জেল হেফাজত হয়েছে আত্মসমর্পণকারী চার মাওবাদী যুবকের। সোমবার বহরমপুরের সিজেএম আদালতে হাজির করানো হলে ভারপ্রাপ্ত সিজেএম মানিকলাল জানা তাঁদের ৭ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি পবন কুমার বলেন, “৭ দিন জেল হেফাজতে রাখার পরে আগামী ২ জানুয়ারি জেলা জজ আদালতে তাঁদের হাজির করানোর নির্দেশ দেন বিচারক। কেননা, ওই আদালতে মামলাটির শুনানি চলছে।” বহরমপুর থানা এলাকার রাঙামাটি চাঁদপাড়া পঞ্চায়েতের চরমহুলা, চর হালালপুর ও চর যদুপুরের বাসিন্দা ওই চার জন সুজিত ওরফে সন্দীপ সরকার, প্রভাত রাজোয়াড়, সঞ্জয় রাজোয়াড়, আয়েন রাজোয়াড় নামে চার মাওবাদী যুবক রবিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালের ১১ নভেম্বর কুন্দিপ সরকার নামে এক যুবককে মাওবাদী কাজকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করে। ধৃত ওই যুবককে জেরা করে পুলিশ ওই চার জন যুবকের কথা জানতে পারে। বছর খানেক ধরে পুলিশ তাঁদের খুঁজছিল। আদালতও তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সরকারি কৌঁসুলি বলেন, “ওই চার জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও বেআইনি অস্ত্র আইনে অভিযোগ হয়েছে। আগেই ওই সংক্রান্ত কুন্দিপ সরকারের মামলার শুনানি চলছে জেলা জজ আদালতে। ফলে ওই চার জনের মামলাও জেলা জজ আদালতেই চলবে। এ জন্য আগামী ২ জানুয়ারি জেলা জজ আদালতে তাঁদের হাজির করানোর কথা বলা হয়েছে।” মুর্শিদাবাদের পুলিশ সুপার ভরতলাল মিনা বলেন, “এর আগেই পুলিশের জেরার মুখে তাঁরা সব কিছু স্বীকার করেছে। জেরা করে আর কোনও নতুন তথ্য পাওয়া যায়নি।” |