চালকল না থাকা এলাকাগুলিতে কোনও সংস্থার মাধ্যমে ধান কিনতে চেয়ে জেলাশাসককে প্রস্তাব দিল পুরুলিয়া জেলা রাইস মিলার অ্যাসোসিয়েশন।
পুরুলিয়া জেলার ২০টি ব্লকের মধ্যে আটটি ব্লকে ১২টি চালকল রয়েছে। বাকি ১২টি ব্লকে চালকল নেই। অন্য দিকে সরকার চালকলগুলি থেকেই চাষিদের কাছ থেকে ধান কেনা হবে বলে জানিয়েছে। বাড়ি থেকে অনেক দূরে চালকলগুলি থাকায় বহু চাষি সেখানে ধান বিক্রি করতে নিয়ে যেতে পারছেন না। তাই তাঁরা বাড়ির কাছে চাল কেনার ব্যবস্থা করার দাবি তোলেন।
পুরুলিয়া জেলা রাইস মিলার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক মনোজ ফোগলা বলেন, “জেলার ১২টি ব্লকে চালকল নেই। ওই সব এলাকার চাষিরা যাতে ব্লক সদরে ধান নিয়ে এসে বিক্রি করতে পারেন আমরা সেই প্রস্তাব জেলাশাসককে দিয়েছি। কোন সংস্থা ওই এলাকাগুলিতে ধান কিনবে প্রশাসন তা জানালে আমরা ওই সংস্থাকে ধান কিনতে টাকা দেব।” জেলাশাসক অবনীন্দ্র সিংহ বলেন, “চালকল মালিকদের সংগঠনের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছি। বিবেচনা করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”
প্রসঙ্গত আজ শুক্রবার, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পুরুলিয়ায় আসছেন। হুড়ায় তাঁর ধান কেনার কাজ পরিদর্শন করতে যাওয়ার কথা। পরে তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। |