প্রথম ইনিংসে বেশি রান করার সুবাদে জয়ী হল বাংলাদেশের ১৭ অনূর্ধ্ব জাতীয় ক্রিকেট দল। দুই বাংলার অনূর্ধ্ব ১৭ ক্রিকেট দলের দু’দিনের প্রীতি ম্যাচ বুধবার থেকে বহরমপুর স্টেডিয়ামে শুরু হয়। প্রথম দিন টসে জিতে ব্যাট করে বাংলাদেশ ৬ উইকেটে ২৬২ রান তুলে ইনিংস ছেড়ে দেয়। বাংলা একাদশ প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত বিনা উইকেটে ১৪ রান তোলে। এর পরে বৃহস্পতিবার সারা দিন ব্যাট করে ৮২.১ ওভারে সব উইকেট হারিয়ে ২০০ রান করে বাংলা একাদশ। প্রথম ইনিংসে ৬২ রানে এগিয়ে থাকায় জয়ী হয় বাংলাদেশের দল। বাংলা একাদশের হয়ে অগ্নিভ পান ৫৮, ঋত্বিক রায়চৌধুরী ৪০, অভিজিৎ সিংহ ৩২ উল্লেখযোগ্য রান করেন। বাংলাদেশের হয়ে অধিনায়ক মেহেদি হাসান ৪টে, রাহাত ফেরদৌসী ৩টে ও ইরফাত প্রধান ২টি উইকেট নেন। এর আগে ২০১০ সালে বাংলাদেশের ১৫ অনূর্ধ্ব জাতীয় ক্রিকেট দল বনাম বাংলা একাদশের ম্যাচ বহরমপুরে আয়োজন করা হয়। ওই ম্যাচেও বাংলা একাদশ হেরে যায়।
|
লরিতে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বাইকআরোহীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হরপ্রসাদ চন্দ্র (২৪)। বাড়ি রঘুনাথগঞ্জ শহরে। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বাইক নিয়ে তিনি উমরপুরে তাঁর দোকানে যাচ্ছিলেন। রঘুনাথগঞ্জ হাসপাতাল সংলগ্ন এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। পিছন থেকে আসা পণ্যবোঝাই লরিটি তাঁকে পিষে দেয়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
|
কৃষ্ণনগরে খুন নিরাপত্তাকর্মী |
ছেলের সামনেই অমল কুণ্ডু (৪৬) নামে এক বেসরকারি নিরাপত্তাকর্মীকে কুপিয়ে খুন করা হল বৃহস্পতিবার রাতে। পুলিশ জানিয়েছে, কৃষ্ণনগরের অনাদি নগরের বাসিন্দা অমলবাবুর সঙ্গে পাশের পাড়ার কয়েক জনের বুধবার রাতে গণ্ডগোল হয়েছিল। এই দিন সন্ধ্যায় তারই জেরে এক দফা মারধর করা হয় অমলবাবুকে। রাতে চিকিৎসকের কাছ থেকে ফেরার সময়ে তাঁকে খুন করা হয়।
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নিখিল মাল (২৬)। তিনি খড়গ্রামের মারগ্রামের বাসিন্দা। প্রাথমিত তদন্তের পরে পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। বুধবার সন্ধ্যায় নিখিল কীটনাশক খায়। তাঁকে অসুস্থ অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। |