জঙ্গলমহলের বিডিওদের সঙ্গে বৈঠক বাতিল করলেন খাদ্যমন্ত্রী। আজ শুক্রবার দুপুরে পুরুলিয়ার সার্কিটহাউসে গণবন্টন ব্যবস্থা নিয়ে জেলার জঙ্গলমহলের বিডিওদের সঙ্গে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বৈঠক করার কথা ছিল। মাওবাদী নেতা কিষেনজি’র মৃত্যুর পরে মাওবাদীরা হামলা চালাতে পারে- এই আশঙ্কায় বিডিওদের সঙ্গে বৈঠক বাতিল করলেন খাদ্যমন্ত্রী। শুক্রবার পুরুলিয়ার সার্কিট হাউসে এসে তিনি জেলাশাসক অবনীন্দ্র সিংহকে বিডিওদের বৈঠকে আসতে নিষেধ করতে বলেন। পরে খাদ্যমন্ত্রী বলেন, “সার্কিট হাউসে বৈঠক সেরে বিডিওদের জঙ্গলমহলের রাস্তা ধরে ফিরতে অন্ধকার নেমে আসবে। ফলে তাঁদের নিরাপত্তা নিয়ে দুঃশ্চিন্তার কারণ রয়েছে। কিষেনজি’র মৃত্যুর পরিপ্রেক্ষিতে মাওবাদীরা ওদের উপরে হামলা চালাতে পারে। তাই তাঁদের ওই বৈঠকে আসতে নিষেধ করা হয়েছে।” জেলাশাসক বলেন, “মন্ত্রীর ওই নির্দেশ বিডিওদের জানিয়ে দেওয়া হয়েছে।”
|
বিধায়কের উপস্থিতিতে চাষিদের কাছ থেকে ধান কেনা শুরু হল বড়জোড়ায়। বড়জোড়ার একটি চালকলে এ দিন সকালে স্থানীয় তৃণমূল বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায় যান। সেখানে স্থানীয় চাষিরা ধান নিয়ে গিয়ে বিক্রি করেন। জেলা খাদ্য দফতর জানিয়েছে, ইতিমধ্যে জেলার বেশ কয়েকটি চালকলে ধান কেনা শুরু হয়েছে। জেলা খাদ্য নিয়ামক শঙ্করনারায়ণ বাঁকুড়া বলেন, “এই জেলায় ৮০টি চালকল রয়েছে। বেশ কয়েকটি চালকল ইতিমধ্যে ধান কেনা শুরু করেছে। বাকি চালকলগুলিও শীঘ্রই ধান কেনা শুরু করবে।” বড়জোড়ার বিডিও বলেন, “আমরা সহায়ক মূল্যে ধান কেনা শুরু করেছি। চাষিদের চেকের মাধ্যমে দাম দেওয়া হচ্ছে।” তিনি জানান, প্রথম দিনে ওই চালকলে ৭০ জন চাষি ধান বিক্রি করেছেন। বাঁকুড়া ডিস্ট্রিক্ট রাইসমিল অ্যাসোসিয়েশন সম্পাদক সুনীল সিংহ বলেন, “কয়েকটি এলাকায় ধান কেনা শুরু হয়নি। খুব শীঘ্রই সেই মিলগুলিতেও ধান কেনা শুরু হবে।”
|
বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে সূবর্ণরেখার পাড় থেকে গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজেশ মেহেতা (৪০)। তিনি ঝাড়খণ্ডের রাঁচি জেলার মুরির বাসিন্দা। পেশায় রেলকর্মী। বুধবার দুপুরে ঝালদা থানা এলাকার তুলিন লাগোয়া এলাকায় তাঁর দেহটি পড়ে ছিল। ওই যুবকের মাথায় গুলির ক্ষত ছিল। পুলিশ জানিয়েছে, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। একটি খুনের মামলা রুজু করা হয়েছে।
|
বাস থেকে নামার সময় সেই বাসেরই চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার রাতে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের উপরে ছড়রা মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম ফুচন বাউরি (৫০)। পুরুলিয়া ছড়রা গ্রামের বাসিন্দা। |