মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া ও বাঁকুড়া জেলা সফরে এসে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন। আগামী সোমবার ও মঙ্গলবার জঙ্গলমহলের এই দুই জেলায় তাঁর আসার কথা।
প্রশাসন সূত্রের খবর, বাঁকুড়া জেলার শালতোড়া ও মেজিয়ার মধ্যবর্তী পাবড়ামোড় এলাকায় একটি বেসরকারি সংস্থা ইস্পাত কারখানা তৈরি করতে চলেছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ওই কারখানার শিলান্যাস করতে পারেন বলে তৃণমূল সূত্রের খবর। এ ছাড়া সোমবার পুরুলিয়ায় এবং মঙ্গলবার বাঁকুড়ায় স্কুল, সুপার স্পেশালিটি হাসপাতাল, পানীয় জল-সহ বিভিন্ন প্রকল্পের তাঁর শিলান্যাস করার কথা।
তৃণমূলের বাঁকুড়া জেলা কার্যকরী সভাপতি অরূপ চক্রবর্তী বলেন, “পাবড়ামোড় এলাকায় প্রায় ৫০০০ কোটি টাকার একটি ইস্পাত কারখানা গড়তে চলেছে একটি বেসরকারি শিল্প সংস্থা। এ জন্য প্রায় ১২০০ বিঘা জমি লাগবে। ওই শিল্প সংস্থা ইতিমধ্যে নিজেরাই প্রায় ৩০০ বিঘা জমি কিনে ফেলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার ওই কারখানার শিলান্যাস করার কথা। কারখানা গড়ার জন্য রাজ্য সরকারের প্রয়োজনীয় অনুমতিও তারা পেয়েছে।”
সোমবার পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছেন। গত বছরের ১১ নভেম্বর মুখ্যমন্ত্রী পুরুলিয়ায় এসেছিলেন। বেশ কিছু প্রকল্পের ঘোষণাও করেছিলেন। বৈঠকে ওই উন্নয়নমূলক কাজগুলির অগ্রগতি নিয়ে আলোচনা হওয়ার কথা। দুপুরে বাঁকুড়া যাওয়ার পথে পুরুলিয়া ২ ব্লকের হুটমুড়া স্কুল ময়দানে জনসভার আয়োজন করা হচ্ছে। পুরুলিয়ার আড়শা, বলরামপুর ও মানবাজার ২ ব্লকের জন্য মুখ্যমন্ত্রী তিনটি মডেল স্কুলের শিলান্যাস করবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পুরুলিয়ার উপকণ্ঠে হাতোয়ারা কৃষি ফার্মের কাছে সুপার স্পেশালিটি হাসপাতালেরও শিলান্যাস করার কথা। একই সঙ্গে কাশীপুর ব্লকের রাঙামাটি ও সুতাবই এলাকায় দু’টি জল প্রকল্পের শিলান্যাস হবে।
সোমবার রাতে বাঁকুড়াতে মুখ্যমন্ত্রীর জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা। মঙ্গলবার ওন্দায় মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওন্দা ও ছাতনায় দু’টি সুপার স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ ছাড়া জেলায় সাতটি ছাত্রাবাস-সহ স্কুলের ফলক উন্মোচন করার কথা। একই সঙ্গে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সাতটি পানীয় জলের প্রকল্প-সহ কেন্দ্রীয় সরকারের সহায়তায় এক হাজার কোটি টাকার জল প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। |