l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
(১ ৯ ১ ১ - ২ ০ ১ ১)
জুটমিলে শ্রমিক জোগানোর
বরাত ঘিরেই রণক্ষেত্র খড়দহ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
জুটমিলে শ্রমিক সরবরাহের বরাত কে পাবে, সেই নিয়ে বিবাদ। আর তার জেরে দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি, গুলি চালাচালিতে ফের উত্তপ্ত হয়ে উঠল খড়দহ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি বেশ কয়েকবার খড়দহ জুটমিলের কাছে একই কারণে বোমাবাজি হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ: বিবদমান দু’টি গোষ্ঠী গত লোকসভা ভোটের আগে পর্যন্ত সিপিএমের মদত পেয়ে এলেও এখন তারা তৃণমূলের ছত্রচ্ছায়ায়।পুলিশ জানায়, রবিবার রাত দশটা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে খড়দহের বাবুঘাট দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। দু’তরফই প্রচুর বোমাবাজি করে, তাতে জখম হয় এক পক্ষের তিন জন। বদলা নিতে সোমবার সকালে বিরোধী গোষ্ঠী বাবুঘাটের এক মাঝিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কোমরে গুলি লেগে তিনি আরজিকরে চিকিৎসাধীন। থমথমে এলাকায় প্রচুর পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়েছে। ডিআইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) অনিল কুমার এ দিন ঘটনাস্থলে যান।
বিস্তারিত...
স্কুলেই মারধর দুই শিক্ষককে, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ-র ‘সদস্য হওয়ায়’ বিধানসভা ভোটের পরে স্কুলে ঢুকতে ‘বাধা’ দেওয়া হচ্ছিল দুই শিক্ষক বাবা-ছেলেকে। প্রায় সাত মাস পরে সোমবার স্কুলে গেলে তৃণমূলের লোকজন তাঁদের মারধর করে বলে অভিযোগ। বর্ধমানের রায়না গোলগ্রাম গোলাম ইমাম হাইস্কুলের ওই ঘটনায় ঘণ্টা খুলে ‘পেটানো হয়’ ছেলেকে। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর অবশ্য বলেন, “মারধর নয়, ওঁদের ধাক্কাধাক্কি করা হয়েছে। তবে ঘটনায় জড়িতদের খোঁজ চলছে।” নাসের আলি মল্লিক ও তাঁর ছেলে নুর মহম্মদ মল্লিক ওই স্কুলের শারীরশিক্ষার শিক্ষক। তাঁদের অভিযোগ, তাঁরা এবিটিএ-র সক্রিয় সদস্য বলে ভোটের পর থেকে কাজে যোগ দিতে ‘বাধা’ দিচ্ছিলেন স্থানীয় কিছু তৃণমূল কর্মী-সমর্থক। এ নিয়ে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী-সহ প্রশাসনের নানা স্তরে অভিযোগও জানানো হয়েছিল।
বিস্তারিত...
বিকল্প কাজের দাবিতে মিছিল চোলাই কারবারিদের
নিজস্ব সংবাদদাতা • জয়নগর
কোনও প্ল্যাকার্ডে লেখা, ‘আমাদের বিকল্প কাজ দিতে হবে’। কোনওটায় ‘মদ ব্যবসায়ীদের জন্য শীঘ্র পুনর্বাসনের ব্যবস্থা সরকারকে করতে হবে’। আবার কোনওটায়, ‘পুলিশি জুলুম বন্ধ করতে হবে’। এমনই প্ল্যাকার্ড নিয়ে সোমবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের পূর্ব পাঁচগাছিয়ায় মিছিল করেছেন চোলাই কারবারের সঙ্গে যুক্ত প্রায় শ’পাঁচেক পুরুষ-মহিলা। তাঁদের বক্তব্য, সংগ্রামপুরের বিষমদ-কাণ্ডে ১৭২ জনের মৃত্যুর পরে এক দিকে ‘পুলিশি জুলুম’ বেড়েছে। অন্য দিকে, চোলাই চেয়ে বাড়ি বাড়ি ‘হামলা’ করছে কিছু লোক। এই পরিস্থিতিতে বিকল্প পেশার সন্ধান না মিললে ‘টেঁকাই দায়’ হয়ে দাঁড়িয়েছে তাঁদের পক্ষে। প্রশাসনের হিসেবে শুধু পূর্ব পাঁচগাছিয়া এলাকাতেই শ’পাঁচেক চোলাই-ভাটি রয়েছে। ভাটিপিছু অন্তত জনা কুড়ি শ্রমিক কাজ করেন।
বিস্তারিত...
দখল উচ্ছেদ চালু রাখার নির্দেশ কোর্টের
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ
নির্দেশ অনুযায়ী খনি আবাসন থেকে জবরদখল উচ্ছেদ প্রক্রিয়া জারি রাখুক সংস্থা, হাইকোর্টের তরফে এমনই জানানো হল ইসিএলকে। সম্প্রতি বারাবনির সালানপুর এলাকার আবাসন দখল করে রাখা কিছু লোকজন উচ্ছেদ আটকানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিলেন। মহাকরণ থেকে সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয় আসানসোলের অতিরিক্ত জেলাশাসকের কাছে। এ প্রসঙ্গেই আদালত দখল উচ্ছেদ চালু রাখার কথা জানায়। রাজ্য সরকারের তরফেও জানানো হয়েছে, এই প্রক্রিয়ায় ইসিএলকে সহযোগিতা করা হবে।বছর দু’য়েক আগে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী পার্থ ঘোষ। তিনি জানান, ইসিএলের কর্মী আবাসনের অধিকাংশই দখল করে রেখেছে বহিরাগতেরা। আবাসনে বিদ্যুৎ, জল সরবরাহ, রাস্তা ইত্যাদি রক্ষণাবেক্ষণ বাবদ বছরে সংস্থার কয়েক কোটি টাকা খরচ হচ্ছে। এই মামলার প্রেক্ষিতে আদালত আবাসন থেকে দখলদার উচ্ছেদের নির্দেশ দেয়।গত ২০ নভেম্বর সালানপুর এরিয়ার বেশ কিছু অঞ্চলের কয়েক জন জবরদখলকারী বাসিন্দা তাঁদের গৃহহীন না করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠান।
বিস্তারিত...
জেলা সম্মেলনের চাঁদা নিয়ে সংশয় সিপিএমে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
৩০ জানুয়ারি থেকে শুরু হবে সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন। জেলা সম্মেলনের খরচ তুলতে নতুন বছরের গোড়া থেকেই অর্থ সংগ্রহ শুরু করছে সিপিএম। তবে পরিস্থিতি যা তাতে সাধারণ মানুষ তো দূরের কথা পার্টি সদস্যদের সবার কাছ থেকে চাঁদা সংগ্রহ করা যাবে কি না, সে নিয়ে সংশয় তৈরি হয়েছে দলের অন্দরে। ইতিমধ্যেই সম্মেলনের প্রস্তুতি শুরু হয়েছে। গড়া হয়েছে প্রস্তুতি সাব-কমিটি। দলীয় সূত্রে খবর, ক’দিন আগে সিপিএমের জেলা কার্যালয়ে ওই কমিটির বৈঠকে জেলা সম্পাদক দীপক সরকার নিজে চাঁদার পরিমাণ নিয়ে সংশয় প্রকাশ করেন। বেশ কয়েক জন জেলা ও জোনাল নেতার উপস্থিতিতে তিনি জানান, সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ তো চলবেই। প্রতি বারই তা হয়। কিন্তু, আগে পার্টি সদস্যরা নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিন। নিজেদের চাঁদা না-দিয়ে মানুষের কাছে যাওয়া যাবেই বা কী ভাবে! দলের একাংশ মনে করছেন, এ বার পার্টি সদস্যদের কাছ থেকেও ‘প্রাপ্য’ চাঁদা আদায় করা যাবে না বুঝেই প্রস্তুতি কমিটির বৈঠকে প্রশ্ন তোলেন জেলা সম্পাদক। এ বারের জেলা সম্মেলনে প্রায় ৬৫০ জন প্রতিনিধি যোগ দেবেন বলে দলীয় সূত্রে খবর। সম্মেলন চলবে ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিস্তারিত...
পরিষেবা না মেলার অভিযোগ তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
শহরে নাগরিক পরিষেবা মিলছে না, এমন অভিযোগ তুলে বর্ধমান পুরসভার সামনে বিক্ষোভ সমাবেশ করল তৃণমূল। সোমবার তৃণমূলের ডাকা এই পুরসভা অভিযান ঘিরে অশান্তি হতে পারে, এমন আশঙ্কায় শহরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। পুরসভা ভবনেও ছিল প্রচুর পুলিশ।এই বিক্ষোভ সমাবেশে পুরসভার নানা পরিষেবা নিয়ে এ দিন প্রশ্ন তোলা হয়। তৃণমূলের তরফে জমা দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, বর্ধমান শহরের অধিকাংশ এলাকাতেই জঞ্জাল সাফাই, নর্দমা ও রাস্তা পরিষ্কারের মতো নূন্যতম পরিষেবাও এখন আর পাওয়া যায় না। শহরের ট্রেঞ্চিং গ্রাউন্ডে আবর্জনা ফেলার জায়গা মিলছে না। অনেক আগেই আবর্জনা ফেলার বিকল্প জায়গা খোঁজা উচিত ছিল। শহরের আবাসন প্রকল্পের জন্য ১২০০ টাকা জমা দিয়েও অনেকে বাড়ি তৈরির সরকারি অনুদান পাচ্ছেন না। রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্পের কাজ এখনও এই পুরসভায় শুরু করা হয়নি। বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছ দিতেও পুরসভা ব্যর্থ বলে অভিযোগ তোলা হয়েছে।
বিস্তারিত...
কান্দিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
নিজস্ব সংবাদদাতা • কান্দি
এক পক্ষের ছিল কর্মিসভা। অন্য পক্ষের মিছিল। কিন্তু কান্দিতে তৃণমূলেরই এই দুই কর্মসূচি একই সময়ে হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত কর্মিসভার সময় সংক্ষেপ করতে হল।এই দিন তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মাতিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ২০০ দিনের উন্নয়নমুখী কাজকর্মের কথা তুলে ধরতে শহরে একটি মিছিলের আয়োজন করেন। অথচ এই দিনই জেলা প্রাথমিক সংসদের সভাপতি তৃণমূলের সাগির হোসেনের নেতৃত্বে ঠিক হয়েছিল কান্দি রাজ হাইস্কুলে একটি কর্মিসভারও আয়োজন করা হয়। এই কর্মিসভা হওয়ার কথা ছিল বেলা ১২টা থেকে বিকেল চারটে পর্যন্ত। কিন্তু বারোটার কিছু আগে আব্দুল মাতিনের অনুগামীদের মিছিল ওই স্কুলের সামনে পৌঁছয়। তাঁরা স্কুলের দু’টি ফটকের সামনে দাঁড়িয়ে বলতে শুরু করেন ‘সাগির হোসেন চলে যাও।’ অন্য দিকে তখন সাগির হোসেনের অনুগামীরা কর্মিসভায় পৌঁছে গিয়েছেন, কেউ কেউ বক্তৃতাও করতে শুরু করেছেন। কিন্তু আব্দুল মাতিনের অনুগামীদের বাধায় শেষ পর্যন্ত কর্মিসভা মাঝপথে বন্ধ করে দিতে হয়। চলে আসে পুলিশও।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বিরোধে বন্ধ কারখানা
জাতীয় সড়ক
সংস্কারে ঢিলেমি
দক্ষিণবঙ্গ
তৃণমূল পুরসভার
বিরুদ্ধে উন্নয়ন
নিয়ে ক্ষোভ কংগ্রেসের
সাড়ে তিন মাস বেতন
আটকে, সমস্যায় ছয় মহিলা
বর্ধমান
উচ্চ বিদ্যালয়ে সরাসরি
ভর্তির দাবিতে বিক্ষোভ
ঠান্ডায় বোরো ধান নিয়ে
সংশয় গলসি-পানাগড়ে
পুরুলিয়া
সাঁতুড়িতে জখম ৪ শ্রমিক
মল্লারপুরের সেই রেশন
ডিলার সাসপেন্ড হলেন
মুর্শিদাবাদ
আত্মসমর্পণকারী চার
মাওবাদী জেল হাজতে
জেলা ক্রীড়া সংস্থা
ভেঙে দিলেন মন্ত্রী
মেদিনীপুর
ব্লক সভাপতির কড়া
হুঁশিয়ারি বিক্ষুব্ধদের
ধান কেনার দাবিতে
কংগ্রেসের বিক্ষোভ
কলকাতা
২৫.৬/১১.৯
আজকের দিনে
•১৫৭১:
জার্মান জ্যোতির্বিদ
কেপলারের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এ সপ্তাহে ‘হাওড়া’ প্রকাশিত হল না
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
কলকাতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.