চাল না পেয়ে খাদ্যমন্ত্রীর গাড়ি আটকালেন বৃদ্ধ |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম ও মেদিনীপুর |
ছ’মাস ধরে অন্নপূর্ণা প্রকল্পের চাল পাননি অভিযোগ তুলে খাদ্যমন্ত্রীর পথ আটকালেন জঙ্গলমহলের এক বৃদ্ধ।
জঙ্গলমহল সফরের জন্য বুধবার রাতে মেদিনীপুরে পৌঁছন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার সকালে মেদিনীপুর সার্কিট হাউসে বৈঠকের পরে ঝাড়গ্রামে যান তিনি। বিনপুর থানার দহিজুড়িতে একটি গুদাম পরিদর্শন করে ঝাড়গ্রামে ফেরার পথে তাঁর গাড়ি আটকান শেখ ইনসাদ নামে স্থানীয় ওই বৃদ্ধ। মন্ত্রীকে তিনি জানান, অন্নপূর্ণা প্রকল্পে বরাদ্দ বিনা মূল্যের ১০ কেজি চাল গত ছ’মাস ধরে মিলছে না। সংবামাধ্যমের সামনে বিব্রত মন্ত্রী তড়িঘড়ি আশ্বাস দেন, “কালই লালগড়ের বিডিও চাল দেওয়ার ব্যবস্থা করবেন।” |
|
জঙ্গলমহলে বৈঠক খাদ্যমন্ত্রীর। নিজস্ব চিত্র। |
ক্ষমতায় এসে জঙ্গলমহলের দরিদ্রদের ২ টাকা কেজি দরে চাল দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো নতুন রেশন কার্ড তৈরির কাজ শুরু হয় তড়িঘড়ি। পশ্চিম মেদিনীপুরে প্রায় ৫ লক্ষ ৮০ হাজার মানুষকে চিহ্ণিত করা হয়েছে ওই দরে চাল দেওয়ার জন্য। কিন্তু এখনও পর্যন্ত কার্ড বিলি হয়েছে মাত্র ১ লক্ষ ৫ হাজারের মতো। এ দিন মেদিনীপুরে খাদ্যমন্ত্রী দ্রুত ওই কার্ড বিলির নির্দেশ দেন। তবে যাঁদের ওই রেশন কার্ড রয়েছে, তাঁরাও গত তিন সপ্তাহ ধরে চাল পাচ্ছেন না বলে অভিযোগ। অভিযোগ, অন্ত্যোদয় ও অন্নপূর্ণা প্রকল্পের চাল বিলিও বন্ধ। তবে জেলায় চাল নিয়ে যে সমস্যা, তা কয়েক দিনের মধ্যেই মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী। |
|