টুকরো খবর |
দুর্ঘটনায় আহত পঞ্চায়েত প্রধান-সহ ৩
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
|
হাসপাতালে আহতেরা। নিজস্ব চিত্র। |
কলকাতা থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ তিন জন। তাঁদের দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার চাপড়া পঞ্চায়েত সমিতির ১১ কংগ্রেস সদস্য কলকাতার নিজাম প্যালেসে গিয়ে মুকুল রায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন। তাঁরা ছাড়াও তৃণমূলে যোগ দিয়েছেন স্থানীয় বেশ কয়েকটি পঞ্চায়েতের সদস্যও। অনুষ্ঠান পর্ব মিটে যাওয়ার পরে গাড়িতে করে চাপড়ায় ফিরছিলেন হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের মৌসুমী মণ্ডল, ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য সুমিতা মণ্ডল ও তাঁর স্বামী স্বাধীন মণ্ডল, তৃণমূল কর্মী কালু শেখ। তাঁদের সঙ্গে ছিলেন আরও কয়েকজন তৃণমূল কর্মী। রাত সাড়ে এগারোটা নাগাদ শান্তিপুরের গোবিন্দপুর বাইপাসের কাছে দু’টি লরির মুখোমুখি ধাক্কা লাগে তাঁদের গাড়ির সামনেই। তখন একটি লরির সামনের চাকা খুলে এসে তাঁদের গাড়ির গায়ে এসে পড়ে। তাঁদের গাড়িটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহত চারজনকে প্রথমে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। স্বাধীন মণ্ডল ও কালু শেখের অবস্থা আশঙ্কাজনক। গাড়িতে ছিলেন চাপড়ার ব্লক যুব তৃণমূল সভাপতি শুকদেব ব্রহ্ম। তিনি বলেন, “নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। যে ভাবে লরির চাকাটা আমাদের গাড়িতে ধাক্কা দিল, তাতে আরও বড় দুর্ঘটনা হতে পারত।’
|
জাল নোট-সহ ধৃত দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
রঘুনাথগঞ্জ থানার ফুলতলা মোড় থেকে রবিবার রাতে জাল নোট-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম জিন্নাত শেখ। ধৃত ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। এ ছাড়াও মিলেছে নগদ ৮০ হাজার টাকা। সোমবার জঙ্গিপুর আদালতে হাজির করানো হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহরমপুরে ১টি ও হরিহরপাড়ায় ২টি খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দীর্ঘ দিন ধরে তাকে খুঁজছিল। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আদালত। এছাড়া বহরমপুর, হরিহরপাড়া ও মহালন্দি মোট তিনটে খুনের ঘটনায় ‘ওয়ান্টেড’ ছিল ওই জিন্নাত। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “পেশাদার খুনি হিসেবে পরিচিত ওই ব্যক্তিকে পুলিশ দীর্ঘ দিন ধরে খুঁজছিল। মুর্শিদাবাদে এখন পর্যন্ত যতগুলি খুন হয়েছে, তার অধিকাংশ ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ রয়েছে তার।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালে বহরমপুরে মোহনের মোড়ে কামাল শেখ, ২০১২ সালে হরিহরপাড়ার দস্তুরপাড়ার আলিম শেখ ও কান্দির জীবন্তির খুনের ঘটনায় জড়িত ছিল জিন্নাত। গত কয়েক মাস ধরে কলকাতার গড়িয়া অঞ্চলে বাড়ি ভাড়া করে থাকতে শুরু করেছিল ওই ব্যক্তি। খবর পেয়ে জেলা পুলিশ প্রশাসনের স্পেশাল অপারেশন স্কোয়াড-এর ৬ জন অফিসারকে গড়িয়া পাঠানো হয়। কিন্তু জিন্নাত জাল নোটের কারবারের জন্য রঘুনাথগঞ্জে আসে। সেই সময়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
|
আইনজীবীকে লক্ষ করে গুলি
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
এক আইনজীবীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে দু’জনের বিরুদ্ধে। সোমবার সকালে রানাঘাটের সুভাষ অ্যাভিনিউয়ের ঘটনা। কলকাতা হাইকোর্টের ওই আইনজীবীর নাম মদন লাল। এই দিন সকালে তিনি বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, “সেই সময়েই দু’জন যুবক আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু কারও রিভলবার থেকেই গুলি না বেরোনোয় আমি বেঁচে যাই। আমি ঘরে চলে যাই। ওরাও পালিয়ে যায়।” তাঁর দাবি, “একটি মামলা থেকে সরে যাওয়ার জন্য বলা হয়েছিল আমায়। সেটা না করাতেই হয়তো এই আক্রমণ। পুলিশকে সব জানিয়েছি।” ঘটনার প্রতিবাদে রানাঘাট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশের কাছে ডেপুটেশনও দেওয়া হয়েছে। রানাঘাট বার অ্যাসোশিয়েশনের সদস্য শুভেন্দু চট্টোপাধ্যায় বলেন, “একজন আইনজীবী হওয়ায় আমি তাঁর নিরাপত্তা এবং শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশের সচেতনতার দাবি করছি।” জেলা পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।”
|
ছাত্র পরিষদের বিক্ষোভ কলেজে
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
টাকা দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে খড়গ্রামের নগর কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। সোমবার খড়গ্রামের নগর কলেজের ছাত্র পরিষদের তরফ থেকে এ নিয়ে ব্লক আধিকারিকের কাছে অভিযোগও জানানো হয়েছে। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, কলেজে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য যে টাকা দেওয়া হয় সেখান থেকে কিছু টাকা সরিয়ে রাখছে কলেজ কর্তৃপক্ষ। যেমন, ১৮০০ টাকার পরিবর্তে কাউকে ১৬০০, কাউকে ১৭০০ টাকা দেওয়া হচ্ছে। বাকিটা কলেজ কর্তৃপক্ষ নিজের কাছেই রাখছে। ছাত্র পরিষদের মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক জয়দেব ঘটক ও খড়গ্রাম ব্লকের সভাপতি মহম্মদ রাহুল বলেন, “কলেজে দুর্নীতি চলছে। আমরা বিডিওকে জানিয়েছি। তিনি ব্যবস্থা না নিলে আন্দোলনে নামব।” তবে ছাত্র পরিষদের ওই অভিযোগকে মিথ্যা বলে দাবি করে অধ্যক্ষ সৌমেন চক্রবর্তী বলেন, “ছাত্রছাত্রীদের নিয়ম মেনেই টাকা দেওয়া হচ্ছে। আমার কাছে এ নিয়ে কোনও ছাত্র সংগঠনই এখনও আসেনি।”
|
বেলডাঙার স্কুলে তালা
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
স্কুলে দুর্নীতির অভিযোগে সোমবার বেলডাঙা হরিমতি বালিকা বিদ্যালয়ের দরজায় তাসা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ। বেলডাঙা-১ ব্লক ছাত্র পরিষদ সভাপতি হাসিবুর চৌধুরী বলেন, “স্কুলের পরিচালন সমিতি নির্বাচন হয়নি প্রায় দশ বছর। কোনও অডিটের বালাই নেই। দুর্নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব।” স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা প্রতিভা রায় অবশ্য বলেন, “নির্বাচনের প্রস্তুতি চলছে। গরমের ছুটির পরেই স্কুলে ভোট হবে। দুর্নীতির অভিযোগ ভিত্তহীন।” বেলডাঙা-১ বিডিও সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় বলেন, “জেলা স্কুল পরিদর্শকের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছি। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।”
|
অস্ত্র-সহ ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
অস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে দু’জনকে। ধৃতদের নাম আলম শেখ ও হীরা মল্লিক। বাড়ি বর্ধমানের পূর্বস্থলীর বাঘাডাঙায়। এদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। সোমবার নাকাশিপাড়ার আকন্দডাঙায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় পুলিশ এদের গ্রেফচার করে। এদের বিরুদ্ধে সমাজবিরোধী কাজকর্মের অভিযোগ আছে বলে পুলিশ জানায়।
|
বাসের দাবি বড়ঞায়
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
বড়ঞা-কলকাতা রুটে সরকারি বাস চালু করার দাবি করেছেন বাসিন্দারা। তারা জানান, কান্দি থেকে কলকাতা যাওয়ার দু’টি সরকারি বাস বর্তমানে চালু আছে। তাতে বেশ ভালো ভিড় হয়। ফলে বড়ঞার লোকেদের ওই বাসে বহরমপুর বা বর্ধমান এসে সেখান থেকে ট্রেনে কলকাতা যেতে হয়। ব্যবসা বা চিকিৎসার জন্য অনেককেই কলকাতা যেতে হয়। রাসরি বাস চালু হলে সমস্যা মিটবে।
|
বোমার মশলা উদ্ধার, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
বোমা তৈরির মশলা-সহ দু’জনকে গ্রেফতার করেছে সুতি থানার পুলিশ। রবিবার রাতে সুতির চাঁদের মোড় থেকে কামরুল শেখ ও মিঠুন সরকার নামে ওই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৭ কেজি মশলা পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা সমাজবিরোধী।
|
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
এক শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সুতির মালোপাড়া থেকে আসরাফুল শেখ (৩২) নামে ওই স্কুল শিক্ষকের দেহ মেলে। সুতির চাঁদনি চক গোঠা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন আসরাফুল। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির কারণেই আত্মঘাতী হয়েছেন তিনি।
|
বাজ পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • তেহট্ট |
বাজ পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। নাম সজল বারুই (২৯)। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে তেহট্টের হরিপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় কৃষক ওই যুবক ওই দিন জমিতে জল দিচ্ছিলেন। ঘটনাস্থলেই মারা যান তিনি।
|
কল্যাণীতে শ্রমমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
রাজ্য সরকারের শ্রম দফতরের উদ্যোগে নির্মাণ কর্মী, অসংগঠিত শ্রমিক, পরিবহণ শ্রমিক ও নদিয়া জুট মিল শ্রমিকদের অনুদান ও ভাতা দেওয়া হল। সোমবার কল্যাণীর ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু, বিধায়ক রমেন্দ্র নাথ বিশ্বাস-সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরা।
|
শ্রমিকদের অনুদান |
রাজ্য সরকারের শ্রম দফতরের উদ্যোগে নির্মাণ কর্মী, অসংগঠিত শ্রমিক, পরিবহণ শ্রমিক ও নৈহাটির বন্ধ হয়ে যাওয়া নদিয়া জুটমিলের শ্রমিকদের অমুদান ও ভাতা দেওয়া হল। সোমবার কল্যাণীতে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু, কল্যাণীর বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাস, পুরপ্রধান প্রদীপকুমার শূর, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক প্রমুখ।
|
দুর্ঘটনায় মৃত্যু |
মোটরসাইকেল ও লরির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল মোটরসাইকেল আরোহীর। নাম অসীম রায় (৩৫), বাড়ি শক্তিনগরে। সোমবার বিকেলে চাপড়ার পদ্মমালায় ওই দুর্ঘটনা ঘটে। |
|