থানার ব্যারাকে পর্যাপ্ত জায়গা নেই। সেখানে কোনওক্রমে কিছু পুলিশ কর্মী গাদাগাদি করে রাত কাটান। বাকি পুলিশ কর্মীদের বাধ্য হয়ে ঘুমোতে যেতে হয় পাশের ব্লক অফিসে। এ ছবি পুঞ্চা থানার।
থানা সূত্রে জানা গিয়েছে, পুলিশ আধিকারিক ও কর্মী মিলিয়ে এখানে মোট ৪৩ জন রয়েছেন। দেশ স্বাধীন আগে তৈরি হওয়া এই থানায় দু’টি ঘর আছে। একটিতে ওসি বসেন। সেখানে মাত্র দু’টি চেয়ার আছে। অন্য ঘরটি ডিউটি অফিসারের। এখানে রয়েছে দু’টি টেবিল ও কয়েকটি মাত্র চেয়ার। বাকি অফিসারেরা বারান্দায় ঘুরে বেড়ান অথবা থানা চত্বরে গাছের তলায় বসেন। |
তাঁদের ক্ষোভ, দীর্ঘদিন ধরে এই থানার অফিস ঘরের সংস্কার হয়নি। দু’টি ঘরেই বিপজ্জনক ভাবে বিদ্যুতের তার ঝুলছে। বর্ষায় ছাদ চুঁইয়ে টেবিলে জল পড়ে বলে অভিযোগ। একই অবস্থা পুলিশ লকআপেরও। প্রায় দু’দশক ধরে কয়েদিদের শৌচাগার বন্ধ রয়েছে। আসামীদের দড়ি বেঁধে থানার বাইরে শৌচাগারে নিয়ে যেতে হয়। আবার থানার মালখানায় প্রচুর চামচিকে, আরশোলা রয়েছে। পুলিশ কর্মীরা জানিয়েছেন, খুব প্রয়োজন না পড়লে মালখানায় ঢুকতে কেউ চান না। সংস্কার না হওয়ায় থানার কম্পিউটার ঘরের ছাদ ভেঙে পড়ে। তারপর থেকে থানায় কম্পিউটারের কাজ হচ্ছে না। থানাতে দুই মহিলা কনস্টেবল রয়েছেন। কিন্তু তাঁদের থাকার কোনও ঘর নেই। এমন কী মহিলাদের ব্যবহারের জন্য আলাদা শৌচাগারও নেই। তাঁরা থানার বারান্দায় বেঞ্চে বসে থাকেন।
এ তো গেল থানার অফিসের দুরাবস্থার ছবি। থানার ওসি ও মেজবাবুর থাকার ঘরের ছাদের অবস্থাও বেহাল। পুলিশ কর্মীদের আশঙ্কা, “যা অবস্থা, ওই ঘরগুলির ছাদ যে কোনও দিন ধসে বিপর্যয় ঘটতে পারে।” প্রায় একই অবস্থা পুলিশ ব্যারাকেরও।
পুলিশকর্মীরা জানান, নামেই পুলিশ ব্যারাক। চারটে ছোট ছোট ঘর। ভাল করে খাট পাতা যায় না। বর্ষাকালে মশারির ওপর আলাদা ভাবে প্লাস্টিক বেছাতে হয়। নতুবা ফাটা ছাদ থেকে জল পড়ে বিছানা ভিজে একসা হয়। তাই কিছু পুলিশ কর্মী পুঞ্চা বাজারে বাড়ি ভাড়া নিয়ে থাকেন। সমস্যা মেটানোর জন্য পুঞ্চার বিডিও-র কাছেও পুলিশকর্মীরা সম্প্রতি আবেদন পাঠিয়েছেন। পুঞ্চার বিডিও সুপ্রতীক সিংহ বলেন, “পুঞ্চা থানার পরিকাঠামো সংস্কার করার আবেদন পত্র পেয়েছি। কী ভাবে সংস্কার করা যায়, তা খতিয়ে দেখছি। আপাতত পাঁচ জন পুলিশকর্মীকে রাতে ব্লক অফিসে থাকতে বলেছি। এতে তাঁদের রাতে থাকার সমস্যা যেমন কিছুটা মিটবে, তেমনি ব্লক অফিসের নিরাপত্তাও বাড়বে। পুরুলিয়ার পুলিশ সুপার সি সুধাকর বলেন, “পুঞ্চা থানায় পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে ঠিকই। সেই সমস্যা মেটানোর জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে।” |