l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• সাঁতরাগাছিতে ট্রেনে কাটা পড়ল একই পরিবারের ৫ জন
• সেন্সরশিপের নিশানায় এ বার কেবল চ্যানেল
• মধ্যরাত থেকে বাড়তে পারে পেট্রোলের দাম
বিস্তারিত...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
মদে মৃত্যুতে ক্ষতিপূরণের টাকা বিলি ফের স্থগিত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সাড়ে তিন মাস আগে বিষাক্ত মদ খেয়ে ব্যাপক প্রাণহানির পরেই ক্ষতিপূরণ বরাদ্দ হয়ে গিয়েছিল। বিষয়টি নিয়ে মামলা হওয়ায় আদালতের আদেশে সেই টাকা বিলি আটকে আছে। দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুরের সেই ঘটনায় মৃতদের পরিজনদের ক্ষতিপূরণের টাকা বিলির উপরে শুক্রবার স্থগিতাদেশের মেয়াদ আরও ছ’সপ্তাহ বাড়িয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে চলতি বছরে টাকা বিলি সম্ভব হচ্ছে না। এ খাতে বরাদ্দ টাকার কী হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ২০১১ সালের ১৪ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুরে বিষাক্ত চোলাই মদ খেয়ে ১৭২ জনের মৃত্যু হয়। তার পরেই মৃতদের পরিবার-পিছু দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা অনুযায়ী গত ১৮ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে তিন কোটি ৪৪ লক্ষ টাকা পাঠিয়ে দেয় রাজ্য সরকার। ময়না-তদন্তের রিপোর্ট অনুযায়ী মৃতদের পরিজনদের হাতে ওই টাকা তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই অনুসারে শুরু হয় মৃতদের পরিজনদের নামে দু’লক্ষ টাকার চেক তৈরির কাজও। প্রশ্ন ওঠে, বিষমদে মৃত্যুর জন্য নগণের টাকা থেকে ক্ষতিপূরণ দেওয়া সঙ্গত কি না। এর মধ্যেই ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওই ক্ষতিপূরণ বিলি নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থের মামলা হয়। মামলাটির শুনানির পরে হাইকোর্ট ক্ষতিপূরণের টাকা বণ্টনের উপরে স্থগিতাদেশ জারি করে।
বিস্তারিত...
রুইয়াদের হয়ে আদালতে
কল্যাণ, ‘হতাশ’ শ্রমিকেরা
গৌতম বন্দ্যোপাধ্যায় • ডানলপ
এক সময়ে শ্রমিকদের দাবি আদায়ে ডানলপ কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘বিনা পয়সায়’ সুপ্রিম কোর্টে মামলা লড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। বছর তিনেক বাদে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ‘অন্য ভূমিকায়।’ ডানলপের মালিক রুইয়া গোষ্ঠীর আইনজীবী হিসাবে হাইকোর্টে সওয়াল করেছেন শ্রীরামপুরের এই তৃণমূল সাংসদ। যা দেখে দৃশ্যতই ‘ক্ষুব্ধ’ ও ‘হতাশ’ ডানলপের সাহাগঞ্জ ইউনিটের তৃণমূল পরিচালিত শ্রমিক ইউনিয়নের সদস্যেরা। কল্যাণবাবুর অবশ্য বক্তব্য, “একটি সংস্থা অন্য একটি সংস্থার বিরুদ্ধে মামলা করেছে। আমি আইনজীবী হিসাবে এক পক্ষের হয়ে সওয়াল করেছি। এ নিয়ে আবেগের কোনও জায়গা নেই।” কিন্তু শ্রমিকদের দাবি, তাঁরা কল্যাণবাবুকে আগে ‘অন্য রূপে’ দেখেছেন। ২০০৯ সালে ডানলপে এসে এই কল্যাণবাবুই শ্রমিকদের প্রকাশ্যে বলে গিয়েছিলেন, “রুইয়ারা শ্রমিকদের প্রাপ্য টাকা না দিলে প্রয়োজনে আমি আপনাদের হয়ে সুপ্রিম কোর্টে বিনা খরচে মামলা লড়ব। ওদের কোমরে দড়ি পরিয়ে জেলে পাঠাব।” যদিও এ দিন শ্রমিকদের ‘ক্ষোভের’ কথা জেনে তাঁর প্রতিক্রিয়া, “ওঁরা কেউ আমার কাছে আসেননি। আর আমার অবস্থা এত খারাপ হয়নি যে, আমি শ্রমিক নেতাদের পিছন পিছন ঘুরে বেড়াব।” ছাবরিয়াদের কাছ থেকে ডানলপের মালিকানা রুইয়াদের হাতে যাওয়ার পরেও ডানলপের সাহাগঞ্জ ইউনিটের অচলাবস্থা কাটেনি। শ্রমিকেরা বকেয়া টাকার দাবিতে হন্যে হয়ে ঘুরছেন।
বিস্তারিত...
মানসিক প্রতিবন্ধী তরুণীকে
গণধর্ষণ, ধৃত ৫ হোটেলকর্মী
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
হোটেল ও লাগোয়া বাড়ির ছাদের দূরত্ব ৩ ফুট। সেই সুযোগে লাগোয়া বাড়ির ছাদে গিয়ে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার হিলকার্ট রোডের সেবক মোড়ে। পুলিশ গিয়ে হোটেলটি ‘সিল’ করে দেয়। তার পরে গণধর্ষণে জড়িত সন্দেহে হোটেলের ৫ কর্মীকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতের নাম বিকাশ ওঁরাও, রাজু দাস, বিকি ঘোষ, কমল শাহ, কিসান রাউত। এদের মধ্যে রাজু গত দেড় মাস ধরে হোটেলে ওয়েটারের কাজ করছে। বাকিরা এক বছরের পুরনো কর্মী। বিকি হোটেল মালিকের আত্মীয়। ওই তরুণীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দার্জিলিংয়ের পুলিশ সুপার আনন্দ কুমার বলেন, “পাঁচ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ওই তরুণীর মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” ওই এলাকাটি শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে পড়ছে। সেখানকার কংগ্রেস কাউন্সিলর রুমা নাথ বলেন, “ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের কড়া ব্যবস্থা নেওয়া উচিত। আমরা পুলিশের কাছে সে দাবি জানিয়েছি। ওই ভবন দু’টির নকশা বাম আমলে শিলিগুড়ি পুরসভা থেকে পাশ হয়েছে। বেআইনি ভাবে এটা করা হয়েছে। দুই ভবনের মালিকপক্ষের বাড়ির নকশা খতিয়ে দেখে পুরসভা কঠোর ব্যবস্থা নেবে।”
বিস্তারিত...
পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের গণেশবাবুর
অভিজিৎ পাল • গোয়ালপোখর
গ্রামবাসীরা জোট বেঁধে পাশে দাঁড়ানোয় এ বার এক পুলিশ অফিসারের বিরুদ্ধে দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগ দায়ের করলেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের মালকুণ্ডা গ্রামের গণেশ রায়। গত সেপ্টেম্বরে পুলিশের কাছে গণেশবাবু তাঁর বোনকে ধর্ষণের যে অভিযোগ করেছিলেন, তা প্রত্যাহারের জন্য গোয়ালপোখর থানার ওই সাব-ইন্সপেক্টর সুধীরকুমার মুখোপাধ্যায় ‘দুষ্কৃতীদের হয়ে আমাকে এবং আমার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি’ দেন বলে দাবি করেছেন তিনি। এমনকী, ধর্ষণের অভিযোগ না-তুললে তাঁর ছেলেকে মারা হবে বলেও সুধীরবাবু হুমকি দিয়েছিলেন বলে অভিযোগে লিখেছেন গণেশবাবু। তবে সুধীরবাবুর এই অভিযোগ সম্পর্কে মন্তব্য হল, “এই ব্যাপারে আমি সংবাদ মাধ্যমে কিছু বলতে চাই না। যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলব।” শুক্রবার দুপুরে গণেশবাবু গোয়ালপোখর থানাতেই গিয়ে এই লিখিত অভিযোগ দায়ের করেন। রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি সঞ্জয় সিংহ বলেন, “এক অফিসারের বিরুদ্ধে খুনের অভিযোগ জমা পড়েছে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” থানা সূত্রে খবর, সাধারণ ডায়েরি হিসেবেই আপাতত এই অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। জেলাশাসক পাসাং নরবু ভুটিয়াও জানান, পুলিশকে সব অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিস্তারিত...
ঘরের অভাব,বারান্দাতেই পরীক্ষা ধুলিয়ান কলেজে
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ
কলেজে ঘর মাত্র সাতটা। আর ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৭০০। ফলে কলেজ বারান্দাই এখন ক্লাসরুম। সোমবার থেকে ধুলিয়ান কলেজে তাই বারান্দায় বেঞ্চ পেতেই নেওয়া হচ্ছে প্রথম বর্ষের পরীক্ষা। প্রচন্ড বারান্দায় পরীক্ষা দিতে বসে কাহিল পরীক্ষার্থীরা। একে তো গরমে হাঁসফাঁস, মাথার উপরে একটা পাখা পর্যন্ত নেই। এ ভাবেই পরীক্ষা দিচ্ছেন প্রথম বর্ষের ৭০০ ছাত্র-ছাত্রী। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমিত ভৌমিক বলেন, “ঘর নেই। তুলনায় ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক বেশি। কোথায় বাসাবো তাদের? নিরুপায় হয়েই এই ব্যবস্থা করতে হয়েছে আমাদের। আগের বছর ছাত্র সংখ্যা কম থাকায় অসুবিধা হয়নি। তবে এখন সমস্যা বেড়ে গিয়েছে।” ২০০৮ সালে ধুলিয়ান নুর মহম্মদ কলেজটি চালু হয় ৩০০ ছাত্র-ছাত্রীকে নিয়ে। এলাকার ১৫টি উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ, পাকুড়ের স্কুলগুলি থেকেও বহু ছাত্র-ছাত্রী এই কলেজে আসেন। পড়ুয়া সংখ্যা বাড়তে থাকলেও কিন্তু গত চার বছরে কলেজের পরিকাঠোমোর উন্নয়ন হয়নি। বর্তমানে কলেজে ১৭০০ পড়ুয়া রয়েছেন। শিক্ষকের সংখ্যা মাত্র ৫। তাঁদের মধ্যে তিন জনই আবার অস্থায়ী চুক্তিতে নিযুক্ত।
বিস্তারিত...
স্থায়ী সমিতিতে বামেরা সংখ্যালঘু
হওয়া সত্ত্বেও বাজেট পাশ
সীমান্ত মৈত্র • বনগাঁ
জেলা পরিষদের মতোই উত্তর ২৪ পরগনার বাগদা পঞ্চায়েত সমিতিতে ক্ষমতায় রয়েছে বামেরা। পাশাপাশি জেলা পরিষদের মতো এখানেও স্থায়ী সমিতি এবং সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ তৃণমূল। কিন্তু তা সত্ত্বে পঞ্চায়েত সমিতিতে কোনও অচলাবস্থা তৈরি হয়নি। আর্থিক বিষয়ে হস্তক্ষেপ করতে হয়নি প্রশাসনকে। এমন কী বাজেটও পাশ হয়ে গিয়েছে তৃণমূলের সহযোগিতায়। কেন বামেদের পঞ্চায়েত সমিতিতে সহযোগিতা করল তৃণমূল? পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তৃণমূলের তরুণ ঘোষ বলেন, “এলাকার উন্নয়নের স্বার্থে আমরা বাজেট পাশ করতে সহযোগিতা করেছি। না হলে উন্নয়নের কাজ বাধাপ্রাপ্ত হত। সাধারণ মানুষ বঞ্চিত হতেন। তা ছাড়া কর্মাধ্যক্ষেরা সকলেই প্রায় আমাদের দলের।” পাশাপাশি অবশ্য তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি সিপিএমের দীনবন্ধু মণ্ডলের বিরুদ্ধে উন্নয়নের কাজের ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। তরুণবাবু বলেন, “ব্লকে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় হাতে গোনা কয়েকটি মাত্র রাস্তা হয়েছে। অন্য ব্লকগুলির তুলনায় বিএডিপি প্রকল্পেও বাগদা খুব কম টাকা পেয়েছে। সভাপতি বিষয়গুলি নিয়ে জেলা পরিষদে বা জেলা প্রশাসনের কাছে ঠিকমতো দাবি জানাতে ব্যর্থ হয়েছেন।” তৃণমূল এমন কথা বললেও রাজনৈতিক মহলের ধারণা বাজেট পাশে সহযোগিতা করে পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেদের সদর্থক ভাবমূর্তি তুলে ধরতে চাইছে তৃণমূল।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
আইন বিভাগে হার
সিপি-টিএমসিপির
যৌথ অভিযান
দক্ষিণবঙ্গ
আবার স্কুলছাত্র
নিখোঁজ হাওড়ায়
মুখ্যমন্ত্রীর নির্দেশে
ফিরিয়ে আনা হল
ঘরছাড়া পরিবারকে
বর্ধমান
দুষ্কৃতীর তাড়া খেয়ে স্কুলে আশ্রয় চার তরুণ-তরুণীর
ধুলোয় ভরা রাস্তায় চলা দায়, অবরোধ বাসিন্দাদের
পুরুলিয়া
মামলা লঘু করার অভিযোগ,
রিপোর্ট তলব এসপি-র
প্রকল্পের টাকা নিয়ে ‘দুর্নীতি’
‘স্বজনপোষণ’, তদন্তের দাবি
মুর্শিদাবাদ
স্কুলে একটাই ঘর,
শিকেয় পড়াশোনা
মেদিনীপুর
স্টেডিয়ামের উন্নয়নে
উদ্যোগ বিশ্ববিদ্যালয়ে
তৃণমূলের বিক্ষোভের
জেরে ইস্তফা
৬ অভিভাবক সদস্যের
কলকাতা
৩৫.৩/২৬.২
আজকের দিনে
• ১৯৩৮:
রাজনীতিক
শীলা দীক্ষিতের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
কলকতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.