|
|
|
|
পরবর্তী শুনানি ২২ জানুয়ারি |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নন্দীগ্রাম নিখোঁজ মামলায় হাজিরা দিতে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা আদালতে এলেন সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ, অমিয় সাহু, অশোক গুড়িয়ারা। তবে জামিনে থাকা ৩ অভিযুক্ত গরহাজির থাকায় শুনানি হয়নি। জেলা ও দায়রা বিচারক মধুমিতা মিত্র আগামী ২২ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এই মামলাতেই জেল হেফাজতে থাকা নন্দীগ্রামের সিপিএম নেতা অশোক বেরা, খেজুরির সিপিএম নেতা বিজন রায়ের জামিনের আবেদন নিয়ে অবশ্য শুনানি হয় আদালতে। দু’জনেরই জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। |
|
আদালত চত্বরে অমিয় সাহু, লক্ষ্মণ শেঠ ও অশোক বেরা |
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডের তদন্ত করে চলতি বছর জানুয়ারি মাসে প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ-সহ দলের ৮৮ জনের বিরুদ্ধে হলদিয়া মহকুমা আদালতে চার্জশিট জমা দেয় সিআইডি। মামলায় অভিযুক্তদের মধ্যে লক্ষ্মণ শেঠ, অমিয় সাহু, অশোক গুড়িয়া-সহ ১৯ জন আদালতের নির্দেশে জামিনে রয়েছেন (এক জন মৃত)। ১০ জন জেল হেফাজতে রয়েছেন। বিচারপর্ব শুরুর জন্য পূর্ব মেদিনীপুর জেলা আদালতে মামলা সোপর্দ করেছিল হলদিয়া মহকুমা আদালত। এই সংক্রান্ত শুনানি হওয়ারই কথা ছিল শুক্রবার। আদালত চত্বরে লক্ষ্মণবাবু সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে মতামত প্রকাশ করেন। কয়েকদিন আগে খেজুরির এক সভায় তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী ‘সিপিএমকে নিষিদ্ধ’ করার কথা ঘোষণা করেছিলেন। বলেছিলেন ‘ খেজুরিতে এ বারের ভোটটা আমিই করাব।” ওই বক্তব্যের তীব্র নিন্দা করে এ দিন লক্ষ্মণবাবু বলেন, “এই ধরনের কথা অগণতান্ত্রিক, সমবিধান বিরোধী। যাঁরা এই ধরনের কথা বলেন, তাঁরা ইতিহাসের আস্তাবলে চলে যান।” |
|
|
|
|
|