l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
বেঙ্গালুরু রয়াল চ্যালেঞ্জার্স
বনাম
মুম্বই ইন্ডিয়ানস...
বিস্তারিত
কলকাতা নাইট রাইডার্স
বনাম
চেন্নাই সুপার কিংস...
বিস্তারিত
আজকের শিরোনাম...
• নেপালে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, মৃত ৭ ভারতীয়
• জয়নগরে ব্যবসায়ী খুন, এলাকায় চাঞ্চল্য
• বৃদ্ধকে গাড়ির ধাক্কা, উত্তপ্ত হাওড়ার শিবপুর
বিস্তারিত...
থানায় ‘হামলা’, তৃণমূলের
বিরুদ্ধে অভিযোগ পুলিশের
শুভাশিস ঘটক • ভাঙড়
উত্তেজনার পারদ নামছে না দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। শনিবার রাতে গ্রেফতার হওয়া দলীয় নেতাকে ছাড়াতে গিয়ে স্থানীয় কাশীপুর থানায় হামলার অভিযোগে এলাকার তৃণমূল নেতা রহিম মোল্লা-সহ বেশ কয়েক জন দলীয় কর্মী-সমর্থকের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। আবার রবিবার সকালে ভাঙড়ের সুন্দিয়া এলাকায় অটোরিকশার রুট নির্ধারণ নিয়ে তৃণমূল ও সিপিএম কর্মী-সমর্থকদের মধ্যে মারামারি হয়। পুলিশ লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী বলেন, “পুলিশের পক্ষ থেকে কাশীপুর থানার ঘটনায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ধরতে ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে।” স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গির খাঁ চৌধুরীরদাবি, ‘‘ভুল বোঝাবুঝির জেরে ছোট ঘটনা ঘটেছে।’’ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা তৃণমূলের জেলা চেয়ারম্যান চৌধুরীমোহন জাটুয়া বলেন, “ওই থানায় কী হয়েছে তা দেখছি। পুলিশকর্তাদের সঙ্গে কথা বলছি।” শনিবার রাত ৮টা নাগাদ কাশীপুরের হাতুলিয়া এলাকায় একটি খড় বোঝাই লরি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। খড়ে আগুন লাগে। স্থানীয় লোকজন আগুন নেভান। পুলিশ লরিটি আটক করে থানায় আনে।
বিস্তারিত...
বাড়ি ফেরার পথে নিখোঁজ
কলেজছাত্রী, অপহরণের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ হলেন এক কলেজছাত্রী। তাঁর পরিবারের অভিযোগ, শুক্রবার ওই ঘটনার পর থেকে মুক্তিপণ চেয়ে দু’বার ফোন পেয়েছেন তাঁরা। ওই রাতেই ঘোলা থানায় বিষয়টি জানানো হয়। অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানায়, নিখোঁজ করিশ্মা জয়সোয়াল ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের বি কম তৃতীয় বর্ষের ছাত্রী। বাড়ি ঘোলা থানার নবপল্লিতে। শুক্রবার বিকেলে নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ থেকে পরীক্ষা দিয়ে ফিরছিলেন ওই তরুণী। বাড়ির লোকেরা জানান, শুক্রবার রাত সাড়ে দশটার পরেও করিশ্মা বাড়ি ফেরেননি। মোবাইলও বেজে যাচ্ছিল। কিছুক্ষণ পরে ওই নম্বর থেকে এক অচেনা ব্যক্তি করিশ্মার মা, প্রতিমা জয়সোয়ালকে ফোন করে মেয়ের অপহৃত হওয়ার কথা জানায়। এক কোটি টাকা মুক্তিপণও চায়। করিশ্মার বাবা রাজকুমার জয়সোয়ালের পরিবহণের ব্যবসা রয়েছে।
বিস্তারিত...
নীতিগত ভাবে জলপাইগুড়ি ভাগ মানল সিপিএম
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি
নীতিগত ভাবে এ বার জলপাইগুড়ি জেলা ভাগের প্রস্তাবকে সমর্থনের কথা জানাল সিপিএম-ও। রবিবার ধূপগুড়িতে এক সাংবাদিক বৈঠকে সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু বলেন, “জলপাইগুড়ি জেলা ভাগ হোক, তা নীতিগত ভাবে আমরা সমর্থন করি।” ঘটনা হল, দীর্ঘ দিন ধরে আলিপুরদুয়ারকে পৃথক জেলা ঘোষণার দাবি করে এসেছে ফ্রন্টের শরিক আরএসপি। কংগ্রেস ও তৃণমূলও একই দাবি তোলে। ওই সিদ্ধান্তের বিরোধিতা করায় অভিযুক্ত ছিল সিপিএম। রাজ্যে ক্ষমতা হারানোর পরে জেলা ভাগের বিরোধিতা করে জন-সমর্থন হারানোর আশঙ্কাতেই সিপিএম তাদের এত দিনের অবস্থান ‘বদল’ করল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। ক্ষমতায় এসে রাজ্যের কয়েকটি জেলা ভাগ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকরণ সূত্রের খবর, প্রথম পর্যায়ে পশ্চিম মেদিনীপুর ও জলপাইগুড়ি জেলা ভাগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
বিস্তারিত...
খুন ‘প্রেমিকা’র বাবাকে, যুবক হত গণপিটুনিতে
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট
‘প্রেমিকা’ ইদানীং ‘এড়িয়ে’ চলছিলেন। ‘হেস্তনেস্ত করতে’ গভীর রাতে রিভলবার নিয়ে তাঁর বাড়িতে ‘চড়াও’ হয়েছিলেন যুবক। অভিযোগ, তাঁর চালানো গুলিতে প্রাণ যায় ‘প্রেমিকা’র বাবার। জখম হন ‘প্রেমিকা’। এর পরে দড়ি দিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে মারা হয় যুবকটিকেও। শনিবার রাতে বর্ধমানের মঙ্গলকোটে এমনই ঘটেছে বলেপুলিশের দাবি। তবে যুবকটির সঙ্গে কোনও সম্পর্ক ছিল বলে মানতে চাননি ওই যুবতী। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জার বক্তব্য, “প্রণয়ঘটিত কারণেই এমন ঘটনা। একটি দেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। দু’পক্ষই খুনের অভিযোগ করেছে।” পুলিশের দাবি, মঙ্গলকোটের নিগন গ্রামের অনুপ সিংহরায়ের (৩২) সঙ্গে স্থানীয় ইট্যা গ্রামের বছর বাইশের ওই যুবতীর বছর তিনেক ধরে ‘ঘনিষ্ঠতা’ ছিল। অনুপ একটি মোবাইল ফোন সংস্থার কর্মী ছিলেন। গত মার্চ থেকে তাঁদের ‘সম্পর্ক’ খারাপ হতে শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত দেড়টা নাগাদ মোটরবাইকে চড়ে ইট্যা গ্রামে যান অনুপ।
বিস্তারিত...
পনির কারখানায় আটক অ্যাসিড
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
ছানা ও পনির তৈরির কারখানায় হানা দিয়ে কয়েকটি মিউরেটিক অ্যাসিডের বোতল বাজেয়াপ্ত করেন বহরমপুর মহকুমাশাসক। বেলডাঙা-২ ব্লকের কামনগর পঞ্চায়েতের তারানগরের একটি কারখানায় রবিবার সকালে হানা দিয়ে ছানা ও পনির নমুনাও সংগ্রহ করেন তিনি। মহকুমাশাসক অধীর বিশ্বাস বলেন, “জেলার বিভিন্ন গ্রামে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বাথরুম পরিষ্কার করার মিউরেটিক অ্যাসিড ব্যবহার করে নিয়মিত ছানা ও পনির তৈরি করা হচ্ছে। সাইট্রিক অ্যাসিডের সাহায্যেই দুধ থেকে ছানা বা পনির তৈরি করা নিয়ম। নির্দিষ্ট অভিযোগ পেয়ে এ দিন তারানগর গ্রামের এক ছানা ব্যবসায়ীর কারখানায় হানা দিই। সেখানে ছানা ও পনির উৎপাদনে মিউরেটিক অ্যাসিড মেশানো হচ্ছে।” তাঁর কথায়, “অ্যাসিডের বোতল বাজেয়াপ্ত করার পাশাপাশি ছানা-পনির এবং দুধের সঙ্গে যে জল মিশিয়ে ছানা তৈরি হচ্ছে, সেই জলের নমুনাও সংগ্রহ করা হয়েছে। ওই সমস্ত নমুনা সরকারি পরীক্ষাগারে পাঠানো হবে। রিপোর্ট আসার পরেই কারখানার মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিস্তারিত...
‘পরিবর্তনে’র বর্ষপূর্তি পালন দুই মেদিনীপুরে
নিজস্ব প্রতিবেদন
গত বছর এই দিনেই রাজ্যে ‘পরিবর্তন’ হয়েছিল। ২০১১ সালের ১৩ মে দুপুরের পরই পরিষ্কার হয়ে গিয়েছিল দীর্ঘ ৩৪ বছর পরে বাম বিদায়ের ছবিটা। বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল। সেই ‘সাফল্যে’র এক বছর পূর্তি উপলক্ষে রবিবার দুই মেদিনীপুর জেলা জুড়ে নানা কর্মসূচি পালন করল তৃণমূল ও তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন। কোথাও পথচলতি মানুষকে মিষ্টিমুখ করানো হল। সঙ্গে প্রখর গ্রীষ্মে দেওয়া হল মাটির হাঁড়ির প্রাণ জুড়োনো ঠান্ডা জল। কোথাও হল মিছিল, পথসভা, কোথাও আবার রক্তদান শিবির। পূর্ব মেদিনীপুর জেলায় রবিবার তৃণমূলের সবচেয়ে বড় অনুষ্ঠান হয় হলদিয়ার দুর্গাচকে। কলোনি বাজারের ওই সভায় তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা, বিধায়ক রঞ্জিত মণ্ডল, অর্ধেন্দু মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন। বর্ষপূর্তি পালনের পাশাপাশি হলদিয়া পুরসভার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয় সভায়। এক বছরে নিজেদের সাফল্যের খতিয়ান দিতে গিয়ে শুভেন্দু বলেন, “গত বছরও পাহাড়ে যাওয়া যেত না।
বিস্তারিত...
‘বুর্জোয়া’ সংবাদমাধ্যম বর্জনের ডাক শুভেন্দুর
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া
সিপিএমের সুরেই ‘বুর্জোয়া’ সংবাদমাধ্যমকে ‘বর্জন’ করার ডাক দিলেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূলের রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী। ‘বুর্জোয়া’ সংবাদমাধ্যম হিসেবে আনন্দবাজার পত্রিকা ও স্টার আনন্দের নাম করেছেন তিনি। রাজ্যপাটে ক্ষমতায় থাকার সময় থেকেই সিপিএমের দলীয় মুখপত্রে আনন্দবাজারকে ‘বুর্জোয়া’ সংবাদপত্র হিসেবে অভিহিত করা হয়। এখনও বহাল রয়েছে সেই ধারা। তৃণমূল নেতৃত্বের তরফে সংবাদমাধ্যমকে ‘আক্রমণে’র এই প্রবণতা বেশ কিছু দিন ধরেই চলছে। রাজ্যের সরকারি গ্রন্থাগারগুলিতে কোন কোন সংবাদপত্র থাকবে, তা নিয়ে নতুন সরকারের এক নির্দেশিকা ঘিরে আগেই বিতর্ক তৈরি হয়েছে। সেই তালিকা থেকে বাদ পড়েছে আনন্দবাজার-সহ বেশ কয়েকটি প্রথম সারির সংবাদপত্র। সরকারি এই নির্দেশিকাকে ‘সাধুবাদ’ জানিয়ে শুভেন্দুর বাবা তথা কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী বলেছিলেন, “সরকারের কথা যারা ছাপবে, তাদের কাগজই থাকবে।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
কাজ শেষের নির্দেশ মন্ত্রীর
দ্বিতীয় রাজ্য পুর্নগঠন
কমিশন চায় যৌথ মঞ্চ
দক্ষিণবঙ্গ
সেচের জন্য শ্যালো বসিয়ে
জল তোলার অভিযোগ
বাঁধ মেরামতে দুই দফতরের
যুগ্ম কার্যকারিতা নিয়ে প্রশ্ন
বর্ধমান
ক্ষীরগ্রামের দুই মন্দিরে
পূজিত যোগাদ্যা
‘স্বচ্ছল’ তৃণমূল প্রার্থীর নাম
বিপিএলে, সরব সিপিএম
পুরুলিয়া
ট্রাকের ধাক্কা, খালাসিকে
পিটিয়ে মারল জনতা
প্রকৃত গরিব ‘বঞ্চিত’
পুরপ্রধানের ওয়ার্ডেই
মুর্শিদাবাদ
বধূকে বার করে
দেওয়ায় ধৃত স্বামী
গ্রীষ্মে বিগ্রহের ভোগে
শরবত-ঘোল-দই
মেদিনীপুর
‘ঘুরে দাঁড়াতে’ দাসপুরে
জিততে মরিয়া সিপিএম
কেন খুন ছাত্র,
ধোঁয়াশায় পুলিশ
কলকাতা
৩৬.৩/২৭.২
আজকের দিনে
• ১৯২৩:
চলচ্চিত্র পরিচালক
মৃণাল সেনের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
আজকের জন্য
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.