কর্মচারীর অবসরে বন্ধ হাওয়া-অফিস
কমাত্র সহকারী-আবহবিদ (অ্যাসিস্ট্যান্ট মেটিরিওলজিস্ট) অবসর নিয়েছেন দেড় বছর আগে। আর সেই সঙ্গেই বন্ধ হয়েছে মেদিনীপুরে কৃষি-দফতরের আবহাওয়া-অফিস। যন্ত্রপাতি সব ঠাঁই পেয়েছে গুদাম-ঘরে। শিল্পে পিছিয়ে থাকা পশ্চিম মেদিনীপুরে চাষই সংখ্যাগরিষ্ঠের প্রধান জীবিকা। সেচের সীমিত সুযোগের এই জেলায় সেই চাষও আবার আবহাওয়া-নির্ভর। সেখানে কৃষি-দফতরের প্রধান হাওয়া-অফিসটিই কি না বন্ধ! আবহাওয়া সংক্রান্ত কোনও তথ্যই তাই এখান থেকে আর জানা যাচ্ছে না। জেলা প্রশাসনকেও সাহায্য নিতে হচ্ছে বেসরকারি কেন্দ্রের।
আগে দুর্গাপদ ঘোষ নামে একজন অ্যাসিস্ট্যান্ট মেটিরিওলজিস্ট ছিলেন কৃষি-দফতরের হাওয়া-অফিসে। মেদিনীপুর শহরে সয়েল কনজারভেশন অ্যান্ড রিসার্চ স্টেশনে ছিল এই অফিস। ২০১১-র ৩১ জানুয়ারি দুর্গাপদবাবু অবসর নেন। তার পর দেড় বছর হতে চলল, নতুন কর্মচারী নিয়োগ হয়নি। দুর্গাপদবাবু অবসর নেওয়ার পর থেকেই বন্ধ হয়ে গিয়েছে আবহাওয়া সংক্রান্ত তথ্য-সংগ্রহের কাজ। যন্ত্রপাতি চুরি হয়ে যাওয়ার আশঙ্কায় অন্য কর্মীরা সে-সব গুদামে মজুত রেখেছেন। সয়েল কনজারভেশন অ্যান্ড রিসার্চ-স্টেশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবকান্ত পণ্ডা বলেন, “আবহবিদ বা সহকারী আবহবিদ চেয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছি। নিয়োগ হলে ফের আবহাওয়া সংক্রান্ত তথ্য-সংগ্রহ শুরু হবে।”
জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাওয়া-অফিস ছিল এটাই। ক্ষীরপাই, পিংলা-সহ আরও কয়েকটি জায়গায় এ-রকম অফিস অবশ্য রয়েছে। কিন্তু সেগুলিতে কেবল বৃষ্টিপাতের পরিমাণ সংগ্রহই করা যায়। মেদিনীপুরের অফিসে আবহাওয়া-সংক্রান্ত নানা তথ্যই সংগ্রহ হত। সেগুলি হল—সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাতের পরিমাণ, সূর্যোদয় ও সূর্যাস্তের সময়, বাতাসের গতিবেগ ও দিক নির্দেশ ছাড়াও মাটির তাপমাত্রাও মাপা হত। মাটির উপরিভাগ থেকে ৫ ফুট এবং ১৫ ফুট নীচে তাপমাত্রা কত—তা জানার ব্যবস্থা ছিল এখানে। সব ধরনের যন্ত্রপাতিই ছিল। বহু বছর ধরে এই অফিসে আবহাওয়া সংক্রান্ত যাবতীয় তথ্য-সংগ্রহ করে রেকর্ড করে রাখার ব্যবস্থা ছিল। কিন্তু আবহবিদ না-থাকায় সেই অফিসই এখন বন্ধ। কৃষি দফতরের কাছে এই ধরনের অফিসের গুরুত্ব অপরিসীম। কারণ, এখান থেকে তথ্য-সংগ্রহ করেই কৃষকদের পরামর্শ দেন কৃষি দফতরের আধিকারিকেরা। এখন তাঁরাও কোনও তথ্য পাচ্ছেন না। কৃষি দফতরের এক আধিকারিকের কথায়, “এই অফিসটি বন্ধ থাকায় আমরা যে খুব সমস্যায় পড়েছি, তা সরকারকে জানানোও হয়েছে। কিন্তু দেড় বছর হতে চলল আবহবিদ নিয়োগের কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না।”
বস্তুত, মেদিনীপুরের এই হাওয়া-অফিসে সঙ্কটের সূত্রপাত সেই ২০০৭-এ। অ্যাসিস্ট্যান্ট মেটিরিওলজিস্ট দুর্গাপদবাবুকে মেদিনীপুর থেকে বর্ধমানে বদলি করা হয়েছিল ওই বছরেই। কেন্দ্রটির কী হবেতখনই সেই প্রশ্ন উঠেছিল। দুর্গাপদবাবুকে খাতায়-কলমে বদলি দেখিয়ে মেদিনীপুরেই ডেপুটেশনে রেখে দেওয়া হয়। কিন্তু তাঁর অবসরের পরে কেন্দ্রটি একেবারেই বন্ধ হয়েছে। আবহাওয়া সংক্রান্ত কোনও তথ্যই আর মিলছে না।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.