দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। দু’টি দুর্ঘটনা ঘটেছে পুরুলিয়া জেলায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাস থেকে নামার সময় সেই বাসেরই চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ফুচন বাউরি (৫০) নামে এক ব্যক্তির। তিনি পুরুলিয়া মফস্সল থানার ছড়রা গ্রামের বাসিন্দা। বুধবার রাতে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের উপরে ছড়রা মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। ফুচনবাবু পুরুলিয়া-রঘুনাথপুর রুটের একটি বেসরকারি বাসের বাড়ি ফিরছিলেন। ছড়রা মোড়ে বাস থেকে নামার সময় তিনি পড়ে যান। সেই সময় বাসের চাকা তাঁর দেহের উপর গিয়ে চলে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। পুলিশ বাসটি আটক করেছে।
অন্য দিকে, বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে রঘুনাথপুর-সাঁওতালডিহি রাস্তায় পাড়া থানা এলাকায় দুবড়ার কাছে। পুলিশ মৃত যুবকের পরিচয় জানাতে পারেনি। এই ঘটনায় আরও এক যুবক জখম হয়েছেন। তাঁকে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন দুপুরে মোটরবাইকে ওই দুই যুবক রঘুনাথপুর থেকে সাঁওতালডিহিতে ফিরছিলেন। পথে দুবড়ার কাছে সামনে থেকে আসা কয়লার গুড়ো বোঝাই একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে পুলিশ তাঁদের দু’জনকে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, লরিটি আটক করা গেলেও চালক পালিয়েছে। |