নিজস্ব সংবাদদাতা • সাঁতুড়ি |
কারখানার দুর্ঘটনায় জখম হলেন চার শ্রমিক। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে সাঁতুড়ি থানার মধুকুণ্ডার কাছে একটি স্পঞ্জ আয়রন কাখানায়। দুর্ঘটনার পর সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। আহত চার শ্রমিককে আসানসোলের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে।
পুলিশ ও কারখানা সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১১টা নাগাদ সামান্য বিস্ফোরণ ঘটে কারখানার স্টিল মেল্টিং শপে। এলাকায় চাউর হয়ে যায় কারখানার ফার্নেস ফেটে প্রচুর শ্রমিক জখম হয়েছেন।
কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, এর পর আশপাশের কিছু গ্রামের বাসিন্দারা কারখানায় ঢুকে পড়ে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে কারখানা চালানোর অভিযোগে কারখানার কিছু কর্মীকে মারধর করেন। এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উত্তেজিত গ্রামবাসী কারখানা ঘিরে রেখেছেন।
পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেয়। কারখানার ম্যানেজার অজয় শর্মা জানান, খুবই ছোট মাপের দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকেরা আতঙ্কে ছোটাছুটি করার সময় পড়ে গিয়ে জখম হয়েছেন। তিনি জানান, দুর্ঘটনার পর আপাতত কারখানা বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষার পর ফের তা খোলা হবে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। |