঁদের জন্য রাজ্যের কাছে প্রস্তাব পাঠানো হচ্ছে। আপাতত, এক জনের জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। অত্যাচারিতের তালিকায় থাকা অন্যদের জন্যও ক্ষতিপূরণ চাওয়া হবে।” চলতি বছরের ৮ সেপ্টেম্বর খড়্গপুর শহরের মথুরাকাটি এলাকায় টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে ৬-৭ জন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। তদন্তে নেমে খড়্গপুর টাউন থানার পুলিশ ৮ জনের নাম জানতে পারে। তাদের মধ্যে ৬ জনকে গ্রেফতার করতে পারলেও দু’জন এখনও পলাতক। ওই তফসিলি ছাত্রী যাতে ক্ষতিপূরণ পায়, সে জন্য সম্প্রতি রাজ্যের কাছে প্রস্তাব পাঠিয়েছে জেলা প্রশাসন।
বিস্তারিত...
‘প্ল্যান’ পাশ করানোয় বিতর্ক
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
প্রয়োজন মতো রাস্তার জায়গা না-থাকা সত্ত্বেও নিয়ম ভেঙে কী করে বহুতলের ‘সাইট প্ল্যান’ পাশ করানো হচ্ছে বোর্ড মিটিংয়ে তা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কাউন্সিলরদের একাংশ। শুক্রবার শিলিগুড়ি পুরসভার বোর্ড মিটিংয়ে এ প্রশ্ন তোলেন তৃণমূলের কাউন্সিলর জয়দীপ নন্দী। বিল্ডিং বিভাগের মেয়র পারিষদের ওয়ার্ডের ওই দুটি ভবন তৈরির জন্য সাইট প্ল্যান জমা দিয়েছেন এক প্রোমোটার। মিলনপল্লিতে যে রাস্তায় দুটি ৪ তলা ভবন তৈরি হবে সেখানে রাস্তা ৫ মিটারের কম। অথচ ৪ তলা বাড়ি তৈরির ক্ষেত্রে সামনের রাস্তা ৫ মিটারের বেশি চওড়া হওয়া উচিত। জয়দীপবাবুকে সমর্থন করেন তৃণমূলের কাউন্সিলর অলক ভক্ত। কংগ্রেস-তৃণমূল জোট পুরসভায় ক্ষমতাসীন। জোটের অন্যতম কাউন্সিলর জয়দীপবাবুর প্রশ্ন, “নিয়ম মতো রাস্তার জায়গা না-থাকা সত্ত্বেও কী করে বাড়ি তৈরির ওই সাইট প্ল্যানগুলি পাস করানো হচ্ছে? তা ছাড়া প্রোমোটাররা বাণিজ্যিক ভাবে ওই সমস্ত বাড়ি তৈরি করছেন সেখানে কেন নিয়ম মানা হবে না?”
বিস্তারিত...
বিএসএফ-পাচারকারী সংঘর্ষ, নিহত গুলিতে
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
ফের বিএসএফ-গরু পাচারকারীর সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের সীমান্ত এলাকা। বৃহস্পতিবার রাতে শীতলখুচি থানার লালবাজার এলাকায় ওই ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম মফিজুল মিঁয়া (২৫)। বাড়ি গীতালদহের বড়মরিচায়। ওই ঘটনায় ডি শ্রীনিবাসন নামে এক জওয়ান জখম হন। বিএসএফের দাবি, মৃত যুবক গরু পাচারচক্রের অন্যতম পান্ডা। ঘটনাস্থল থেকে ৬টি গরু উদ্ধার হয়েছে। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “গরু পাচারে বাঁধা দেওয়ায় জওয়ানদের ওপর পাচারকারীরা হামলা চালায়। তাতে এক জওয়ান জখম হন। পরিস্থিতির জেরে বিএসএফ গুলি চালালে পাচারচক্রে যুক্ত ওই যুবকের মৃত্যু হয়। বিএসএফের তরফে অভিযোগ জমা পড়েছে। পুরো বিষয়টি বিশদে খতিয়ে দেখা হচ্ছে।” বিএসএফ সূত্রেই জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতের অন্ধকারে একদল পাচারকারী লালবাজার বিওপি এলাকায় কাঁটাতারের দুই পারে ঘাঁটি করেন।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বোল্লা কালী পুজো-মেলা
কার্ড-কাণ্ডে নিরপেক্ষ
তদন্ত চায় চা
শ্রমিক সংগঠনগুলি
দক্ষিণবঙ্গ
তৃণমূল নেতা খুনে ধৃত ৩
দুর্ঘটনায় কর্মরত শ্রমিকের
মৃত্যু, ক্ষতিপূরণের
দাবিতে কর্মবিরতি
বর্ধমান
বিয়ে-জলসা হতে পারে
কি পার্কে, রইল ধোঁয়াশা
পুরুলিয়া
দুই জেলা সফরে ফের
আসছেন মুখ্যমন্ত্রী
মুরগি ছানা বিলিতে
অনিয়মের নালিশ কংগ্রেসের
মুর্শিদাবাদ
'অবসরের দিন বিদ্যালয়ে
দান প্রধানশিক্ষকের
মেদিনীপুর
বোর্ড মিটিং ঘিরে হাতাহাতি
পরবর্তী শুনানি ২২ জানুয়ারি
কলকাতা
২৭.৭/ ১৪.০
আজকের দিনে
•
বিশ্ব এড্স দিবস।
• ১৯৮০:
ইলাহাবাদে জন্মগ্রহণ করেন ক্রিকেটার মহম্মদ কাইফ। তাঁর অধিনায়কত্বে ২০০০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতে ভারত।
হপ্তা শেষে...
শনিবার
রবিবার
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.