টুকরো খবর
'অবসরের দিন বিদ্যালয়ে দান প্রধানশিক্ষকের
স্কুলের কৃতী ছাত্রদের উচ্চতর শিক্ষার জন্য দেড় লক্ষ টাকা দান করলেন বহরমপুর জেএন অ্যাকাডেমি স্কুলের
সুহাস চট্টরাজ।
—নিজস্ব চিত্র।
বিদায়ী প্রধান শিক্ষক সুহাসরঞ্জন চট্টরাজ। শুক্রবার ওই স্কুলের সঙ্গে তাঁর দীর্ঘ ১৩ বছরের সম্পর্কের ছেদ পড়ল। সুহাসবাবু বলেন, “মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় স্কুলের কৃতী ছাত্রদের উচ্চতর শিক্ষার জন্য ওই অর্থ সাহায্য করা হবে। তবে দুঃস্থ ও মেধাবী ছাত্রদেরও অর্থ সাহায্য করা হবে কি না, সে ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।” গত অক্টোবরে সাগরদিঘির সুরেন্দ্রনারায়ণ হাইস্কুলকে এবং বীরভূমের লোহাপুরের এমআরএম হাইস্কুলকে এক লক্ষ টাকা করে দান করেন সুহাসবাবু। বাবা প্রয়াত প্রবোধ চট্টরাজ ছিলেন লোহাপুরের এমআরএম হাইস্কুলের সংস্কৃতের শিক্ষক। ওই স্কুল থেকেই তিনি ১৯৬৭ সালে স্কুল ফাইনাল পাশ করেন। সাগরদিঘির সুরেন্দ্রনারায়ণ হাইস্কুলে তিনি প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন। সুহাসবাবু বর্তমানে বহরমপুরের বাসিন্দা হলেও তাঁর আদি বাড়ি নবগ্রামের কানফলা গ্রামে। তাঁর কথায়, “আমার যে টুকু পরিচিতি তা স্কুলকে নিয়েই। তাই অর্থ সাহায্য করার কথা মনে আসে।” ৩৬ বছর শিক্ষকতা করার পরে তিনি অঙ্গীকার করেছেন, অবসর নিলেও প্রয়োজনে তিনি স্কুলের পাশে থাকবেন।

অনাস্থার প্রস্তাব আনল বামফ্রন্ট
বছর পার না হতেই আবারও অনাস্থা প্রস্তাব এল ধুলিয়ান পুরসভায়। বর্তমানে ওই পুরসভা কংগ্রেসের নিয়ন্ত্রণে। পুরপ্রধান মেহেবুব আলমের বিরুদ্ধে ১৯ সদস্য বিশিষ্ট ধুলিয়ান পুরসভার ১০ জন বাম কাউন্সিলর অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন পুরসভা ও জঙ্গিপুরের এসডিও-র কাছে। শুক্রবার এই অনাস্থা প্রস্তাব জমা পড়লেও ভোটগ্রহনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। ২০১০ সালের পুরনির্বাচনে ১৯টি আসনের মধ্যে ৮টি জয়লাভ করে সিপিএম ও দুটিতে জয়ী হয় ফরওয়ার্ড ব্লক। অবশিষ্ট ৯টি আসনে জেতে কংগ্রেস। সিপিএম-ফরওয়ার্ড ব্লক জোট বোর্ড গঠন করে। পুরপ্রধান হন সিপিএমের সুন্দর ঘোষ। ফরওয়ার্ডের তুষারকান্তি সেন হন উপ-পুরপ্রধান। কিন্তু বছর ঘুরতেই তুষারবাবু কংগ্রেসে যোগ দেওয়ায় সিপিএমের পুরপ্রধানকে অনাস্থা এনে সরিয়ে দেওয়া হয়। বোর্ড গঠন করে কংগ্রেস। পুরপ্রধান হন মেহেবুব আলম। এই সময় আবার ৩ সিপিএম কাউন্সিলরও যোগ দেন কংগ্রেসে। কিন্তু দিন কয়েক আগে দলত্যাগী ৩ সিপিএম কাউন্সিলর ও তুষারকান্তি সেন নিজের দল ফরওয়ার্ড ব্লকে ফিরে আসেন। শুক্রবার ১০ জন বাম কাউন্সিলর বর্তমান পুরপ্রধান কংগ্রেসের মেহেবুব আলমের বিরুদ্ধে তড়িঘড়ি অনাস্থার নোটিস দেন। সিপিএম কাউন্সিলর ও পূর্বতন পুরপ্রধান সুনন্দ ঘোষ বলেন, “কংগ্রেস বোর্ড চালানোর নামে স্বেচ্ছাচারিতা চলছিল। তাই অনাস্থা আনতে বাধ্য হয়েছি।” কংগ্রেসের উপ-পুরপ্রধান দিলীপ সরকার বলেন, “এর ফলে বেশ কিছু প্রকল্পের কাজ থমকে যাবে।”

স্ত্রীকে খুনে গ্রেফতার
স্ত্রীকে খুনের অভিযোগে শুক্রবার স্বামীকে গ্রেফতার করল গাংনাপুর থানার পুলিশ। ধৃতের নাম বিপুল দাস। বাড়ি নদিয়ার গাংনাপুরের দক্ষিণপাড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাড়ির অদূরের এক মাঠে ধৃত ব্যক্তির স্ত্রী প্রেমিকা দাসের (৩২) দেহ উদ্ধার করে পুলিশ। ওই মহিলার গলায় ফাঁসের চিহ্ন ছিল। ওই মহিলার পরিবারের লোকজনের অভিযোগ, ধৃত বিপুল দাসের বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কে আপত্তি করায় খুন হন প্রেমিকা।

মেলেনি বার্ধক্য ভাতা
ম্যানেজার অন্য কাজে ব্যস্ত। তাই বন্ধ ফরাক্কার দুর্গাপুর সমবায় কৃষি ব্যাঙ্ক। এর জেরে শুক্রবার এলাকার শতাধিক বৃদ্ধ-বৃদ্ধা বার্ধক্য ভাতার টাকা আনতে এসে খালি হাতেই বাড়ি ফিরলেন। এদেরই একজন সারজিনা বেওয়া বলেন, “৪ দিন ধরে ব্যাঙ্কে এসে ঘুরে যাচ্ছি। কোন দিন ব্যাঙ্ক বন্ধ। আবার কোনও দিন বা ম্যানেজারের পাত্তা নেই।” এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ ফরাক্কার বিডিও সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, “খোঁজ নিয়ে দেখছি কেন ম্যানেজার ব্যাঙ্ক বন্ধ রাখলেন। প্রয়োজনে পদক্ষেপ করা হবে।”

পথ দুর্ঘটনায় মৃত ৪
সার বোঝাই লরি ও ম্যাটডোরের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহতদের নাম ব্রজ ঘোষ (১৮), মিনারুল শেখ (১৮) ও প্রসূন প্রামাণিক (৪০)। বাড়ি কৃষ্ণগঞ্জের গোবিন্দপুর গ্রামে। অপর নিহতের পরিচয় জানা যায়নি। জখম সকলে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার সন্ধ্যায় নাকাশিপাড়া থানার ছাতনির কাছে দুর্ঘটনাটি ঘটে। এ দিকে, লরির ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। নাম সুজাউদ্দিন শেখ (৩২)। বাড়ি পলাশির মোলান্দি গ্রামে।

প্রধানকে শো-কজ
সিপিএম ও কংগ্রেসের দুই পঞ্চায়েত সদস্যকে দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের বৈঠকে না ডাকার অভিযোগে মধুগাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানকে শো কজ করলেন করিমপুর ১ ব্লকের বিডিও তাপস মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘বুধবার ওই পঞ্চায়েত প্রধানকে শো কজ করে এক সপ্তাহের মধ্যেই উত্তর চেয়ে পাঠানো হয়েছে।’’

মহিলার দেহ উদ্ধার
ঝুলন্ত অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় এক মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। নাম পূর্ণিমা ঘোষ (৩৫)। বাড়ি খড়গ্রাম থানার দুনিগ্রামে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.