দক্ষিণাকালী পুজোর আলোয় ভাসছে রামপুরহাট
বলে ‘আমায় দ্যাখ’, ও বলে ‘আমায় দ্যাখ’। বৃহস্পতিবার শুরু হয়ে গেল এই সুস্থ প্রতিযোগিতা। চলবে পাঁচ দিন ধরে। প্রতিযোগিতার কেন্দ্রস্থল রামপুরহাট কামারপট্টি মোড় সংলগ্ন এলাকা। দক্ষিণাকালী মাতার পুজোকে ঘিরে আলোর এই প্রতিযোগিতায় সামিল হয়েছে চন্দননগরের আলোকশিল্পীরা।
রামপুরহাটে দক্ষিণাকালী মাতার পুজোর কেন্দ্রস্থল মূলত রামপুরহাট হাসপাতাল সংলগ্ন বাবলাকালী মাতার পুজো। বৃহস্পতিবার বিকেল থেকে সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। অন্যান্য বছর এই পুজো দেখার জন্য রাতভর মানুষের ঢল নামে। সেই জন্য এ বারও পুলিশ প্রশাসনকে হাসপাতাল মোড় সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হয়েছে। আগে হ্যাজাক আলো জ্বেলে পুজো হত। মন্দির প্রাঙ্গণ এলাকায় বসত যাত্রার আসর। যাত্রা পালার পাশাপাশি হ্যাজাকের দিন এখন চলে গিয়েছে। রকমারি আলোকসজ্জা এখানে ভিড় করেছে।
আলোয় সেজেছে পথঘাট। কামারপট্টি মোড়ে বৃহস্পতিবার। ছবি: সব্যসাচী ইসলাম।
তবে ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে লোটাস প্রেস মোড় সংলগ্ন উত্তরায়ণ ক্লাবের পরিচালনায় দক্ষিণাকালী পুজোয় এ বারে আলোকসজ্জার জন্য চন্দননগর থেকে ভোলানাথ দাসকে নিয়ে এসেছেন। ভোলানাথবাবু জানান, লোটাস প্রেস মোড় সংলগ্ন পুকুর পাড়ে এ বার আলোসজ্জা দেখানো হবে অ্যানাকোন্ডা গেটে কমিকস ওয়ার্ল্ডের থিম। পাশাপাশি থাকবে জিরাফের গেট, হিম্যাম, শক্তিমান, হনুমানের বুক চিরে ফুটে উঠছে রাম-সীতার রূপ। আবার পাকা দালানের মণ্ডপ লাগোয়া এলাকায় আছড়ে পড়ছে সুনামি। এ ছাড়া রয়েছে আরও অনেক কিছু।
এর পরে লোটাস প্রেস গলি ছাড়িয়ে কামারপট্টি মোড় থেকে ভাঁড়শালাপাড়া মোড় যাওয়ার রাস্তায় দেখা যাবে আলোয় উঠে এসেছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল গেট। সেই গেটকে ঘিরে রয়েছে হাতি, টিয়া, ডলফিনের সুউচ্চ গেট। কামারপট্টি মোড় ছাড়িয়ে দেশবন্ধু রোড়, কারামপট্টি মোড় থেকে মহাজনপট্টি মোড় যাওয়ার রাস্তায় দেখা যাবে কামারপট্টি যুবক বৃন্দের আলোকসজ্জা। এখানে হাজির চন্দননগরের মনোজ সাহার আলোর কারসাজি। এখানে ৩৬ ফুট উঁচু আলোর অভিযান থিম আকর্ষণীয় বিষয়। এই অভিযান থিমে দেখানো হয়েছে পাহাড় অভিযান, চন্দ্র অভিযান, সমুদ্র অভিযান। পাশাপাশি রয়েছে চারটি রকেট অভিযানের গেট। এখানেও পুকুরপাড়ে আলোর মাধ্যমে রাক্ষসীর মুখ থেকে আগুন বেরনো, কফিন থেকে কঙ্কাল বেরনো দেখানো হয়েছে। তবে মাটির হাঁড়ি, সরা, গ্লাস দিয়ে বিশালাকার গেট তৈরি হয়েছে মণ্ডপে ঢোকার আগে।
মূলত এই দু’টি মণ্ডপকে ঘিরে ৫ দিন ধরে ছোটখাটো খাবারের দোকান নিয়ে মেলা বসবে। এ ছাড়া, নিশ্চিন্তপুর নেতাজি ক্লাব আয়োজিত শ্রীফলা মোড় সংলগ্ন এলাকায় হয়েছে সুউচ্চ মণ্ডপ। সেখানেও আলোয় উদ্ভাসিত ছ’ফুঁকো থেকে শ্রীফলা মোড়। শ্রীফলার বুলেট সঙ্ঘ ও ব্যাঙ্ক রোডের মিতালি সঙ্ঘও পুজোর আয়োজন করেছে। সব মিলিয়ে দক্ষিণাকালী পুজোকে ঘিরে আলোর স্রোতে ভাসছে রামপুরহাট।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.