আজকের শিরোনাম
রাজ্যের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ দীপার
রাজ্যের পরিস্থিতি নিয়ে আজ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন দীপা দাশমুন্সী। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর বেপরোয়া ও খামখেয়ালী নীতির জন্য রাজ্যের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। সন্ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে প্রতিনিয়ত। দল দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে। ফলে পরিস্থিতি ক্রমশই ঘোরালো হয়ে উঠছে। তিনি আরও বলেন, দলের অন্তর্কোন্দল প্রকাশ্যে এসে পড়েছে। অপমানিত হচ্ছেন দলের বর্ষীয়ান নেতারা। শুধু তাই নয়, শিক্ষা, সংস্কৃতি ও শিল্পে রাজ্যের মান নিম্নমুখী। আর এই সমগ্র পরিস্থিতির জন্যই মুখ্যমন্ত্রী ও তাঁর দলের নেতা-নেত্রীরা দায়ী।
অন্য দিকে, অধীর চৌধুরীও মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়ে বলেন, সিঙ্গুরবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন তিনি। কারণ সিঙ্গুর-মামলা বিচারাধীন। সুতরাং, জমি ফেরত দেওয়ার মন্তব্য মুখ্যমন্ত্রীর রাজনৈতিক তামাশা ছাড়া আর কিছুই নয়। কংগ্রেস সূত্রে খবর, রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থতি নিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করবেন দীপা দাশমুন্সী।

বর্ধমানে লরিচালককে মার টোলপ্লাজার কর্মীদের
বর্ধমানের সদরঘাটে এক লরিচালককে মারধরের অভিযোগ উঠল টোল প্লাজার কর্মীদের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই লরি চালকের কাছ থেকে অতিরিক্ত টাকা চায় প্লাজার কর্মীরা। তিনি দিতে অস্বীকার করায় লরি থেকে টেনে বের করে ব্যাপক মারধর করে তারা। এই ঘটনার বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা বর্ধমান-আরামবাগ রুট অবরোধ করেন। ভাঙচুর করে টোল প্লাজায় আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই টোল প্লাজায় বেআইনিভাবে টাকা আদায় করা হয়। প্রতিবাদ করেও কোনও সুরাহা হয়নি। জেলা প্রশাসনকে প্লাজাটি তুলে দেওয়ার জন্য জানানো সত্ত্বেও কোনওরকম ব্যবস্থা নেয়নি। শুধু তাই নয়, এই প্লাজার জন্য প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় ওই রুটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

বীজপুরে আক্রান্ত সিপিএম কর্মীরা, অভিযুক্ত তৃণমূল
অশান্তির আঁচ ছড়াল উত্তর ২৪ পরগনার বীজপুরে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কয়েক জন সিপিএম সমর্থকের বাড়িতে হামলা চালায়। পাঁচটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালায় এলাকা থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বাসিন্দাদের আরও অভিযোগ, দিন দিন এই এলাকায় দুষ্কৃতী কার্যকলাপ বেড়েই চলেছে। প্রশাসনকে এ ব্যাপারে জানিয়েও কোনও লাভ হয়নি। সিপিএম কর্মীরা আক্রান্ত হওয়ার পরও বীজপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তা নিতে অস্বীকার করে বলে জানিয়েছেন এলাকাবাসী। তবে এই ঘটনায় অভিযুক্তদের এখনও গ্রেফতার করা যায়নি।

মালদহে পথ দুর্ঘটনা, মৃত ৩
আজ ভোরে মালদহের ৩৪ নম্বর জাতীয় সড়কে গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩ জনের। মৃতেরা সকলেই গাড়ির যাত্রী ছিলেন। আহত আরও ৭ জনকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা। এঁরা সকলেই ইংরেজবাজার এলাকার বাসিন্দা। দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালীবাড়ি থেকে পুজো দিয়ে বাড়িতে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ এসে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.