l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• দিল্লি মেট্রোর ম্যাসকট এক নবজাত শিশুকন্যা
• শহরে ডেঙ্গিতে মৃত ১
• প্রয়াত ক্যাপ্টেন লক্ষ্মী সেহগল
বিস্তারিত...
•
সার্ধশতবর্ষে গীতিকার-কবি-নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়,
অতীতের তাঁরা
-য়।
•
কলকাতাকে নিয়ে ভাল লাগার কথা
তারাদের চোখে
আঁকলেন বনশ্রী সেনগুপ্ত।
•
স্টার থিয়েটারের ১২৫ বছরের ভাঙা-গড়া-পোড়ার গল্প
আনাচে-কানাচে
।
•
ভিন্ শহর থেকে কলকাতায় আসার তখন-এখনের অনুভব নিয়ে
আমার শহর
।
•
ভারী হোক বা ইলশেগুঁড়ি, বর্ষার রান্নাঘর থইথই করবে ইলিশের গন্ধে।
কাগজের খবর-ছবিই ফিরিয়ে দিল সুব্রতকে
নিজস্ব সংবাদদাতা • তারাপীঠ ও ঝাড়গ্রাম
কোথাও যেন ‘অতিথি’র তারাপদ, কোথাও আদল ‘বাড়ি থেকে পালিয়ে’র কাঞ্চনের সঙ্গে। কোথাও একদম নিজের মতো সুব্রত বারিক। ক্যানসারে আক্রান্ত ঝাড়গ্রামের কুমুদকুমারী ইনস্টিটিউশনের একাদশ শ্রেণির এই কৃতী পড়ুয়ার মনে হয়েছিল, ‘বেঁচে থেকে কী হবে’? তাই বাড়ি থেকে পালানো। এমনকী, ‘আত্মহত্যার চেষ্টা’ও। কিন্তু বছর সতেরোর সুব্রত দিল্লি থেকে কন্যাকুমারিকা ঘুরেও সে চেষ্টায় সফল হয়নি। কিন্তু বেড়ানোর নেশা তাকে পেয়ে বসেছে বলে দাবি প্রায় পাঁচ মাস নিখোঁজ এই কিশোরের। রবিবার জানা গিয়েছে, বীরভূমের তারাপীঠের একটি লজে পরিচয় লুকিয়ে কাজ করছিল সে। ঝাড়গ্রামের নেকড়াশুলি গ্রামের বাসিন্দা সুব্রতর কথায়, “ক্যানসারের চিকিৎসা করাতে গিয়ে পড়াশোনায় পিছিয়ে পড়ব বলে মনে একটা আশঙ্কা ছিল। ডাক্তারেরাও আশঙ্কা প্রকাশ করেছিলেন, অস্ত্রোপচারের পরে হয়তো আমি নিজের পায়ে আর চলতে পারব না। বেঁচে থেকে কী করব, এটা ভাবতেই-ভাবতেই অনেক জায়গায় চলে গিয়েছি। নানা জায়গায় একাধিক বার সুইসাইডের চেষ্টাও করেছি। শেষ পর্যন্ত কোথাও সফল হইনি। কিন্তু ওই ভাবেই বেড়ানোর নেশাটা ধরে গিয়েছে আমার।”
বিস্তারিত...
সমস্ত চা বাগানে ভিডিএ চেয়ে আন্দোলন
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা
চা বাগানের হারানো জমি পুনরুদ্ধার করতে এ বার শ্রমিকদের পরিবর্তনশীল মহার্ঘ ভাতার (ভিডিএ) দাবিতে আন্দোলনে নামছে ডান-বাম শ্রমিক ইউনিয়নগুলি। ২৬ জুলাই সমস্ত বাগানে এক ঘণ্টা গেট মিটিংয়ের কর্মসূচির ডাক দিয়েছে ৩৪ টি শ্রমিক সংগঠনের কোঅর্ডিনেশন ও ডিফেন্স কমিটি। এরপর অগস্ট মাস জুড়ে শ্রমিকদের নানান দাবি দাওয়া নিয়ে ধর্না, অবস্থান-সহ বড় ধরনের আন্দোলনে নামার পরিকল্পনা করছেন তাঁরা। মোর্চার বিরুদ্ধে আন্দোলনে নেমে আদিবাসী বিকাশ পরিষদ সংগঠন বাড়াতে শুরু করলে একের পর এক চা বাগান সিটু-সহ ডান-বাম সংগঠনের হাতছাড়া হতে থাকে। তবে গোষ্ঠী কোন্দলের জেরে আগের তুলনায় চা বাগানে আদিবাসী বিকাশ পরিষদ অনেকটা দুর্বল বলে মনে করছেন শ্রমিক সংগঠনগুলির নেতারা। বিকাশ পরিষদের গোষ্ঠী কোন্দল কাজে লাগিয়ে নতুন করে আন্দোলনের মাধ্যমে হারানো জমি পুনরুদ্ধারের পথ হিসাবে ডান-বাম দলগুলি ভিডিএ নিয়ে আন্দোলনে নামছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শ্রমিক ইউনিয়নগুলির অভিযোগ, যে ভাবে দিনের পর দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বাড়ছে তাতে চা বাগানে শ্রমিকরা স্বল্প টাকায় কুলিয়ে উঠতে পারছেন না।
বিস্তারিত...
প্রথম চাকরিতে বেতন ছিল মাসে ১০৮ টাকা
নুরুল আবসার • আমতা
বয়স তখন মেরেকেটে একুশে। বয়সের তুলনায় কিছুটা যেন রাশভারিই দেখাত তাঁকে। কিন্তু সে দিনের সদ্য যুবকটি যে এত ‘লম্বা দৌড়ের ঘোড়া’ তা কেউ ঘুণাক্ষরেও ভাবেননি। ১৯৫৭ সালে হাওড়ার আমতার তাজপুর এম এন রায় ইন্সটিটিউটে প্রণব মুখোপাধ্যায় যোগ দিয়েছিলেন শিক্ষক হিসাবে। মূলত বাংলা-ইংরেজি-সহ কলাবিদ্যার ক্লাস নিতেন। তাঁর ছাত্রদের মধ্যে বেশিরভাগই এখন ষাটোর্ধ্ব। কেউ কেউ সত্তর ছুঁইছুঁই। কিন্তু এত দিন পরেও প্রিয় মাস্টারমশাইকে নিয়ে তাঁদের নানা স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি। রাষ্ট্রপতি পদে প্রণববাবুর শপথ গ্রহণ এখন সময়ের অপেক্ষা। কিন্তু ভোটের ফল প্রকাশের পর থেকেই উৎসবের মেজাজ এই স্কুলে। শিক্ষক হিসাবে তাজপুর গ্রামে প্রথম যে দিন এলেন প্রণববাবু, সেই দিনটার কথা এখনও মনে আছে চিত্ত চক্রবর্তীর। স্বাস্থ্য দফতরের প্রাক্তন কর্মী চিত্তবাবু বললেন, “তখন শীতকাল। একটা বেডিং নিয়ে মাস্টারমশাই হাজির হলেন আমাদের স্কুলের সামনে। তৎকালীন সম্পাদক নবেন্দুভূষণ রায়ের বাড়ি দেখিয়ে কোথায় জানতে চাইলেন। রায়পাড়ায় আমাদের বাড়ির কাছেই ছিল নবেন্দুবাবুর বাড়ি। সেখানে পৌঁছে দিলাম মাস্টারমশাইকে।”
বিস্তারিত...
রাষ্ট্রপতি হলেন জঙ্গিপুরের ঘরের মানুষই
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ
রসুন দিয়ে লালতের শাক কি মিলবে রাইসিনা হিলসে? পোস্ত বড়া, পাবদা মাছ, কাটা রুই—মধ্যাহ্ন আহারের এই মেনুতেই স্বচ্ছন্দ ছিলেন যে মানুষটি, তিনি নিশ্চয়ই রাষ্ট্রপতি হওয়ার পরেও তেমনটিই থাকবেন। প্রণব মুখোপাধ্যায়ের সাংসদ এলাকা জঙ্গিপুরের মানুষ এমনই ভাবছেন। তাঁরা জানেন, প্রখর গরমে ভোটের প্রচারে বেরিয়ে প্রবীণ মানুষটির সারা দিন খাওয়া বলতে ছিল মুড়ি আর লাল চা। প্রচণ্ড পরিশ্রমের পরে ফিরে এসে ওই বয়সেও সারা ভারতের নানা নেতার সঙ্গে কথা বলতে হত ফোনে। তখন অবশ্য ঘরে কেউ থাকতে পারতেন না। কিন্তু তা ছাড়া, অভিজাত স্বভাবের মানুষটি যে একেবারেই ঘরোয়া, তার প্রমাণ বারবার মিলেছে। এই শহর কাছ থেকে প্রণববাবুকে দেখেছে তাঁর প্রবীণ বয়সে। তত দিনে তিনি বিখ্যাত লোক। তাই প্রথম দিকে যে আড়ষ্টতা ছিল, তা কিন্তু তাঁর গুণেই কেটে যায় তাড়াতাড়ি। ২০০৪ সালে সংসদীয় নির্বাচনে লড়তে এসে প্রণববাবু উঠেছিলেন শহরে মুক্তিপ্রসাদ ধরের বাড়িতে। তখনই জানা গেল, তাঁর প্রিয় খাবার পোস্তর বড়া। যে ঘরে তিনি থাকবেন, সেই ঘরে রাখা হয়েছিল কিছু দেবদেবীর ছবি। সে সব এখনও সাজানো রয়েছে।
বিস্তারিত...
এই সংক্রান্ত খবর...
• আর তো বারবার আসতে পারবেন না, হতাশ কর্মীরা
পুজোয় আসবেন প্রণব, আশায় মিরাটি
অর্ঘ্য ঘোষ • মিরাটি
সকাল থেকেই কীর্ণাহার চৌরাস্তা-সহ বিভিন্ন মোড়ে ঝুলছিল ‘রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আন্তরিক অভিনন্দন’ জ্ঞাপক বিভিন্ন ভঙ্গিমার কাট-আউট। রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা হতে তখনও ঢের দেরি। কিন্তু এলাকার মানুষ জানতেন, মিরাটির মুখোপাধ্যায় পরিবারের ওই সদস্যই দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসটা স্রেফ সময়ের অপেক্ষা। প্যান্ট-শার্ট এবং টাই পরিহিত একটি কাট-আউট দেখে রবিবার সকালে স্থানীয় কিছু যুবক নিজেদের মধ্যে বলাবলি করছিলেন, ধুতি-চাদরের পাশাপাশি কোট-টাইয়ে প্রণববাবুকে কেমন সাহেব সাহেব লাগছে দেখছিস? বাংলা ভাষার পাশাপাশি ছাত্রাবস্থা থেকেই ইংরেজিতে প্রণববাবুর দক্ষতা কম ছিল না বলে জানালেন তাঁর স্কুলের সহপাঠী বলদেব রায়। কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণিতে বলদেববাবু সহপাঠী হিসাবে পেয়েছিলেন প্রণববাবুকে। তখন যিনি সহপাঠীদের কাছে শুধুই পল্টু। বলদেববাবু বলছিলেন, “বাংলা ভাষার চেয়ে পল্টুর ইংরেজিতেই দক্ষতা বেশি ছিল বরাবর। আমাদেরও ইংরেজি বলতে উৎসাহ দিত।” কীর্ণাহারে এ দিন সকাল থেকে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভিড়। ওবি ভ্যানের আনাগোনা। এই এলাকার মানুষের কাছে অবশ্য এই দৃশ্য খুব নতুন নয়। কারণ প্রণববাবু কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীনও বারবার সংবাদমাধ্যমে এসেছে এখানে।
বিস্তারিত...
ধৃতের মোবাইল থেকে
২২ বার ফোন গোরাবাজারে
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ
৫ জুলাই খুন হন সুটিয়া গণধর্ষণ কাণ্ডের অন্যতম সাক্ষী বরুণ বিশ্বাস। ওই খুনে জড়িত অভিযোগে ধৃত দেবাশিস সরকারের মোবাইল থেকে ৫ জুলাই তারিখেই ২২ বার ফোন গিয়েছিল দমদমের গোরাবাজার এলাকার একটি মোবাইল নম্বরে। দেবাশিসের মোবাইলের ‘কললিস্ট’ পরীক্ষা করে রবিবার এই দাবি করল সিআইডি। ঘটনা হল, গোরাবাজার এলাকায় দমদম সেন্ট্রাল জেলেই রয়েছে সুটিয়ায় গণধর্ষণ কাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সুশান্ত চৌধুরী, বীরেশ্বর ঢালি-সহ আরও কয়েকজন। সুশান্তই জেলে বসে বরুণকে খুনের চক্রান্ত করেছে বলে প্রাথমিক তদন্তের পরে জানিয়েছিল উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ ও সিআইডি। তাই দেবাশিস কাকে ফোন করেছিলেন, সে খোঁজই এখন করছেন গোয়েন্দারা। শনিবার গোপালনগরে দেবাশিসের বাড়ি থেকে তার মোবাইলটি উদ্ধার করে সিআইডি। সেটি চালু করার পরে গোয়েন্দারা জানতে পারেন, ৪-৫ জুলাই ওই ফোন থেকেই গোরাবাজার এলাকার একটি মোবাইল নম্বরে বহু বার ফোন করা হয়েছিল। তবে সেই মোবাইলটি জেলের ভিতর থেকে ব্যবহার করা হয়েছিল কি না, তা জানাননি তদন্তকারীরা। ২০০০ সাল নাগাদ গাইঘাটার সুটিয়ায় শুরু হয়েছিল সুশান্ত চৌধুরী, বীরেশ্বর ঢালিদের ‘তাণ্ডব’।
বিস্তারিত...
থানায় ঠাঁই নেই, রাত কাটে ব্লক অফিসে
নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা
থানার ব্যারাকে পর্যাপ্ত জায়গা নেই। সেখানে কোনওক্রমে কিছু পুলিশ কর্মী গাদাগাদি করে রাত কাটান। বাকি পুলিশ কর্মীদের বাধ্য হয়ে ঘুমোতে যেতে হয় পাশের ব্লক অফিসে। এ ছবি পুঞ্চা থানার। থানা সূত্রে জানা গিয়েছে, পুলিশ আধিকারিক ও কর্মী মিলিয়ে এখানে মোট ৪৩ জন রয়েছেন। দেশ স্বাধীন আগে তৈরি হওয়া এই থানায় দু’টি ঘর আছে। একটিতে ওসি বসেন। সেখানে মাত্র দু’টি চেয়ার আছে। অন্য ঘরটি ডিউটি অফিসারের। এখানে রয়েছে দু’টি টেবিল ও কয়েকটি মাত্র চেয়ার। বাকি অফিসারেরা বারান্দায় ঘুরে বেড়ান অথবা থানা চত্বরে গাছের তলায় বসেন। তাঁদের ক্ষোভ, দীর্ঘদিন ধরে এই থানার অফিস ঘরের সংস্কার হয়নি। দু’টি ঘরেই বিপজ্জনক ভাবে বিদ্যুতের তার ঝুলছে। বর্ষায় ছাদ চুঁইয়ে টেবিলে জল পড়ে বলে অভিযোগ। একই অবস্থা পুলিশ লকআপেরও। প্রায় দু’দশক ধরে কয়েদিদের শৌচাগার বন্ধ রয়েছে। আসামীদের দড়ি বেঁধে থানার বাইরে শৌচাগারে নিয়ে যেতে হয়। আবার থানার মালখানায় প্রচুর চামচিকে, আরশোলা রয়েছে। পুলিশ কর্মীরা জানিয়েছেন, খুব প্রয়োজন না পড়লে মালখানায় ঢুকতে কেউ চান না। সংস্কার না হওয়ায় থানার কম্পিউটার ঘরের ছাদ ভেঙে পড়ে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
উচ্ছ্বাসে অকাল
হোলি-দেওয়ালি
শিলিগুড়িতে
দক্ষিণবঙ্গ
খুনের মামলায় ধৃত কর্মী,
থানায় বিক্ষোভ তৃণমূলের
পর পর তিন খুন, কিনারা
হল না একটি ক্ষেত্রেও
বর্ধমান
কালনায় এটিএম থেকে
উধাও ৩২ লক্ষ টাকা
খনিকর্মীর হাতে ‘মাওবাদী’
পোস্টার দিয়ে গেল যুবক
পুরুলিয়া
লটারি করে স্কুলে
মিড-ডে মিলের দায়িত্ব
বাস বন্ধে বিপাকে
সাঁইথিয়া-কান্দি
রুটের যাত্রীরা
মুর্শিদাবাদ
বেহাল রাস্তায় জল
থইথই বহরমপুরে
ধন্যবাদ জানিয়ে চিঠি
দিয়েছিলেন প্রণববাবু
মেদিনীপুর
চেয়ারম্যান নিয়ে
দ্বন্দ্ব তৃণমূলে
কর্মচারীর অবসরে
বন্ধ হাওয়া-অফিস
কলকাতা
৩৩.৩/ ২৬.১
আজকের দিনে
• ২০০৪:
পেনসিলভেনিয়ায় মৃত্যু হয় কৌতুক অভিনেতা মেহমুদ আলি খান ওরফে মেহমুদের। নির্দেশক ও প্রযোজক হিসাবেও চলচ্চিত্র জগতে সুপরিচিত ছিলেন তিনি।
সাপ্তাহিক ক্রোড়পত্র
আজকের দিনে
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.