টুকরো খবর
পারিশ্রমিকের দাবি, ক্ষোভ
সরকারি কাজ করার পরেও পারিশ্রমিকের টাকা পাননি, এই অভিযোগে জেলাশাসকের দ্বারস্থ হলেন ঝালদা-১ ব্লকের শতাধিক প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা। ২০০৮ সালে প্রশাসন যখন ভোটার তালিকা সংশোধন-সংযোজনের কাজ শুরু করে, তখন ঝালদা-১ ব্লকের ১০৫জনকে ওই দায়িত্ব দেওয়া হয়েছিল। ‘ডেজিগনেটেড অফিসার’এর পদমর্যাদা নিয়ে তাঁরা কাজ করেছিলেন। জুলাই-আগস্ট ও নভেম্বর মাসে দুই দফায় কাজ হয়েছিল। কিন্তু অন্যান্য ব্লকের শিক্ষক-শিক্ষিকারা তাঁদের পারিশ্রমিক পেয়ে গেলেও আমরা বারবার আবেদন করেও পারিশ্রমিক পাননি বলে অভিযোগ। বিডিও (ঝালদা-১) মৃণ্ময় দাস বলেন, “সদ্য যোগ দিয়েছি। কেন টাকা আটকে রয়েছে দেখব।” জেলা নির্বাচন আধিকারিক অভিজিৎ বসু জানান, “বিভিন্ন ব্লক ওই ভাতা পেয়ে গিয়েছে। ঝালদা-১ টাকা কেন আটকে আছে খোঁজ নেব।”

মৃত পড়ুয়ার বাইক উদ্ধার
ঝাড়খণ্ড থেকে উদ্ধার হল রঘুনাথপুরে খুন হওয়া স্কুল ছাত্র সত্যজিৎ মণ্ডলের মোটরবাইকটি। পুলিশ জানায়, ঝাড়খণ্ডের গোবিন্দপুর থেকে বেলিয়াপুর যাওয়ার রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল মোটরবাইকটি। রবিবার ঝাড়খণ্ডের গোবিন্দপুর থানা থেকে সেটি নিয়ে এসেছে রঘুনাথপুর থানার পুলিশ। ১৫ ডিসেম্বর সন্ধ্যায় নিখোঁজ হয় রঘুনাথপুরের বাসিন্দা একাদশ শ্রেণির ছাত্র সত্যজিৎ। বাড়ি থেকে নিজের মোটরবাইক নিয়ে বেরিয়েছিল সে। পর দিন একটি সেচখাল থেকে তার দেহ উদ্ধার হয়। অন্য দিকে, মোটরবাইক চোরাই চক্রের এক দুষ্কৃতীকে ধরেছে পুলিশ। ধৃতের নাম শেখ রহিম। বাড়ি পাড়া থানার হরিহরপুর গ্রামে। রবিবার রাতে তাকে গ্রেফতার করার পরে জেরা করে রঘুনাথপুর শহরের একটি গ্যারাজ ও কলাগড়া গ্রাম থেকে দু’টি চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করে পুলিশ। সোমবার ধৃতকে রঘুনাথপুর আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হাজত হয়।

স্কুল নির্বাচন
পুরুলিয়ার দু’টি স্কুলে রবিবার অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়েছে। কেন্দা থানার কোনাপাড়া হাইস্কুলে ৬টি আসনের মধ্যে সিপিএম ও তৃণমূল প্রার্থীরা তিনটি করে আসন পায়। এই স্কুলের পরিচালন সমিতির ক্ষমতায় বরাবর সিপিএমের দখলে ছিল। অন্য দিকে, ওই দিন বান্দোয়ানের তালপাত হাইস্কুলে দুপুর ২টোর মধ্যে ভোটগ্রহণ শেষ হয়ে গেলেও সিপিএম ও তৃণমূলের মধ্যে ঝামেলায় ভোটগণনা পর্ব স্থগিত হয়ে যায়। রাতের দিকে গণনা হয়েছে। ৬টি আসনই সিপিএম পেয়ে ক্ষমতা ধরে রেখেছে।

সিপিএমের অবরোধ
কৃষকের ফসলের লাভজনক দাম পাওয়া, সরকার নির্ধারিত সহায়ক মূল্যে অবিলম্বে ধান কেনা নিশ্চিত করা-সহ একাধিক দাবিতে সোমবার পুরুলিয়া-বাঁকুড়া (৬০-এ) জাতীয় সড়ক অবরোধ করল সিপিএম। হুড়া থানা এলাকার বিসপুরিয়ায় এ দিন বেলা ১১টা থেকে আধ ঘণ্টা পথ অবরোধ হয়। হুড়ার প্রাক্তন সিপিএম বিধায়ক সুভাষ মাহাতো বলেন, “কৃষক যাতে ফসলের ন্যায্য মূল্য পান, সরকারকেই তা সুনিশ্চিত করতে হবে। ধান কেনার কথা সরকার ঘোষণা করেছে। কিন্তু কৃষকেরা বিক্রয়কেন্দ্র পাচ্ছেন না। তাঁদের এলাকার কাছাকাছি ধান বিক্রির সুযোগ করে দিতে হবে। পাশাপাশি সারে ভর্তুকি তোলা যাবে না।”

সিপিএমের অবরোধ
রবি ও সোমবার-দু’দিন ধরে বরাবাজারের বান্দোয়ান-বানজোড়া গ্রাম পঞ্চায়েতের বান্দোয়ান গ্রামে মাধব মেলা হয়েছে। আয়োজক মাধব স্মৃতিরক্ষা কমিটি। ওই কমিটির পক্ষে অজিত মাহাতো বলেন, “এ বার এই মেলা ১৪ বছরে পড়ল। বান্দোয়ান-বানজোড়া হাইস্কুলের মাঠে গত বছর এই দিনে মেলা হয়েছে।” হাইস্কুলের শিক্ষক অশোক রজক বলেন, “মেলায় অনুষ্ঠানের পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা হয়। দু’দিন রাতে কীর্তন ও বাউল গান পরিবেশিত হয়েছে।”

তৃণমূলের বিক্ষোভ
সরকারি দরে চাষিদের কাছ থেকে ধান কেনা নিয়ে টালবাহানা করছেন এলাকার চালকল মালিকেরা। এই অভিযোগে এবং চাষিদের কাছ থেকে সরকারি মূল্যে ধান কেনার দাবিতে সোমবার শিবির করে ইন্দাস ব্লক অফিসে বিক্ষোভ দেখান তৃণমূল। বিডিওর কাছে স্মারকলিপিও দেয়। ইন্দাসের বিডিও চয়নকুমার সাহা চাষিদের সমস্যার ব্যাপারে ব্লকস্তরে যেটুকু করা সম্ভব তা করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

সম্মেলন
পঞ্চায়েত নির্বাচনের আগে দলের মহিলা সংগঠনকে আরও শক্ত করার ডাক দিয়ে বাঁকুড়া শহরের বঙ্গবিদ্যালয়ে সোমবার সম্মেলন করল মহিলা তৃণমূল। দলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সংগঠনের রাজ্য কার্যসভাপতি স্মিতা বক্সী, মালা সাহা প্রমুখ ছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.