পুকুর থেকে এক ব্যক্তির খণ্ড খণ্ড দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, চাপড়া থানার লক্ষ্মীগাছা গ্রাম থেকে পাওয়া ওই দেহ মুর্শিদাবাদের জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়ার বাসিন্দা জহিরুদ্দিন মণ্ডলের (৪৬)। গত ১০ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন পাট ও ইট ব্যবসায়ী জহিরুদ্দিন। ১২ নভেম্বর তাঁর বাড়ির লোকজন থানায় নিখোঁজ ডায়েরি করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ জান্দার শেখ নামে লক্ষ্মীগাছার এক বাসিন্দাকে গ্রেফতার করে। পুলিশের দাবি, জেরায় জান্দার শেখই জানায় যে জহিরুদ্দিনকে লক্ষ্মীগাছার এক ব্যক্তি খুন করেছে। সেই মতো পুলিশ ওই ব্যক্তির বাড়িতে গোয়ালঘর খুঁড়ে দেহের তল্লাশিও করে বুধবার। কিন্তু তখন কোনও দেহ মেলেনি। তারপরে বৃহস্পতিবার স্থানীয় একটি পুকুর থেকে মেলে জহিরুদ্দিনের দেহ। অভিযুক্ত অবশ্য পলাতক। এই দিন সকালে ওই খণ্ড খণ্ড দেহটি উদ্ধারের সময় গ্রামে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জহিরুদ্দিন তাঁর এক অংশীদারের সঙ্গে ইট ও পাটের ব্যবসা করতেন। সম্প্রতি তাঁরা জমি কেনাবেচার ব্যবসাও শুরু করেন। সেই সূত্রেই গণ্ডগোলও শুরু হয়ে যায়। সেই কারণেই জহিরুদ্দিনকে খুন করা হয় বলে পুলিশের ধারণা। নদিয়ার পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, “জহিরুদ্দিনের দেহ তাঁর পরিবারের লোকজন শনাক্ত করেছেন। তা ছাড়া, ধৃত জান্দার শেখও এই খুনের কথা জেরার মুখে পুলিশকে বলেছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, ব্যবসায়িক গণ্ডগোলের জেরেই তাঁকে খুন করা হয়েছে।” |