ছুটতে ছুটতে ক্লাসঘরে এসে উপস্থিত হয়েছিল চার তরুণ-তরুণী। শিক্ষককে হাব-ভাবে তাঁরা বোঝান, বিপদে পড়েছেন। খানিক পরেই বোমা-পিস্তল হাতে স্কুল চত্বরে হাজির জনা চারেক যুবক। তারা ওই তরুণ-তরুণীদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। তবে আশপাশের লোকজন জড়ো হতে শুরু করায় পালিয়ে যায় সশস্ত্র ওই যুবকেরা। শুক্রবার পূর্বস্থলীর মাজিদায় এই ঘটনার পরে পুলিশ ওই তরুণ-তরুণীদের নিয়ে যায়। পুলিশ জানায়, তাঁদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জানার চেষ্টা হবে।
পূর্বস্থলী ২ ব্লকের মাজিদা নিম্ন বুনিয়াদি বিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত দুপুর সাড়ে ১২টা নাগাদ। স্কুলে হাজির পাঁচ শিক্ষক-শিক্ষিকা নানা ঘরে ক্লাস নিচ্ছিলেন। আচমকা হাঁফাতে হাঁফাতে হাজির হয় দুই তরুণী ও এক তরুণ। তাঁদের চোখে-মুখে আতঙ্ক। ভাঙা ভাঙা হিন্দিতে তাঁরা শিক্ষককে বোঝানোর চেষ্টা করেন, তাঁরা বিপদে পড়েছেন। ইতিমধ্যে দৌড়ে স্কুলে এসে ঢোকে তাঁদের সঙ্গী আরও এক তরুণ। তাঁরা জানান, কিছু দুষ্কৃতী তাঁদের মারতে চায়। প্রাণ বাঁচানোর জন্য শিক্ষকদের কাছে আর্জি জানাতে থাকেন তাঁরা। শিক্ষকেরা স্কুলে নিজেদের বসার ঘরে নিয়ে যান ওই চার জনকে।
প্রধান শিক্ষক কল্যাণ চক্রবর্তী জানান, মিনিট দশেকের মধ্যে মোটরবাইকে চড়ে স্কুলে এসে হাজির হয় চার জন। তাদের হাতে ছিল বোমা ও পিস্তল। তারা শিক্ষকদের কাছে ওই চার তরুণ-তরুণীকে স্কুলের বাইরে বের করে দেওয়ার দাবি জানায়। শিক্ষকেরা তাদের জানান, ওই চার জন প্রাণে বাঁচতে স্কুলের সাহায্য চেয়েছেন। তাই এ ভাবে তাঁদের বাইরে বের করে দিতে পারেন না তাঁরা। এ নিয়ে কথাবার্তা চলার মাঝেই আশপাশের বাসিন্দারা স্কুলে জড়ো হন। বিপদ বুঝে সশস্ত্র চার জন বাইকে চড়ে পালিয়ে যায়।
মাজিদা থেকে এই ঘটনার খবর দেওয়া হয় কালনার মহকুমাশাসক সুমিতা বাগচিকে। তিনি বিষয়টি এসডিপিও ইন্দ্রজিৎ সরকারকে জানান। এর পরেই পূর্বস্থলী থানার পুলিশ স্কুলে গিয়ে চার জনকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানায়, ওই চার জন জানিয়েছেন, তাঁরা নেপালের বাসিন্দা। মহকুমার এক পুলিশ আধিকারিক বলেন, “ওই তরুণ-তরুণীরা এখনও কোনও অভিযোগ দায়ের করেননি। কী কারণে তাঁরা মাজিদায় এসেছিলেন, কারাই বা তাঁদের তাড়া করেছিল, এ সব জানতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।” বিদেশি মদ-সহ ধৃত। অবৈধ ভাবে বিদেশি মদ বিক্রির অভিযোগে জামুড়িয়ার নিঘার কাছে একটি ধাবা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল) সুনীল যাদব জানান, ১১ লিটার বিদেশি মদ (লাইসেন্স বিহীন) বাজেয়াপ্ত করা হয়েছে। |