জমি নিয়ে সংঘর্ষের জেরে দুই পরিবারের ১৬ জন জখম হয়েছেন। গুরুতর জখম ৭ জনকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এক জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার ঘটনাটি ঘটেছে মানবাজার থানার দুয়ারসিনি সেতুর কাছে। দু’পক্ষেরই বাড়ি মানবাজার থানার ডাহা গ্রামে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি।
মানবাজার-বরাবাজার রাস্তায় কুমারী নদীর দুয়ারসিনি সেতু থেকে ডাহা গ্রামের দূরত্ব আধ কিলোমিটার। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দুয়ারসিনি ঘাটে স্থিত একখণ্ড জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ রয়েছে ডাহা গ্রামের বাসিন্দা রামেশ্বর মাহাতোর পরিবারের সঙ্গে ওই গ্রামেরই পেলারাম মাহাতোদের। রামেশ্বরবাবুদের দাবি, “ওই জমি আমরা তিন দশক আগে কিনেছি। সেখানে সম্প্রতি আমরা বাড়ি করতে গেলে পেলারামবাবুরা বাধা দেন। রাতের অন্ধকারে কয়েক বার দেওয়ালও ভেঙে দিয়েছে ওরা।” তাঁর অভিযোগ, এ দিন সকালে পেলারামবাবুরা টাঙ্গি, শাবল, লোহার রড নিয়ে জনা ২০ লোক হামলা চালায়। বাধা দিতে গিয়ে পরিবারের ৯ জন জখম হন। পেলারামবাবুর পাল্টা দাবি, “ওই জমি আমাদের পরিবারের। ওরাই জোর করে জমির দখল নিয়ে বাড়ি বানিয়েছে। আমাদের কোন প্রতিবাদও ওরা শোনেনি। এ দিন সকালে আমরা ওদের বোঝাতে গিয়েছিলাম। উল্টে ওরাই আমাদের আক্রমণ করলে ৭ জন আহত হন।” |