l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
দিল্লি ডেয়ারডেভিলস বনাম চেন্নাই সুপার কিংস
আজকের শিরোনাম...
• গ্বালিয়র থেকে বেঙ্গালুরু, কন্যা সন্তানের প্রতি ‘ব্যবহার’ একই রকম
• বাঁকুড়ার বিধায়ক কাশীনাথ মিশ্র প্রয়াত
• ভারী ব্যাগ নয়, স্কুলে এ বার ট্যাবলেট কম্পিউটার
বিস্তারিত...
সিপিএম যা করত এখন
সেটাই করছে তৃণমূল, মৌসম
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
এসেছিলেন নিহত দলীয় কর্মীর পরিবারের খোঁজখবর নিতে, তাঁদের সান্ত্বনা দিতে। সেখান থেকে বেরিয়ে এক জনসভায় দলীয় কর্মীদের উপরে হামলার ঘটনায় তৃণমূলকেই দায়ী করলেন রাজ্য যুব কংগ্রেসের সভাপতি ও সাংসদ মৌসম বেনজির নুর। বললেন, “শান্তির সূর্য উদয় হবে বলে আমরা যৌথ ভাবে লড়াই করেছি। কিন্তু এখন শুধু খুন, সন্ত্রাস আর রক্ত। বেছে বেছে যুব কংগ্রেস কর্মীদের খুন করা হচ্ছে। আগে সিপিএম যা করত এখন তৃণমূল সেটাই করছে। মনে রাখতে হবে কংগ্রেস সঙ্গ না দিলে কোনওদিনই তৃণমূল ক্ষমতায় আসতে পারত না।” উত্তর ২৪ পরগনার বসিরহাটে সোমবার এ ভাবেই তৃণমূলকে বিঁধলেন মৌসম। তাঁর সঙ্গে ছিলেন সারা ভারত যুব কংগ্রেসের সাদারণ সম্পাদিকা দীপিকা পাণ্ডে, অসিত মজুমদার, কৃষ্ণা মজুমদার, সুস্মিতা চটোটপাধ্যায়, অভীক মজুমদার প্রমুখ। এ দিন বিকেলে বসিরহাট স্টেশন সংলগ্ন রাজীব কলোনিতে নিহত কংগ্রেস কর্মী পরিমল সর্দারের বাড়িতে যান মৌসম।
বিস্তারিত...
বরদাস্ত করা হবে না গাফিলতি,
উত্তরবঙ্গে বার্তা দিলেন শিল্পমন্ত্রী
সঞ্জয় চক্রবর্তী • শিলিগুড়ি
শিল্প গড়তে গিয়ে নানা সমস্যাকোথাও জমি-জট, কোথাও প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া। কিন্তু সমস্যা মেটাতে নতুন রাজ্য প্রশাসনের একটা বড় অংশের ‘গয়ংগচ্ছ’ মানসিকতা রয়ে গিয়েছে। বদলায়নি ‘পরিবর্তনের’ পরেও। সোমবার শিলিগুড়িতে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এমনই ক্ষোভ-অভিযোগ জানালেন উত্তরবঙ্গের শিল্পোদ্যোগীরা। দাবি করলেন দ্রুত সরকারি হস্তক্ষেপের। শিল্পমন্ত্রী অবশ্য যত দ্রুত সম্ভব যাবতীয় জটিলতার নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। বলেছেন, ‘‘শিল্প গড়ার কাজে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না।” বাম-জমানায় রায়গঞ্জের কাছে একটি জুট-পার্ক গড়তে গিয়ে জমি-জটে পড়েন শিল্পোদ্যোগী পবন শিকারিয়া। এ দিন শিল্পমন্ত্রীর কাছে তাঁর অভিযোগ, বাম-আমলে মহাকরণে কয়েকবার ছোটাছুটি করে কাজ হয়নি। রাজ্যে তৃণমূল নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পরে নানা জায়গায় বলেও জট কাটেনি।
বিস্তারিত...
আজ বন্ধ মোর্চা-বিরোধী শিবিরের
কিশোর সাহা • শিলিগুড়ি
বাম-জমানায় এই নিয়ে দফায়-দফায় জনজীবন স্তব্ধ হয়েছে। নতুন সরকারের আমলেও সেই ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’-এ (জিটিএ) তরাই-ডুয়ার্সের এলাকা অন্তর্ভুক্তির দাবির বিরোধিতাকে কেন্দ্র করে আজ, মঙ্গলবার ফের বন্ধের মুখে পড়তে চলেছে তরাই ও ডুয়ার্স। এই বন্ধ ডেকেছে গোর্খা জনমুক্তি মোর্চা শিবিরের বিরোধী ‘জয়েন্ট অ্যাকশন কমিটি’। আইএনটিইউসি-এর তরাই-ডুয়ার্সের শীর্ষ নেতারাও চা শ্রমিকদের সঙ্গে নিয়ে ওই বন্ধ ‘সফল’ করতে রাস্তায় নেমে পড়েছেন। পক্ষান্তরে, বন্ধ ব্যর্থ করার হুমকি দিয়েছে মোর্চা নেতৃত্বাধীন যৌথ মঞ্চ। দু’পক্ষের সংঘাতে ঘটছে অশান্তিও। আইএনটিইউসি তরাই-ডুয়ার্সের নানা এলাকায় সোমবার বন্ধের সমর্থনে ‘মহামিছিল’ করে। যৌথ মঞ্চও পাল্টা প্রচারে নামলে উত্তেজনার সৃষ্টি হয়। এ দিন বিকেলে বীরপাড়ায় বন্ধের সমর্থনে বার হওয়া প্রচারের গাড়ি যৌথ মঞ্চের লোকজন আটকে দিলে দু’পক্ষে হাতাহাতি শুরু হয়। আলিপুরদুয়ারের এসডিপিও বিশ্বচাঁদ ঠাকুর বিশাল পুলিশ বাহিনী নিয়ে পরিস্থিতি আয়ত্তে আনেন।
বিস্তারিত...
ভূমিহীনদের জমির পাট্টা বিলি মুখ্যমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • বাগদা
আগামী তিন বছরের মধ্যে রাজ্যে যাতে আরও কোনও ভূমিহীন পরিবার না থাকে সে জন্য চেষ্টা করব আমরা। সোমবার উত্তর ২৪ পরগনার বারাসতে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে জেলায় ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পের উদ্বোধন করে ৬ জনের হাতে জমির পাট্টা ও ঘর তৈরির টাকা তুলে দিয়ে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার বাগদা ব্লকের বাগদা ব্লক গ্রামীণ হাসপাতাল এবং বিডিও অফিস চত্বরে বেশ কিছু পরিবার দীর্ঘদিন ধরেই বেআইনি ভাবে বসবাস করছেন। ওই সব পরিবারের নিজস্ব কোনও জমি বা বাড়ি কিছুই নেই। জায়গা জবরদখলের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ ঠিকমতো পরিষেবা দিতে পারছিলেন না। পাশাপাশি বিডিও অফিস চত্বরে থাকা অন্যান্য সরকারি দফতরগুলির সম্প্রসারণেও সমস্যা হচ্ছিল। সমস্যা মেটাতে সম্প্রতি উদ্যোগী হয় বাগদা পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসন। রাজ্য সরকারের ‘নিজ গৃহ, নিজ ভূমি’ প্রকল্পে ওই সব পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।
বিস্তারিত...
বিগ্রহের তালিকা তৈরি শুরু
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ
প্রখ্যাত পণ্ডিত মহেশ্বর গৌড়াচার্যের গৃহে নিত্য বিবাদ লেগেই রয়েছে। বড় ছেলে তন্ত্রবিদ কৃষ্ণানন্দ আগমবাগীশ এবং ছোট ছেলে পরম বৈষ্ণব মাধবানন্দ আচার্য। শাক্ত ও বৈষ্ণব ধর্মের দুই দিকপালের এমন শিশুর মতো বিবাদে তটস্থ বাড়ির অন্যেরা। এক বার বাড়ির মর্তমান কলা গাছে এক কাঁদি কলা ধরেছে। দুই ভাই-ই ঠিক করেছেন, পাকলে প্রথম ফল তাঁর ইষ্টদেবতাকে নিবেদন করবেন। ঘটনাচক্রে কলা যেদিন পাকল, কৃষ্ণানন্দ সেদিন বাড়ির বাইরে। মাধবাচার্য সেই কলা ভোগ দিলেন তাঁর ইষ্টদেবতা কৃষ্ণকে। দুপুরে বাড়ি ফিরে সব শুনে ঘোর উত্তেজিত কৃষ্ণানন্দ কৈফিয়ত চাইতে ছুটে গেলেন মাধবানন্দের পুজোর ঘরে। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখলেন মহাশক্তির সঙ্গে কৃষ্ণের কোনও বিরোধ নেই। বৈষ্ণব ও শাক্ত বিরোধকে এ ভাবেই কোনও বিগ্রহকে ঘিরে মিলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বারবার। বিগ্রহগুলিকে ঘিরে গড়ে উঠেছে সামাজিক প্রয়োজনে নির্মিত নানা কাহিনি। সেই কাহিনির টানে আবার তৈরি হয়েছে বিগ্রহের নিজস্ব ভক্তবলয়। তাই মাধবানন্দের রাধাবল্লভ বিগ্রহও তেমনই চরিত্র হয়ে যায়। ওই পরিবারের দাবি সেই বিগ্রহের বয়স প্রায় ৮০০ বছর। মহেশ্বরদের পারিবারিক বিগ্রহ ছিলেন রাধাবল্লভ।
বিস্তারিত...
গাজন-সন্ন্যাসীর দলে মিশেও শেষরক্ষায় ব্যর্থ
নিজস্ব সংবাদদাতা • তমলুক
বুদ্ধিটা খারাপ ছিল না। ডাকাতি করে পালানোর সময় গ্রামবাসীদের তাড়া খেয়ে গাজনের দলে মিশে গিয়েছিল সশস্ত্র এক দুষ্কৃতীদল। রাতের অন্ধকারে গ্রামবাসীদের চোখে ধুলো দিতে পারলেও শেষরক্ষা অবশ্য করতে পারেনি তারা। পুলিশের গাড়ি আসতে দেখে গাজন-দল থেকে বেরিয়ে পড়ে নিজেরাই। নির্বোধের মতো পালাতে গিয়ে বেধড়ক মার খায় গ্রামবাসীর হাতে। সোমবার ভোর রাতে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার সাবলআড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয় একটি পেট্রোল পাম্পে ডাকাতির অভিযোগে ওই দলের ৬ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। লুঠ হওয়া জিনিসপত্র-সহ একটি গাড়ি বাজেয়াপ্ত হয়েছে। দলের মূল পাণ্ডা নূর মহম্মদের বাড়ি কোলাঘাটের রাক্সাচক গ্রামে। এ ছাড়াও ধৃতদের মধ্যে রয়েছে কোলাঘাটের শান্তিপুর গ্রামের শেখ সাবির, তমলুকের টাউন শঙ্করআড়ার সোমনাথ দাস, মীরবস্তির মীর সাজ্জাদ, নন্দকুমারের কাঞ্চনপুর গ্রামের শুভজিৎ সামন্ত ও খেজুরির হলুদবাড়ি গ্রামের গৌতম দাস। রামতারক ও রাধামণি বাজারের মাঝে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে একটি পেট্রোলপাম্পে রবিবার রাত আড়াইটে নাগাদ ছোট লরিতে চেপে জনাদশেক দুষ্কৃতী হানা দেয়।
বিস্তারিত...
সাঁতুড়িতে দম্পতির পাট্টার জমি ‘দখল’
নিজস্ব সংবাদদাতা • সাঁতুড়ি
পাট্টা পাওয়া জমির দখল ফেরত পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এক দিনমজুর দম্পতি। পুরুলিয়ার সাঁতুড়ি গ্রামের ওই দম্পতির অভিযোগ, এর আগে ভূমি ও ভূমি সংস্কার দফতর থেকে শুরু করে প্রশাসনের কাছে আবেদন করেও জমির দখল পায়নি। রঘুনাথপুরের মহকুমাশাসক আবিদ হোসেনের আশ্বাস, “ওই দম্পতিকে জমির দখল দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।” স্থানীয় ও প্রশাসন সূত্রের খবর, ২০১০ সালের ডিসেম্বরে সাঁতুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্র লাগোয়া সাঁতুড়ি মৌজার ১৫ ডেসিমেল জমি পাট্টা পান নিমাই বাউরি ও সাবিত্রী বাউরি। দিনমজুর ওই দম্পতির অভিযোগ, তাঁদের জমি দখল করে নিচ্ছেন এলাকারই কয়েক জন। নিমাইবাবু জানান, পাট্টা পাওয়ার পরে জমিতে সব্জিচাষ করা ও বাড়ি তৈরির পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু টাকার জোগাড় না হওয়ায় জমি ফাঁকা রেখেছিলেন। তাঁর অভিযোগ, “স্থানীয় কিছু লোক ওই জমির পাশে অবৈধ ভাবে ঘর নির্মাণ শুরু করেছে। আমাদের জমিও ধীরে ধীরে দখল করা শুরু করেছে।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
সই জাল করে ৯ লক্ষ টাকা
তুলে নেওয়ার নালিশ
সমস্যার সমাধানেই
কড়া পদক্ষেপ: মন্ত্রী
দক্ষিণবঙ্গ
ভরা কোটালে বাঁধ ভেঙে
গ্রামে জল, ক্ষতির আশঙ্কা
ছেঁড়া তারে হাত লেগে
মৃত দুই মহিলা
বর্ধমান
বাবার দায়িত্বেই থাকবে
সন্তানেরা: আদালত
নিয়মের বালাই নেই,
মোড়েই দাঁড়ায় বাস
পুরুলিয়া
জমি নিয়ে বিবাদ,
সংঘর্ষে জখম ১৬
বিদ্যুৎ দফতরে
বিক্ষোভ চাষিদের
মুর্শিদাবাদ
দানের জমি নিয়ে বিরোধে
জড়াল কংগ্রেস-তৃণমূল
মেদিনীপুর
ঘাটালে পদ ছাড়ছেন
তৃণমূল কাউন্সিলররা
কোতোয়ালি থানা
স্থানান্তরের ভাবনা
কলকাতা
৩৩.৬/২৫.৩
আজকের দিনে
•
১৮৪৭
: মার্কিন সাংবাদিক
জোশেফ পুলিৎজারের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.