আজকের শিরোনাম
সাঁতরাগাছিতে ট্রেনে কাটা পড়ল একই পরিবারের ৫ জন
সাঁতরাগাছি স্টেশনে লাইন পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়ল একই পরিবারের ৫ জন। ঘটনাটি ঘটেছে দুপুর ২.২০ নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানান, এই পরিবারটি লাইন পেরোনোর সময় ৬ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দুরন্ত গতিতে ছুটে আসছিল ডাউন রাঁচি-হাতিয়া ইন্টারসিটি এক্সপ্রেস। প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা চিত্কার করে তাঁদের সতর্ক করার চেষ্টা করেন। কিন্তু বুঝে ওঠার আগেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে যায়। মৃতদের মধ্যে রয়েছেন ৩ জন পুরুষ ও ২ জন মহিলা। দেহগুলি এমনভাবে ছিন্নভিন্ন হয়ে গেছে যে চেনার উপায় নেই। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের আধিকারিকরা ও আরপিএফ। ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আরপিএফ জানায়, মৃতদের লাগেজ ও টিকিট দেখে পরিচয় জানার চেষ্টা চলছে।

বেলদায় প্রাথমিক বিদ্যালয়ে উদ্ধার শিক্ষকের দেহ
পশ্চিম মেদিনীপুরের বেলদার কেশবচন্দ্র প্রাথমিক বিদ্যালয় থেকে উদ্ধার হল প্রধান শিক্ষকের দেহ। শিক্ষকের নাম পবিত্র পাত্র। আজ সকাল ১১ টা নাগাদ স্কুল খোলার পরই তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় দেখেন শিক্ষকরা। ঘটনাটি নিয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পবিত্রবাবু আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

সেন্সরশিপের নিশানায় এ বার কেবল চ্যানেল
সেন্সরশিপ নিয়ে শুরু হল নতুন বিতর্ক। সংবাদপত্রের পর এবার সেন্সরশিপের নিশানায় কেবল চ্যানেলগুলি। রাজ্য তথ্য সংস্কৃতি দফতর সমস্ত জেলার কেবল অপারেটরদের সম্পর্কে ২৮ মার্চের মধ্যে বিশদে তথ্য জানাতে নির্দেশ দিয়েছিল জেলা তথ্য আধিকারিকদের। নির্দেশিকায় জানতে চাওয়া হয়েছে-
• সংশ্লিষ্ট জেলায় কত কেবল অপারেটর রয়েছে।
• গ্রাহক সংখ্যা কত।
• কত টাকার বিনিময়ে কেবল সংযোগ দেওয়া হয়েছে।
• কি কি চ্যানেল দেখানো হয়।
•গুরুত্ব অনুযায়ী চ্যানেলের ক্রম।

এই ঘটনাটি নিয়ে রাজনৈতিক শিবিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

মধ্যরাত থেকে বাড়তে পারে পেট্রোলের দাম
আজ মধ্যরাত থেকেই বাড়তে পারে পেট্রোলের দাম, তেমনই ইঙ্গিত মিলেছে তেল সংস্থাগুলির পক্ষ থেকে। বিষয়টি নিয়ে চারটি তেল সংস্থার সঙ্গে আজ বৈঠক করবে কেন্দ্র। বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে লিটার পিছু কত টাকা বাড়বে পেট্রোলের দাম। তেল সংস্থাগুলি জানায়, গত আর্থিক বছরে প্রায় ৬,৫০০ কোটি টাকার লোকসান হয়েছে। তাই ১ এপ্রিল থেকেই তারা দাম বাড়াতে চায়। অন্যদিকে, বাজেটে প্রস্তাবমতই আগামীকাল থেকে বাড়ছে পরিষেবা কর।

ঝাড়খণ্ডে যৌথবাহিনীর ঘেরাটোপে মাও-নেতা
যৌথবাহিনীর ঘেরাটোপে মাওবাদী নেতা রঞ্জিত পাল ও শচীন। রঞ্জিত রাজ্য কমিটির নতুন সদস্য। অন্যদিকে, শচীন পূর্ব সিংভূম জেলার ঘটশিলার এরিয়া কম্যান্ডার। ঝাড়খণ্ডের দলমা পাহাড়ের তারা বেস ক্যাম্প তৈরি করেছিল বেশ কয়েকদিন আগে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে আজ দলমা পাহাড়ের জঙ্গল ঘিরে ফেলে যৌথবাহিনী ও সিআরপিএফ জওয়ানরা। তারা যাতে পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে না পারে তার জন্য অযোধ্যা পাহাড়েও মোতায়েন করা হয়েছে যৌথবাহিনী। এছাড়াও দলমা পাহাড় লাগোয়া বরাবাজার ও বান্দোয়ান থানা এলাকায় নজরদারি চালাচ্ছে পুরুলিয়া জেলা পুলিশ।

ক্যানিংয়ে তৃণমূল নেতা খুন
ক্যানিংয়ের জীবনতলায় খুন হলেন এক তৃণমূল নেতা। নাম মানিক পাইক। তিনি ক্যানিং ২-এর ব্লক সভাপতি ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে একদল দুষ্কৃতী জানলা দিয়ে তাঁকে গুলি করে। পেটে ও পিঠে গুলি লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই পরিস্থিতিকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন অতিরিক্ত পুলিশ সুপার। মানিকবাবুর বাড়ির সামনে থেকে ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তৃণমূলের দুই গোষ্ঠার এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি পুলিশ। মানিকবাবুর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

হাওড়ার নিখোঁজ বালক উদ্ধার উত্তরপ্রদেশে

হাওড়ার শিবপুরের নিখোঁজ হওয়া কিশোরের খোঁজ পাওয়া গেল উত্তরপ্রদেশের বালিয়াতে। গত বৃহস্পতিবার শিবপুরের কলেজ ঘাট থেকে নিখোঁজ হয়ে যায় দীপক বর্মা নামে ১১ বছরের এক কিশোর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনার দিন সে মাঠে খেলছিল। সেই সময় চার জন তাঁকে বিস্কুটের লোভ দেখিয়ে নিয়ে যায়। বাসিন্দারা আরও জানান, দীপকরা যে বাড়িতে থাকত সেই বাড়িতে উত্তরপ্রদেশ ও বিহারের কয়েকজন ঠিকা কর্মী থাকত। ঘটনার পর থেকে তারাও বেপাত্তা। অন্য দিকে, কিশোরটি জানায় ট্রেনে কান্নাকাটি করায় কয়েকজন যাত্রী তাকে উদ্ধার করে। তারপর তার কাছ থেকে উত্তরপ্রদেশের বাড়ির ঠিকানা পেয়ে সেখানে পৌঁছে দেয়। আজ সকালে উত্তরপ্রদেশের বাড়ি থেকে খবর আসামাত্রই বাড়ির লোকেরা রওয়ানা দেন। কিভাবে এবং কারা তাকে নিয়ে যায়, আর কি ভাবেই বা সে উত্তরপ্রদেশে পৌঁছাল তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

রাজাবাজারের ঘটনায় গ্রেফতার ১৬
গতকাল রাতে রাজাবাজারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সরকারি সম্পত্তির ক্ষতি, আইন শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আজ তাঁদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

ব্যান্ডেলে রেললাইনের ধারে উদ্ধার মহিলার মৃতদেহ
আজ সকালে ব্যান্ডেলে পাম্পুতলা রোডে রেললাইনের পাশে এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মহিলার গলায় ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। তবে তাঁর পরিচয় এখনও জানা যায় নি। ঘটনাস্থলে ব্যান্ডেল পৌঁছেছে জিআর পি, দায়ের করা হয়েছে খুনের মামলা। দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

জম্মু-কাশ্মীরে ভূমিকম্প
আজ সকালে ফের ভূমিকম্প অনুভূত হয় জম্মু-কাশ্মীরে। রিখটার স্কেলে কম্পনমাত্রা ছিল ৪.৯। প্রায় ৩ সেকেন্ড স্থায়ী ছিল কম্পন। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা এই কম্পনের উত্সস্থল ছিল।

বীজপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যা
উত্তর ২৪ পরগনার বীজপুরের মালঞ্চে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত স্বামী ও শ্বাশুড়ি। বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হত বলেও জানা গেছে। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, তাঁকে কেরোসিন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বীজপুর থানায় স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

বাঁকুড়ায় হাতির হানা, মৃত ১
বাঁকুড়ায় হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বাঁকাদহ রেঞ্জের বাহাদুরপাড়া গ্রামে। মৃতের নাম অজিত বাগ। রাতে ধান পাহারা দিচ্ছিলেন অজিতবাবু। সেই সময়ে ২৫ টি হাতির একটি দল হামলা চালায় ধান খেতে। তিনি হাতি তাড়াতে গেলে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে একটি হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। নষ্ট হয় প্রচুর ফসলও। হাতির পালকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বন দফতরের কর্মীরা এলাকায় গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.