একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে দফায় দফায় প্রায় ৩২ লক্ষ টাকা সরানোর অভিযোগ উঠল কালনায়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই ঘটনায় পুলিশের কাছে দু’জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। পুলিশ জানায়, দুই অভিযুক্তই পলাতক। তাদের খোঁজ চলছে। পাশাপাশি, ব্যাঙ্কের মুখ্য শাখা কালনা শাখার চার কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে।
ব্যাঙ্ক সূত্রে খবর, জুলাইয়ের শুরুতে কালনা শাখার এক কর্মীর নজরে পড়ে, পুরভবনের সামনে ব্যাঙ্কের এটিএমের হিসেবে গরমিল রয়েছে। তদন্তে নেমে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানতে পারেন, দফায় দফায় ওই এটিএম থেকে ৩২ লক্ষ ৭০০ টাকা সরানো হয়েছে। বিষয়টি কলকাতায় ব্যাঙ্কের এটিএম বিভাগকে জানানো হয়। ৮ জুলাই ওই বিভাগের তরফে কালনায় গিয়ে অসঙ্গতির বিষয়টি দেখা হয়। পরে ১৩ জুলাই ব্যাঙ্কের ভিজিল্যান্স দল কালনা শাখায় গিয়ে তদন্ত শুরু করে।
ভিজিল্যান্স দল সপ্তাহখানেক তদন্ত করার পরে ২০ জুলাই ব্যাঙ্কের তরফে দু’জনের বিরুদ্ধে কালনা থানায় জালিয়াতির অভিযোগ করা হয়। পুলিশ জানায়, অভিযুক্তদের এক জন ওই এটিএমের কারিগরি দিকটি দেখভালের দায়িত্বে থাকা কর্মী সৌরভ বর্মন। ব্যাঙ্ক সূত্রে জানা যায়, বছর দেড়েক আগে একটি বেসরকারি সংস্থা মারফত সফট্অয়্যার ইঞ্জিনিয়ার সৌরভকে নিয়োগ করা হয়েছিল। হুগলির রিষড়ার বাসিন্দা সৌরভ ব্যাঙ্কে নিযুক্ত হওয়ার পর থেকে বর্ধমান শহরেই থাকছিলেন। কিন্তু ভিজিল্যান্স দল তদন্ত শুরু করার পরেই তিনি ‘গা ঢাকা’ দিয়েছেন বলে পুলিশের দাবি। |