নদিয়া জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন ভেঙে দিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। রবিবার শ্রীচৈতন্য বইমেলার সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, “এই রাজ্যের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থাগুলি কার্যত ঘুঘুর বাসা। সরকারি অর্থের অপব্যয়, স্বজনপোষণ, দুর্নীতিতে ভরা জেলা ক্রীড়া সংস্থাগুলির আমুল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাই নদিয়া জেলা ক্রীড়া সংস্থা ভেঙে অবিলম্বে একটি নতুন কমিটি গড়ার জন্য আমি জেলাশাসককে বলেছি।” |
ক্রীড়ামন্ত্রী বলেন, “বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থায় কর্মকর্তারা কেউ ১৭ বছর কেউ ২৫ বছর ধরে ক্ষমতা ভোগ করছেন। এদের বার্ষিক সাধারণ সভা পর্যন্ত হয় না। অডিট হয় না। নদিয়াও তার ব্যতিক্রম নয়। যাঁরা এতদিন ছিলেন, তাঁদের এ বার ছুটি। নতুন কমিটি দশ দিনের মধ্যে কাজ শুরু করবে।” নদিয়া জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, “আমরা এখনও পর্যন্ত এ ব্যাপারে কিছুই জানি না। তবে আমরা সরকারি নিয়ম যথাযথ ভাবে পালন করি। ২০১০ অগস্টে সাধারণ সভা থেকেই বর্তমান কমিটি তৈরি হয়েছে। ২০১২ সালের মে পর্যন্ত এই কমিটির মেয়াদ। অডিট আমরা নিয়ম মেনেই করাই। তবে ক্রীড়ামন্ত্রী বা তাঁর দফতর যদি না চান, তা হলে আমরা সঙ্গে সঙ্গে চলে যাব।” |