আজকের শিরোনাম
নেপালে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, মৃত ৭ ভারতীয়
আজ সকালে কাঠমান্ডুর পোখরা থেকে জমসম যাওয়ার পথে নেপালের পার্বত্য অঞ্চলে ভেঙে পড়ল অগ্রি এয়ারের যাত্রীবাহী বিমান। বিমানটিতে তিনজন কর্মী-সহ ২১ জন যাত্রী ছিলেন। নেপালের প্রশাসনিক সূত্রে খবর, জমসম বিমানবন্দরে নামার সময় দুর্ঘটনাগ্রস্ত হয় বিমানটি। এখনও পর্যন্ত ৭ ভারতীয়-সহ ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জীবন্ত উদ্ধার করা গেছে ৬ জনকে। এদের মধ্যে ২টি শিশুও আছে। ভারতীয় দূতাবাস সূত্রর খবর, বিমানে ১৬ জন ভারতীয়ও ছিলেন। যান্ত্রিক গোলযোগের কারণে পাইলট জরুরি অবতরণ করতে গেলেই এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকার্যে নামানো হয়েছে সেনা। যুদ্ধকালীন তত্পরতার সঙ্গে উদ্ধারকার্য চালানো হচ্ছে বলে নেপাল প্রশাসন থেকে জানানো হয়েছে।

সপ্তম দিনে এয়ার ইন্ডিয়ার পাইলটদের ধর্মঘট
আজ সপ্তম দিনে পড়ল এয়ার ইন্ডিয়ার পাইলটদের ধর্মঘট। এই ধর্মঘটে নাকাল যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন। একেই উড়ান বাতিল ও তার উপর আগাম কোনও ঘোষণা করা হচ্ছে না কর্তৃপক্ষের তরফ থেকে, অভিযোগ যাত্রীদের। উড়ান সংক্রান্ত যথাযথ তথ্যের দাবিতে যাত্রীরা আজ বিক্ষোভ দেখান মুম্বই বিমানবন্দরে। পথ অবরোধের চেষ্টাও করেন তারা। অচলাবস্থা কাটাতে ধর্মঘটী পাইলটদের সঙ্গে দিল্লিতে বৈঠকের সিদ্ধান্ত নিলেন অজিত সিংহ। ধর্মঘটের জেরে মোট ২৪টি উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। সময়ের পরিবর্তন করা হয়েছে ১৩টি উড়ানের। পাইলট গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগে আলোচনা, তারপর কাজ। এদিকে, এয়ার ইন্ডিয়ার পাইলটদের সমর্থন জানিয়েছেন জেট এয়ারওয়েজের কর্মীরা।

বৃদ্ধকে গাড়ির ধাক্কা, উত্তপ্ত হাওড়ার শিবপুর
এক বৃদ্ধকে গাড়ির ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে হাওড়ার শিবপুরে কাজিপাড়া। ঘটনার সূত্রপাত, আজ সকাল ১০ নাগাদ যখন এসিপি ট্রাফিক গণেশ সরকারের স্ত্রী গাড়ি শিখছিলেন সেই সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক বৃদ্ধকে ধাক্কা মারেন। পড়ে গিয়ে আহত হন বৃদ্ধ শিবনারায়ণ প্রসাদ। ঘটনার প্রতিবাদ করায় তাঁর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন এসিপি-র স্ত্রী। কয়েকজন স্থানীয় মানুষ প্রতিবাদ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা জানান, এসিপি-র স্ত্রী ফোনে সমস্ত বিষয়টি তাঁর স্বামীকে জানান। কিছুক্ষণ পরেই বিশাল পুলিশবাহিনী নিয়ে এসে কাজিপাড়ায় বস্তিবাসীদের উপর হামলা চালায় এসিপি গণেশ সরকার। ব্যাপক লাঠি চার্জ করা হয়, ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি বাড়িতেও। এই ঘটনায় আহত হয়েছেন ১২ জন। তাদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জন্য পুলিশ ৫ জনকে আটক করেছে। এরই প্রতিবাদে শিবপুর থানা ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা।

জয়নগরে ব্যবসায়ী খুন, এলাকায় চাঞ্চল্য
দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক ব্যবসায়ীকে খুন করে পালাল দুষ্কৃতীরা। নিহতের নাম শৌকত খাঁ। তাঁর বাড়ি পশ্চিম রূপনগরে। বছর চল্লিশের শৌকত কাজ করতেন মেটিয়াব্রুজে। আজ সকালে বারাসত স্টেশনে নেমে অটো করে বাড়ি ফিরছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, জয়নগরের দাড়া মোড়ের কাছে দুষ্কৃতীরা তাঁকে অটো থেকে নামিয়ে খুব কাছ থেকে গুলি করে, পরে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ কর্তারা হাজির হয়েছেন। এখনও পর্যন্ত দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পরেই কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কি কারণে এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, এসইউসিআই থেকে শৌকত খাঁকে নিজেদের সমর্থক বলে দাবি জানানো হয়েছে।

ওড়িশায় শিক্ষামূলক ভ্রমণে গিয়ে দুর্ঘটনা, মৃত অধ্যাপক
বিধাননগর কলেজ থেকে শিক্ষমূলক ভ্রমণে গিয়ে লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন চন্দননগর সরকারি কলেজের অধ্যাপক সত্যসুন্দর বর্মণ। ঘটনাটি ঘটেছে ওড়িশার বস্তা এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী ও অধ্যাপক। এদের মধ্যে রয়েছেন ১ অধ্যাপক, ২ ছাত্রী ও ১ ছাত্র। আহতদের খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই হাওড়ার বালিতে সত্যসুন্দরবাবুর বাড়িতে তাঁর দেহ আনা হয়েছে। এদিকে, বাকি ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা যাতে তাড়তাড়ি বাড়ি ফিরে আসতে পারেন তার জন্য ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.