সিটুর একটি দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে। সিটুর নির্মাণকর্মী ইউনিয়নের বড়জোড়ার কাদাশোলের ওই কার্যালয়ে আগুনে বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায়। বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে সিপিএম অভিযোগ করেছে।
সিটু সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কর্মীরা সেখানে গিয়ে দেখেন মূল দরজা ভাঙা। অফিসের ভিতরে কয়েকজন কমিউনিস্ট নেতার ছবি, দলীয় পতাকা ও কিছু জরুরি কাগজপত্র পুড়ে গিয়েছে। সিপিএমের বড়জোড়া জোনাল কমিটির সম্পাদক তরুণ রাজের অভিযোগ, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। পুলিশের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছি। ঘটনায় তদন্ত দাবি করা হয়েছে।” তৃণমূলের বড়জোড়া ব্লক সভাপতি জহর বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমাদের দল এই ঘটনার সঙ্গে যুক্ত নয়।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
অন্য দিকে, এ দিন সকালে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের সদ্যজাতদের বিভাগে আগুন লেগেছে বলে আতঙ্ক ছড়ায়। পরে জানা যায়, শট্সার্কিটের ফলে টিউবলাইট থেকে ধোঁয়া বের হয়। তাতেই রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল সুপার পঞ্চানন কুণ্ডু বলেন, “শট্সার্কিটের কারণে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে কর্মীরা এসে প্রয়োজনীয় মেরামত করেন।” |