অসুস্থ ছেলেকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার পথে ছিনতাইবাজদের কবলে পড়ল একটি পরিবার। টাকা-পয়সা, একাধিক মোবাইল ফোন, গয়না লুঠ করার পাশাপাশি সশস্ত্র দুষ্কৃতীরা পরিবারের সদস্যদের বেধড়ক মারধরও করে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ইলামবাজার থানা এলাকার পায়ের গ্রামের কাছে ইলামবাজার ও জয়দেব-কেঁদুলি রাস্তায়।
পুলিশ ও আক্রান্ত পরিবার সূত্রে জানা গিয়েছে, বোলপুর থানার মকরমপুরের বাসিন্দা, পেশায় ইসিএল কর্মী মহেন্দ্র নায়ক তাঁর ছেলে অসুস্থ ছোট ছেলেকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। ছোট গাড়িতে মহেন্দ্রবাবু, তাঁর স্ত্রী ও ছেলে এবং এক পারিবারিক বন্ধু ছিলেন। ওই গাড়ির পিছনে মোটরবাইকে যাচ্ছিলেন মহেন্দ্রবাবুর বড় ছেলে ও তাঁর বন্ধু। ইলামবাজার থেকে জয়দেব-কেঁদুলি রাস্তায় ঢোকার পরেই হঠাৎ গাড়ির চাকা পাংচার হয়। এর কিছু ক্ষণ পরেই ছিনতাইবাজেরা চড়াও হয় তাঁদের উপরে। মহেন্দ্রবাবু বলেন, “তখন রাত পৌনে ১২টা হবে। সময় কম লাগবে বলে দুর্গাপুরে যাওয়ার শর্টকাট রাস্তা ধরেছিলাম। চাকা পাল্টানোর পরে গাড়ি আর মোটরবাইক একসঙ্গে ছেড়েছিল। কিছু ক্ষণ পরে বড় ছেলেকে আর দেখা যাচ্ছে না দেখে গাড়ি ঘুরিয়ে পিছনে গিয়ে দেখি, বাইকটা রাস্তায় পড়ে আছে। ধানখেত থেকে গোঙানির শব্দ পাই। রক্তাক্ত অবস্থায় ছেলে ও তার বন্ধু পড়ে আছে। তাদের ঘিরে রয়েছে সশস্ত্র পাঁচ-ছ’জন দুষ্কৃতী। কিছু বোঝার আগেই দুষ্কৃতীরা হামলা চালায়। টাকা, মোবাইল কেড়ে নেয়।”
কোনও রকমে পুলিশকে খবর দেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। মহেন্দ্রবাবুর বড় ও ছোট ছেলে এবং ছেলের বন্ধুকে দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালেই ভর্তি করানো হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|