আজকের শিরোনাম |
প্রয়াত ক্যাপ্টেন লক্ষ্মী সেহগল |
আজ সকাল ১১.৩০ নাগাদ কানপুরে প্রয়াত হলেন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী ক্যাপ্টেন লক্ষ্মী সেহগল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭। গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তার পর থেকেই কোমায় চলে যান। তিনি বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
|
ছবি: দেবীপ্রসাদ সিংহ |
১৯১৪ সালের ২৪ অক্টোবর মাদ্রাজে জন্মগ্রহণ করেন প্রবাদপ্রতিম এই স্বাধীনতা সংগ্রামী। দুঃস্থদের পরিষেবা দিতে, ডাক্তারি পড়বেন বলে মনস্থির করেন। ১৯৩৮-এ মাদ্রাজ মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। ১৯৪০ সালে তিনি সিঙ্গাপুরে পাড়ি দেন। সেখানে গরিব ভারতীয় শ্রমিকদের বিনা অর্থে চিকিত্সার জন্য চিকিত্সালয় গড়েন। এখান থেকেই তাঁর স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভাবে অংশগ্রহণ।
সাক্ষাত্ হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে। নেতাজি আজাদ হিন্দ বাহিনীর মহিলা রেজিমেন্ট ঝাঁসি রানি ব্রিগেড তৈরি করেন। এই ব্রিগেডের ক্যাপ্টেন নিযুক্ত হন লক্ষ্মী সেহগল। আবার, ১৯৭১-এ তিনি সিপিআইএম-এর প্রতিনিধি হয়ে রাজ্যসভার সদস্য হন। ২০০২ সালে রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছিলেন।
১৯৪৭-এ লাহৌরে প্রেম কুমার সেহগলের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর তাঁরা কানপুরে চলে আসেন। ভারত ভাগের পর যে সব শরণার্থীরা এ দেশে চলে আসেন তাঁদের সেবা শুশ্রূষা করার জন্য দাতব্য চিকিত্সালয় গড়ে তোলেন। এ ছাড়াও জীবদ্দশায় তিনি বহু সমাজসেবামূলক কাজে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। ১৯৯৮ সালে পদ্মবিভূষণ-এ ভারত সরকার তাঁকে সম্মানিত করে।
আজ তাঁর মৃত্যুতে
গোটা কানপুরে শোকের ছায়া নেমে এসেছে। কানপুরের মানুষের কাছে তিনি ‘দিদি’ নামে সুপরিচিত ছিলেন। জানা গিয়েছে, মৃত্যুর আগেই তিনি দেহ দান করেছিলেন।
|
ঢাকায় আনা হল হুমায়ূনকে |
নিউ ইয়র্ক থেকে আজ সকালে ঢাকায় নিয়ে আসা হয় প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদের মরদেহ। ঢাকার শাহ জালাল বিমানবন্দরে তখন মানুষের ঢল। সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হয়েছিল শহিদ মিনার চত্বরে। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের বিশেষ দূত আব্দুল মোমেন-সহ অন্যান্য আধিকারিকরা। বিশেষ সূত্রে খবর,আগামিকাল প্রার্থনার পর জাতীয় ইদগা থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে নুহাশ পল্লীতে। সেখানেই সমাধিস্থ করা হবে এই জনপ্রিয় সাহিত্যিককে।
|
ঋণ পরিশোধে চাপ সৃষ্টি, আত্মহত্যার চেষ্টা মহিলার |
আজ সকালে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বহরমপুরের সয়দাবাদের এক গৃহবধূ। তাঁর নাম পূর্ণিমা ভাস্কর। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছে মহিলার। পরিবার সূত্রে জানা গিয়েছে, একটি মাইক্রো ফিন্যান্স সংস্থা থেকে ১৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন পূর্ণিমাদেবী। ৫০টি কিস্তিতে এই ঋণ শোধ করার কথা ছিল তাঁর। ইতিমধ্যে ২২টি কিস্তির টাকা সংস্থায় জমাও করেছেন। তবে পারিবারিক কিছু অসুবিধার কারণে সাত সপ্তাহের বকেয়া কিস্তি দিতে না পারায় সংস্থা থেকে তাঁর উপর নানা ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল বলে অভিযোগ। তিনি সংস্থার কাছে বকেয়া টাকা পরিশোধের জন্য কয়েক দিন সময়ও চেয়েছিলেন। কিন্তু সে কথায় কর্তৃপক্ষ কর্ণপাত করেনি বলে বাড়ির লোকেরা জানান। আজ সকালে প্রতিবেশীদের সামনে তাঁকে যথেষ্ট হেনস্থা করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সেই অপমান সহ্য করতে না পেরে পূর্ণিমাদেবী গায়ে আগুন দেন। এই ঘটনার পর সংস্থার ২ ফিল্ড কর্মীকে আটক করেছে পুলিশ। তবে মাইক্রো ফিন্যান্স সংস্থার পক্ষ থেকে টাকা আদায়ের জন্য চাপ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
|
দিল্লি মেট্রোর ম্যাসকট এক নবজাত শিশুকন্যা |
গতকাল সকাল ৭.২৮ নাগাদ দিল্লি মেট্রোতে এক শিশুকন্যার জন্ম দেন জুলি দেবী নামে এক মহিলা। প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদাবাদের বাসিন্দা জুলি তাঁর স্বামী ও দেওরের সঙ্গে বদরপুর থেকে মেট্রোতে ওঠেন। খান মার্কেট স্টেশন আসার কিছু আগেই তাঁর প্রসব যন্ত্রণা ওঠে। ট্রেনের কিছু মহিলা যাত্রীর সহযোগিতায় তিনি সুস্থ শিশুকন্যার জন্ম দেন। মেট্রোর কর্মীরা তখনই তাঁকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। এ দিকে এই ঘটনার পর মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালে থাকাকালীন শিশু ও তার মায়ের চিকিত্সার যাবতীয় খরচ তারাই বহন করবে। শুধু তাই নয়, নবজাত শিশুকন্যাটিকে দিল্লি মেট্রোর ম্যাসকট করার সিদ্ধান্তও নিয়েছেন তারা।
|
শহরে ডেঙ্গিতে মৃত ১ |
শহরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম সুস্মিতা মালাকার। জানা গিয়েছে, গত ৩-৪ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। গতকাল সকালে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর অবস্থার ক্রমশ অবনতি হয়। রাত ৮.৩০ নাগাদ তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর। হাসপাতাল থেকে আরও জানানো হয়েছে, ওই মহিলার রক্তে ডেঙ্গির জীবাণু পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, কলকাতা পুরসভা এলাকায় এই বর্ষায় ডেঙ্গির জীবাণু প্রথম পাওয়া গেল এবং ডেঙ্গিতে মৃত্যু এ বছরে এই প্রথম।
|
ঝালদায় ট্রেনে কাটা পড়ে মৃত ৩ মহিলা |
পুরুলিয়ার ঝালদায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ৩ মহিলার। প্রত্যক্ষদর্শীদের মতে, আজ সকাল ৬.৩০ নাগাদ পাঁচ জন মহিলা লাইন পারাপার করছিলেন। সেই সময় বনাঞ্চল এক্সপ্রেস দ্রুতগতিতে ছুটে আসছিল। ওই মহিলাদের মধ্যে দু’জন কোনওরকমে লাইন পেরোলেও বাকি তিন জনের শেষ রক্ষা হয়নি। ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় দেহগুলি। জানা গিয়েছে, এঁরা প্রায়ই লাইনের ধারে প্রাতকৃত্যের জন্য আসতেন। খবর দেওয়া হয় রেলপুলিশকে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাকি দু’জন মহিলাকে জিজ্ঞাসাবাদ করে মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
|
জামালপুরে খেতমজুর হত্যা, গ্রেফতার ৭ |
গতকাল বর্ধমানের জামালপুরে খেতমজুরদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। এই ঘটনায় মৃত্যু হয়েছে রাধানাথ সোরেন নামে এক খেতমজুরের। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দোষীদের গ্রেফতার করার দাবিতে খেতমজুররা বিক্ষোভ দেখান। এ দিকে এই ঘটনায় আজ স্থানীয় তৃণমূল নেতা-সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
|
টালিগঞ্জ পুলিশ আবাসনে আত্মঘাতী মহিলা |
টালিগঞ্জ পুলিশ আবাসনের ছ’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা। তাঁর নাম দীপালী দত্ত। জানা গিয়েছে, তিনি টালিগঞ্জ থানার এক এএসআই-এর স্ত্রী। আজ ভোর পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তাঁর চিত্কার শুনে কর্তব্যরত জনকারিগরি বিভাগের কর্মীরা ছুটে আসেন। আবাসনের অন্যান্য বাসিন্দাদের সহায়তায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ দিকে এই ঘটনায় শোকস্তব্ধ গোটা আবাসন। বাসিন্দারা জানিয়েছেন, দীপালীদেবী কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন, তবে তাঁর মধ্যে কোনওরকম অস্বাভাবিকতা লক্ষ করা যায়নি। কী কারণে এমন ঘটনা ঘটল তা নিয়ে বাসিন্দারা স্পষ্ট করে কিছু বলতে না পারলেও পারিবারিক কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
|
কালনায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে লক্ষাধিক টাকা গায়েব, গ্রেফতার ২ |
কালনায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে ৩২ লক্ষ টাকা গায়েবের অভিযোগ উঠল। বিশেষ সূত্রে জানা গিয়েছে, গত দশ দিন আগে এই ঘটনা ঘটেছে। অথচ ব্যাঙ্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। এত দিন ঘটনা ঘটলেও কেন কোনও অভিযোগ দায়ের করা হয়নি তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এ দিকে, এই ঘটনায় এটিএমের ২ নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনেন ব্যাঙ্কের ম্যানেজার। গ্রেফতার করা হয়েছে তাঁদের দু’জনকে। সেই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে ব্যাঙ্কের ২ শীর্ষকর্তাকে। |
|