l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
তৃণমূল আমলেও পুলিশের খাতায় নাম সাউদের
সৌমেন দত্ত • কাটোয়া
শুধু সিপিএমের আমলে নয়, রাজ্যে ক্ষমতার হাতবদলের পরেও জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে কেতুগ্রামের তৃণমূল নেতা সাউদ মিঞার বিরুদ্ধে। বোমা বানানোর অভিযোগে গত ৩১ অক্টোবর পুলিশ নিজেই সেই মামলা রুজু করেছে। তবে তা সত্ত্বেও বৃহস্পতিবার পর্যন্ত পুলিশ তাঁকে ধরতে পারেনি। গত বছর দুই সিপিএম কর্মী ও এক ডিওয়াইএফ কর্মী খুনে অভিযুক্ত সাউদ। কিন্তু ‘সিপিএমের পুলিশ’ মিথ্যা মামলায় সাউদকে ফাঁসিয়েছিল বলে তৃণমূল নেতারা দাবি করেন। গত রবিবার বর্ধমানের কেতুগ্রামে পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে তৃণমূল যে জনসভা করে, সেখানে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী চন্দ্রনাথ সিংহের পাশে সাউদও মঞ্চে হাজির ছিলেন। বীরভূম জেলা তৃণমূল সভাপতি তথা কেতুগ্রামের দলীয় পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁকে বারবার কথা বলতেও দেখা যায়। কিন্তু পুলিশ তাঁকে গ্রেফতার করেনি। পরের দিন আনন্দবাজার পত্রিকায় এই সংবাদ প্রকাশের পরেই চন্দ্রনাথবাবুরা মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (পুলিশ তাঁরই দায়িত্বে) সঙ্গে দেখা করেন। পরে চন্দ্রনাথবাবু দাবি করেন, সাউদ আদৌ দুষ্কৃতী নন। বরং ভাল কাজ করছেন। মুখ্যমন্ত্রীকেও তাঁরা সে কথাই জানিয়েছেন।
বিস্তারিত...
সিপিএমের মিছিলে হামলা, আহত ৫
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
ফের সন্ত্রাসে অভিযুক্ত শাসকদল। সিপিএমের মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার জেরে বুধবার রাতে উত্তেজনা ছড়ায় মেদিনীপুর শহর-সংলগ্ন কালগাংয়ে। তৃণমূলের হামলায় আহত হয়েছেন ৫ সিপিএম কর্মী। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। সিপিএমের অভিযোগ, মিছিল চলাকালীন অতর্কিতে আক্রমণ করেছে তৃণমূলের লোকজন। তৃণমূলের দাবি, ঘটনায় দলের কেউ জড়িত নন। মেদিনীপুর শহরে সিপিএমের লোকাল কমিটির সম্মেলন শুরু হয়েছে। আজ, শুক্রবার শহর জোনাল কমিটির অন্তর্গত ৫ নম্বর লোকাল কমিটির সম্মেলন রয়েছে। কালগাং এলাকা এই কমিটির অন্তর্গত। লোকাল কমিটির সম্মেলন উপলক্ষে বুধবার সন্ধ্যায় সিপিএমের একটি মিছিল বেরোয়। দলের স্থানীয় কর্মী-সমর্থকেরাই মিছিলে যোগ দিয়েছিলেন। সিপিএম নেতৃত্বের অভিযোগ, এই মিছিল চলাকালীন আচমকাই তৃণমূলের ২০-২৫ জন হামলা চালায়। সিপিএম কর্মীদের মারধরের পাশাপাশি প্রচার-মাইকও ভেঙে দেওয়া হয়। তার পর তৃণমূল দলের নামে স্লোগান দিতে দিতে হামলাকারীরা এলাকা ছেড়ে যায়। ঘটনাস্থলে যান সিপিএমের জোনাল নেতারা। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিস্তারিত...
দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে
রাজসাক্ষী নিয়ে শুনানি আজ
বরুণ দে • মেদিনীপুর
চার্জশিট হয়ে গিয়েছে। ৫৮ জন সিপিএম নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়েছে চার্জশিটে। তাঁদের মধ্যে ১৯ জন এই মুহূর্তে জেলে। এবং সেই বন্দি-তালিকায় রয়েছেন এমনকী গড়বেতার একদা দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা, প্রাক্তন মন্ত্রী, এখনও বিধায়ক সুশান্ত ঘোষও। বিচার-পর্ব শুরু শুধু সময়ের অপেক্ষা। ন’বছর আগের ঘটনায় এক দফা খারিজ হয়ে যাওয়া মামলা ফের শুরু হওয়ায় সবচেয়ে বেশি অস্বস্তি স্বভাবতই সিপিএম-শিবিরে। উল্টো দিকে, দেরিতে হলেও বিচারের আশায় নতুন করে বুক বাঁধছেন ন’বছর আগের ঘটনায় স্বজনহারা মানুষজন। কিন্তু কিছুটা অসন্তুষ্টও তাঁরা। ন’বছর আগে তাঁদের অভিযোগই নিতে চায়নি পুলিশ। পরে অভিযোগ নাম-কা-ওয়াস্তে নথিভুক্ত করেও তদন্তের নামে পুলিশ প্রহসন চালিয়েছে, মামলার দফারফা করেছে বলে অভিযোগ। উল্টে অভিযোগকারীদেরই অন্য মামলায় জড়িয়ে হয়রান করেছে। সেই পুলিশ ‘পরিবর্তিত’ পরিস্থিতিতেও পার পেয়েই যাচ্ছে--ক্ষোভ সে কারণেই। দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে আজ, শুক্রবারই জেলবন্দি মদন সাঁতরা ও বৈদ্যনাথ সাঁতরাকে রাজসাক্ষী করা নিয়ে সিআইডি-র আবেদনের শুনানি রয়েছে মেদিনীপুর সিজেএম আদালতে।
বিস্তারিত...
বাইশ দিন পরে খুলল পাইপ কারখানা
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর
মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠকের পরে অবশেষে খুলল বন্ধ পাইপ কারখানা। টানা ২২ দিনের অচলাবস্থা কেটে বুধবার থেকে রঘুনাথপুর ২ ব্লকের ওই পাইপ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। রঘুনাথপুর ২ ব্লকের মঙ্গলদা গ্রামের অদূরে এই কারখানাটি তৃণমূলের শ্রমিক সংগঠনের আন্দোলনের জেরে বন্ধ হয়ে গিয়েছিল। কলকাতার শিল্পোদ্যোগী অঞ্জন মজুমদার ২০১০ সালে ৫ একর জায়গা কিনে ৩০ কোটি টাকা ব্যয়ে এইচডিপিই পাই কারখানাটি গড়েছেন। এ বছর অগস্ট থেকে কারখানায় পরীক্ষামূলক ভাবে উৎপাদনও চালু হয়েছিল। মজুরি বৃদ্ধি-সহ শ্রমিকদের অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে কারখানার একমাত্র শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র নেতৃত্বে আন্দোলন শুরু করেন শ্রমিকেরা। কারখানা চালু রেখেই আন্দোলন করার দলীয় নির্দেশিকা থাকা সত্ত্বেও দলেরই শ্রমিক সংগঠনের আন্দোলনের জেরে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় ও তৃণমূলের দলীয় স্তরে বিতর্ক দেখা দেয়। ঘটনা হল, শ্রমিকদের ‘চাপেই’ অনড় অবস্থান থেকে সরতে হয়েছে স্থানীয় আইএনটিটিইউসি নেতৃত্বকে। স্থানীয় ও কারখানা সূত্রের খবর, টানা উৎপাদন বন্ধ থাকায় মজুরি না পাওয়া শ্রমিকেরাই উদ্যোগী হয়ে আলোচনায় বসেন মালিকপক্ষের সঙ্গে। দু’পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হওয়ার পরেই শ্রমিক সংগঠনের নেতা কার্তিক বাউরির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হয় কারখানা কর্তৃপক্ষের।
বিস্তারিত...
আইন অমান্যে ভাঙচুর কর্ণজোড়ায়
নিজস্ব প্রতিবেদন
বামেদের আইন অমান্য কর্মসূচির জেরে উত্তরবঙ্গের অন্যত্র কোনও গোলমাল না-হলেও উত্তর দিনাজপুরের কর্ণজোড়ায় জেলাশাসকের দফতরের ভাঙচুর চালানোর অভিযোগ উঠল। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। আন্দোলনকারীরা জেলাশাসকের দফতরের দুটি জানালা ভাঙচুর করেছে বলে অভিযোগ। তা নিয়ে উত্তেজনা বাড়তে থাকলে জেলা বামফ্রন্টের চেয়ারম্যান বীরেশ্বর লাহিড়ী কর্মী-সমর্থকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। অভিযুক্ত বামফ্রন্টের কর্মী-সমর্থকদের শাস্তির দাবিতে সরব হয়েছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করা না হলে রাজ্যের শাসক জোটের দুই শরিক দলই আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুরের পাসাং নরবু ভুটিয়া বলেন, “ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে বলে প্রমাণ মিললে পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।” ভাঙচুর চালানোর অভিযোগ অস্বীকার করেছেন জেলা বামফ্রন্টের সচিব অপূর্ব পাল। তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে আইন অমান্য আন্দোলন শেষ হয়েছে। ভাঙচুরের অভিযোগ সঠিক নয়।” রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি, বেহাল রাস্তা সংস্কার, ১০০ দিনের কাজ, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা সহ ২৫ দফা দাবিতে অমান্য আন্দোলনে সামিল হন বামফ্রন্টের কয়েক হাজার কর্মী-সমর্থক।
বিস্তারিত...
রডের ঘায়ে দম্পতির মাথা
ফাটিয়ে ডাকাতি হাবরায়
নিজস্ব সংবাদদাতা • হাবরা
দম্পতিকে মারধর করে লুঠপাট চালাল এক দল দুষ্কৃতী। পরে একই এলাকায় আরও একটি বাড়িতে হামলা চালায় তারা। খবর পেয়ে পুলিশ সময় মতো এসে পড়েছিল। পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। পাল্টা দু’রাউন্ড গুলি চালায় পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হাবরা থানার পায়রাগাছি বাজারে। জখম দম্পতিকে ভর্তি করা হয়েছে বারাসত হাসপাতালে। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য বলেন, “দুষ্কৃতীদের ধরতে পুলিশ গুলি চালিয়েছিল। তবে কেউ ধরা পড়েনি। তল্লাশি চলছে।”পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবরা-নকপুল সড়কের ধারেই দুলাল বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তিনি সিএসটিসি-র কর্মী। এই বাড়িতেই প্রথম চড়াও হয় জনা সতেরোর দুষ্কৃতী দলটি। রাত দেড়টা নাগাদ বাড়ির পিছনে আওয়াজ পেয়ে ঘুম ভাঙে দুলালবাবুর মেয়ে সোমার। তাঁর ঘরের জানলা দিয়ে টর্চের আলো ফেলে দুষ্কৃতীরা। ওই তরুণী পাশের ঘর থেকে বাবা-মাকে ডেকে তোলেন। জানলা দিয়ে উঁকি-ঝুঁকি মেরে কেউ কিছু দেখতে পাননি। দুলালবাবু বাড়ির পিছনের দরজা খুলে বেরোতেই তাঁকে ঘিরে ধরে এক দল সশস্ত্র দুষ্কৃতী। মাথায় রডের ঘা মারে। দুলালবাবুর স্ত্রী মায়াদেবী চিৎকার জুড়ে দেন। তাঁকেও রড দিয়ে মাথায় আঘাত করা হয়। দুষ্কৃতীদের ঘুসিতে নাক ফেটে যায় ওই মহিলার।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
অপমান করেছে তৃণমূল
প্রভাবিত অধ্যাপক মঞ্চ,
অভিযোগ উপাচার্যের
পুরসভার মর্যাদা
না পেয়ে ক্ষোভ
দক্ষিণবঙ্গ
বসিরহাটে লরিতে পিষ্ট
হয়ে মৃত্যু স্কুলপড়ুয়ার
ধনেখালির শিশু
উদ্ধার বিহার থেকে
বর্ধমান
কর্মী নেই, কালনায় বেহাল এসবিএসটিসি-র ডিপো
হ্যানিম্যান সরণি সংস্কারের
জন্য বরাদ্দ ৬ কোটি
পুরুলিয়া
তালড্যাংরায় জখম
যুব নেতা-সহ ৬
দক্ষিণাকালী পুজোর আলোয় ভাসছে রামপুরহাট
মুর্শিদাবাদ
বামফ্রন্টের আইন অমান্য
মিলল ব্যবসায়ীর দেহ
মেদিনীপুর
চাল না পেয়ে খাদ্যমন্ত্রীর
গাড়ি আটকালেন বৃদ্ধ
অর্জুনিতে পথ দুর্ঘটনা, মৃত ২
কলকাতা
৩২.১/১৭.৯
আজকের দিনে
•
আন্তর্জাতিক নারী নির্যাতন
বিরোধী দিবস।
• ২০০৫:
আইরিশ ফুটবলার
জর্জ বেস্টের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
কোস্টা রিকার মতো একটা ছোট্ট দেশ ঘুরতে গিয়ে সেখানকার স্থানীয় খাদ্য সম্ভারের দিকে তাকালে অবাক হয়ে যেতে হয়!
‘খানাতল্লাশি’
তে এ বার সেই আশ্চর্য খাদ্য ভাণ্ডারের হদিশ। সঙ্গে বাঙালির আদরের শীত-খাবার ‘পিঠে’ হাজির
‘আপনার রান্নঘর’
-এ। মাঝমাসের হাওয়াবদলে অন্য খবরের ডালি সাজিয়ে রইল
‘সংবাদের হাওয়াবদল’
।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.