টুকরো খবর |
পিংলার তৃণমূল নেতাকে বহিষ্কারের দাবি দলেই |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
একটি বেসরকারি সংস্থায় চাকরি দেওয়ার নাম করে বেকার যুকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পিংলা ব্লক তৃণমূলের আহ্বায়ক গৌতম জানার বিরুদ্ধে। এই প্রেক্ষিতে গৌতমবাবুকে দল থেকে বহিষ্কারের দাবি তুলেছেন স্থানীয় তৃণমূল নেতারা। সম্প্রতি ব্লকের দলীয় পর্যবেক্ষক বিবেক মুখোপাধ্যায় পিংলায় গিয়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে দলের অধিকাংশ সদস্যই গৌতমবাবুকে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন। বিবেকবাবু জানিয়েছেন, “জেলা নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি। এ বার জেলা নেতৃত্ব ঠিক করবেন, গৌতমবাবুর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে।” পিংলার তৃণমূল নেতা মহম্মদ মহসিন বলেন, “জেলা নেতৃত্বের কাছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানিয়েছি। কারণ, অযথা এই নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাতে দলেরই ক্ষতি হচ্ছে।” জেলা নেতৃত্ব অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। একটি বেসরকারি সংস্থায় চাকরি দেওয়ার নাম করে লক্ষ-লক্ষ টাকা তোলার অভিযোগ ছিল গৌতমবাবুর বিরুদ্ধে। গৌতমবাবু বলেন, “ওই সংস্থার সম্পাদক হিসাবে যুক্ত ছিলাম আমি। কিন্তু আমি টাকা তুলিনি। সংস্থাটি বেকার যুবকদের কাজ দেবে বলে এখনও কাজ দিতে পারেনি এটা ঠিক। তবে শীঘ্রই কাজ দেবে বলেও জানিয়েছে।”
|
শিলদা-মামলার বিচার শুরু ১৬ থেকে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
১৬ ডিসেম্বর থেকে শিলদা-মামলার বিচার শুরু হচ্ছে মেদিনীপুরের ষষ্ঠ অতিরিক্ত জেলা-দায়রা বিচারক শুভেন্দু সামন্ত-র এজলাসে। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক মির দারাশেখো। মামলাটি বিচারের জন্য আগেই ঝাড়গ্রামের এসিজেএম আদালত থেকে মেদিনীপুর দায়রা আদালতে পাঠানো হয়েছিল। প্রয়োজনীয় সব কাগজপত্র না-থাকায় অবশ্য মামলাটি এক দফা ঝাড়গ্রামে ফেরৎ পাঠানো হয়। তার পর ফের মেদিনীপুর আদালতে আসে মামলাটি। জেলা-দায়রা বিচারকের এজলাসে বৃহস্পতিবারই এই মামলায় জেলবন্দি ১৬ জনকে হাজির করানো হয়। ষষ্ঠ অতিরিক্ত জেলা-দায়রা বিচারকের এজলাসে মামলাটি পাঠানোর নির্দেশ দেন জেলা-দায়রা বিচারক। ১৬ ডিসেম্বর দিন ধার্য হয়। সেখানেই এ বার চার্জগঠনের প্রক্রিয়া শুরু হবে। ২০১০-এর ১৫ ফেব্রুয়ারি শিলদায় ইএফআর-শিবিরে মাওবাদী হামলার ঘটনায় চার দফায় মোট ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি।
|
উদ্ধার দুই শিশু |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
রাস্তায় উদ্ভ্রান্ত ভাবে ঘুরে বেড়াচ্ছিল দুই ভাই। তাদের উদ্ধার করে মেদিনীপুর চাইল্ড লাইনের হাতে তুলে দিল পুলিশ। বুধবার সন্ধ্যায় ক্ষীরপাই শহরের হালদারদিঘি মোড়ে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ওই দুই শিশু তাদের পরিচয় জানাতে পারেনি এখনও। সম্পর্কে দুই ভাই। বড় ভাইয়ের বয়স পাঁচ বছর। কোনও ভাবে সে জানিয়েছে, তার নাম রূপচাঁদ সরেন। তার ভাই অর্জুনের বয়স সাড়ে তিন বছর। সে কথাও বলতে পারে না ঠিক ভাবে। বাবার নাম ভরত সরেন বলে জানালেও কোথায় থাকে তা বলতে পারেনি রূপচাঁদ।
এ দিকে, বুধবারই চন্দ্রকোনা থানার শ্রীনগর মনসা মন্দিরে দেড় মাসের এক শিশুকন্যাকে ফেলে চলে গিয়েছিল কে বা কারা। কান্না শুনে ছুটে আসে আশপাশের লোক। পরে স্থানীয় দম্পতি উদয় ও প্রতিমা সরকার ওই শিশুকন্যাকে নিজের বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার ওই শিশুকে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দেয়।
|
তথ্য কমিশনারের বৈঠক তমলুকে |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
|
রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের বৈঠক |
তথ্য জানার অধিকার আইন কার্যকরী করার বিষয়ে সরকারি কর্মী-আধিকারিকদের সদর্থক ভূমিকা নিতে বললেন মুখ্য তথ্য কমিশনার সুজিত সরকার। বৃহস্পতিবার তমলুকে, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক সভাকক্ষে বৈঠক করেন তিনি। মুখ্য কমিশনার বলেন, “সাধারণ মানুষের তথ্য জানার অধিকার সুনিশ্চিত করতে সাহায্যের হাত করতে হবে সরকারি কর্মীদের। এ নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এ দিনের বৈঠক। অন্য জেলাতেও বৈঠক হয়েছে।”
|
সহায়ক মূল্যে ধান কেনা নিয়ে বৈঠক |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
সরকার নির্ধারিত সহায়ক মূল্যে ধান বিক্রি নিয়ে বৃহস্পতিবার বৈঠক হল পাঁশকুড়ার মেচগ্রামে। দ্রুত ধান কেনা হবে বলে খাদ্য দফতর থেকে আশ্বাস দেওয়া হলেও এ দিনের বৈঠকে সমবায় সমিতি ও চালকলের চূড়ান্ত তালিকা স্থির হয়নি। এই নিয়ে ফের একটি বৈঠক হবে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা। এ দিন উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা, খাদ্য কর্মাধ্যক্ষ মিঠু অধিকারী, কৃষি কর্মাধ্যক্ষ বিমল নন্দী, জেলার খাদ্য নিয়ামক নসরৎ হোসেন খান প্রমুখ। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই পুরোদমে সহায়ক মূল্যে চাল কেনা শুরু হেবে বলে আশ্বাস দেন তাঁরা। তার আগেই চাষি এবং চালকল, সমবায় সমিতিগুলিকে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে বলা হয়েছে। প্রথম দফায় ফেব্রুয়ারি পর্যন্ত ধান কেনা হবে। ধান পরিবহণের খরচ বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
|
হলদিয়ায় বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
সিপিএমের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের স্বেচ্ছাসেবী সংস্থা ‘আইকেয়ার’ পরিচালিত হলদিয়ার বি সি রায় মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিলের সম্ভাবনায় ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে ৮৮ জন ছাত্রছাত্রীর। এ জন্য পরিচালক সংস্থা এবং প্রাক্তন সাংসদকেই দায়ী করে বৃহস্পতিবার বিকেলে বানবিষ্ণুপুরে ওই কলেজের সামনে বিক্ষোভ দেখাল ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’। অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে উপস্থিত ছিল পুলিশও। একই ভবনে মেডিক্যাল ও ডেন্টাল কলেজ চালানো নিয়ে বিপত্তি এই প্রতিষ্ঠানে। প্রাক্তন সাংসদ ও তাঁর সংস্থার ‘প্রতারণামূলক’ আচরণই এ জন্য দায়ী বলে দাবি কমিটির। ইতিমধ্যেই কলেজের ‘এসেন্সিয়ালিটি সার্টিফিকেট’ বাতিল করেছে রাজ্য সরকার। রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ও অনুমোদন বাতিলের প্রক্রিয়া শুরু করেছে। এর বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আইকেয়ারের তরফে সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয়েছিল, তাও বুধবার খারিজ করেছে দেশের শীর্ষ আদালত। অনিশ্চিত হয়ে পড়েছে ৮৮ জন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। বৃহস্পতিবার কমিটির বিক্ষোভ সমাবেশে লক্ষ্মণবাবুর গ্রেফতারেরও দাবি ওঠে।
|
তৃণমূলের সভা |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
২০১০ সালের ২৪ নভেম্বর খেজুরিতে হামলা চালানোর অভিযোগ উঠেছিল সিপিএমের বিরুদ্ধে। এক বছর পরে তারই প্রতিবাদে কামারদায় ধিক্কার সভা করল তৃণমূল। কামারদা মাঠে আয়োজিত এই সভায় প্রধান বক্তা ছিলেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “খেজুরির জনগণই সিপিএমকে তাড়িয়ে বিপ্লব করেছেন। সিপিএমের বড় বড় নেতারা এখন জেলে যাচ্ছেন। সুশান্ত ঘোষ জেলে। দীপক সরকারও যাবেন কিছু দিনের মধ্যেই। আর লক্ষ্মণ শেঠ তো পা বাড়িয়ে রয়েছেন।” হিমাংশু দাস বিজন রায়দের মতো খেজুরির সিপিএম নেতারাও শীঘ্র কারাগারে যাবে বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু। এ দিনের সভায় জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, বিধায়ক সমরেশ দাস, অর্ধেন্দু মাইতি, দিব্যেন্দু অধিকারী, ফিরোজা বিবি ছাড়াও নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের, শেখ সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
|
দুর্ঘটনায় জখম ২ |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দুর্ঘটনায় জখম হলেন পেটুয়াঘাট মৎস্য বন্দরের এক আধিকারিক ও কর্মী। বুধবার দুপুরে কাঁথি দেশপ্রাণ ব্লকের পেটুয়াঘাটের কাছেই দুর্ঘটনাটি ঘটে। মোটর সাইকেলে চেপে কর্মস্থলে যাচ্ছিলেন আধিকারিক প্রদ্যুৎ পাহাড়ি ও মুক্তিপদ পাত্র। সামনে একটি সাইকেল চলে এলে নিয়ন্ত্রণ হারায় মোটর সাইকেলটি। জখম দু’জনকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দু’জনকেই কলকাতায় পাঠানো হয়েছে। |
|