l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
কৃষিঋণে কোপ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা
গৌতম বন্দ্যোপাধ্যায় • চুঁচুড়া
সরকারি নির্দেশিকা ছাড়াই চাষিদের দেয় কৃষিঋণ থেকে ২৫ শতাংশ কেটে নেওয়ার নির্দেশ দিল হুগলি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক। ওই ব্যাঙ্কের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সেই মর্মে জেলার প্রতিটি শাখায় নোটিস পাঠিয়েছেন। এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষুব্ধ চাষিরা সমবায় ব্যাঙ্কের বিভিন্ন শাখায় বিক্ষোভ শুরু করেছেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত? কৃষিবিমার খাতে চাষিদের ঋণ থেকে ৪.৮৫ শতাংশ হারে কেটে নেয় সংশ্লিষ্ট ব্যাঙ্ক। কিন্তু এ বার সেই হার আরও বাড়তে পারে বলে ধারণা ব্যাঙ্ক কর্তৃপক্ষের। হুগলি জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সিইও সুজন সরকার বলেন, “অ্যাগ্রিকালচার ইনসিওরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া চাষিদের কৃষি বিমার বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি। জানা গিয়েছে, বিমার টাকার অঙ্ক বাড়তে পারে। তাই ২৫ শতাংশ টাকা কেটে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিমার অঙ্ক জানার পরে বাকি টাকা চাষিদের ফেরত দেওয়া হবে।” সমবায় ব্যাঙ্ক জেলায় চাষের মরসুমে অন্তত দেড় লক্ষ চাষিকে কৃষিঋণ দিয়ে থাকে। ওই নোটিসের (মেমো নাম্বার-১৯৩৯/৩১) বিষয়টি জানাজানি হতেই চাষিদের মাথায় হাত। প্রতিবাদে জাঙ্গিপাড়ায় ব্যাঙ্কের একটি শাখায় ধর্মঘট শুরু হয়েছে। তারকেশ্বরে ব্যাঙ্কের একটি শাখায় বিক্ষোভ দেখান চাষিরা। পরিস্থিতি এমন যে, নোটিস কার্যকর না করার ব্যাপারে প্রতিশ্রুতি দিতে বাধ্য হন ব্যাঙ্কের কর্তারা। সুজনবাবুও বলেছেন, “বিষয়টি নিয়ে আমরা নতুন করে চিন্তাভাবনা করছি।”
বিস্তারিত...
দুঃখ ভুলে ভাইফোঁটার আনন্দে মেতে
উঠল খাজুরডিহির বৃদ্ধাশ্রম
সৌমেন দত্ত • কাটোয়া
হুইল চেয়ারে বসে ভাইদের কপালে ফোঁটা দিতে দিতে কেঁদে ফেললেন বিমলাদেবী। শুক্রবার কাটোয়ার খাজুরডিহি গ্রামের আনন্দ নিকেতনের বৃদ্ধাশ্রমে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ভাইফোঁটার অনুষ্ঠান হয়। ওই বৃদ্ধাশ্রমে ১৫ জন বৃদ্ধ ও ১০ জন বৃদ্ধা রয়েছেন। আনন্দ নিকেতন হোমের মানসিক ভারসম্যহীন শিশুরাও এ দিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিল। বিমলা চক্রবর্তীর বাড়ি জামশেদপুরে। শিক্ষকতা করতেন। গত আট বছর ধরে তাঁর ঠিকানা বৃদ্ধাশ্রম। তাঁর কাছ থেকে যাঁরা ফোঁটা নিলেন সেই ভাইয়েরাও ওই বৃদ্ধাশ্রমেরই বাসিন্দা। বিমলাদেবী বলেন, “ভাইফোঁটা নিয়ে অনেক টুকরো টুকরো স্মৃতি চোখের সামনে ভসে ওঠে। সেই স্মৃতি অবশ্য কারও সঙ্গে ভাগ করে নিতে চান না তিনি। তিনি মনের কথা মনের ভিতরেই রাখতে চান। বর্ধমানের বাসিন্দা প্রদীপ বিশ্বাস শিক্ষক ছিলেন। এখন তিনি বৃদ্ধাশ্রমেই থাকেন। তাঁর কথায়, “এই ধরনের অনুষ্ঠান হলে বাড়ির একটা অনুভূতি পাই, যা বেশ ভাল লাগে।” ভাইফোঁটার অনুষ্ঠান ঘিরে এ দিন সকাল থেকেই ব্যস্ততা ছিল তুঙ্গে। সকালে উঠে স্নান করে তৈরি হয়ে যান সকলে। বেলা ১২টা নাগাদ শুরু হয় অনুষ্ঠান। সমস্ত নিয়ম মেনে ভাইদের অক্ষয়-আয়ু কামনা করেন বোনেরা।
বিস্তারিত...
‘স্বশক্তিকরণ’ প্রকল্পে ব্যর্থ ৩৩টি পঞ্চায়েত
নিজস্ব সংবাদদাতা • তমলুক
উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে অতিরিক্ত অর্থ বরাদ্দ করে পঞ্চায়েতগুলির ক্ষমতা বৃদ্ধির কর্মসূচি নিয়েছিল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। ‘গ্রাম পঞ্চায়েতের প্রাতিষ্ঠানিক স্বশক্তিকরণ’ নামে এই প্রকল্পে পূর্ব মেদিনীপুরের ফল রীতিমতো হতাশাজনক। অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য প্রয়োজনীয় শর্তপূরণ না হওয়ায় প্রকল্প থেকে ছিটকে গিয়েছে জেলার ৩৩টি পঞ্চায়েত। শুধু ২০১১-১২ আর্থিক বছরে নয়, আগামী অর্থবর্ষেও এই প্রকল্পের অধীনে থাকার যোগ্যতা হারিয়েছে সংশ্লিষ্ট পঞ্চায়েতগুলি। স্বশক্তিকরণ কর্মসূচির আওতায় থাকা জেলায় গ্রাম পঞ্চায়েতগুলির বেশ কিছু দুর্বলতা রয়েছে বলে স্বীকার করেছেন তৃণমূল পরিচালিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেনও। তিনি বলেন, “অধিকাংশ পঞ্চায়েত প্রথম কিস্তিতে প্রাপ্ত টাকা খরচ করতে পারলেও বেশ কিছু পঞ্চায়েত নিজেদের ব্যর্থতার জন্য তা পারেনি। এই প্রকল্পে অন্তর্ভুক্ত সমস্ত পঞ্চায়েতের প্রধানদের নিয়ে আগামী সপ্তাহে বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”এই প্রকল্পে বরাদ্দ অর্থে মূলত গ্রামের রাস্তা তৈরি, খাল সংস্কার, নদীবাঁধ মেরামত, বনসৃজন-সহ পঞ্চায়েত অফিসের পরিকাঠামোর উন্নয়নের সুযোগ রয়েছে।
বিস্তারিত...
তৈরিই হল না রান্নাঘর, ‘খরচ’ নাকি ৬ লক্ষ টাকা
নিজস্ব সংবাদদাতা • হুড়া
প্রাথমিক স্কুলে মিড-ডে মিলের ‘কিচেন শেড’ (রান্নাঘর) নির্মাণে আর্থিক দুর্নীতি ধরা পড়ার প্রেক্ষিতে এক প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েতের তিন কর্মীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন হুড়ার বিডিও বিশ্বনাথ রক্ষিত। হুড়া ব্লকের লক্ষ্মণপুর পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম প্রধান ভাগ্যবতী মাহাতো, ওই পঞ্চায়েতের নির্বাহী সহায়ক বংশীধর দাস এবং অন্য দুই কর্মী সুধীর রায় ও দিলীপ রায়ের বিরুদ্ধে হুড়া থানায় এফআইআর করেছেন। বিডিওর দাবি, “তদন্তে দেখা গিয়েছে, ওই চার জন সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত।” পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা পলাতক। তাই কাউকেই গ্রেফতার করা যায়নি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০০৭-’০৮ আর্থিক বছরে লক্ষ্মণপুর গ্রাম পঞ্চায়েতের ২০টি প্রাথমিক স্কুলে মিড-ডে মিল রান্নার জন্য ‘কিচেন শেড’ নির্মাণে মোট ১৯ লক্ষ ১৪ হাজার ৪৬০ টাকা বরাদ্দ হয়েছিল। ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি লক্ষ্মণপুর গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে প্রথম পর্যায়ে ১২ লক্ষ টাকার চেক জমা পড়েছিল তৎকালীন প্রধান ভাগ্যবতীদেবীর নামে।
পঞ্চায়েত ৬ লক্ষের কিছু বেশি টাকা তুলে নিলেও ‘কিচেন শেড’ তৈরি করেনি। এই পঞ্চায়েতের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ প্রথম করেন এ বার বিধানসভা ভোটে কাশীপুর কেন্দ্রের নির্দল প্রার্থী দিলীপ মাহাতো। পরে একই অভিযোগ জানিয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থার দাবি তোলেন কাশীপুরের তৃণমূল বিধায়ক স্বপন বেলথরিয়া।
বিস্তারিত...
বাইক দুর্ঘটনায় উঃবঙ্গে মৃত ছয় যুবক
নিজস্ব প্রতিবেদন
উত্তরবঙ্গের তিন জেলায় ৩টি পৃথক মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ যুবকের। বৃহস্পতিবার জলপাইগুড়ি, মালদহ ও দার্জিলিং জেলায় ঘটনাগুলি ঘটেছে। পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ থানার ভুটকি এলাকায়। ওই দিন সকাল সাড়ে ১০টা নাগাদ শিলিগুড়ির নবগ্রামের বাসিন্দা নির্মল সেন (২২) ধূপগুড়ি থেকে ফিরছিলেন। সেই সময় শিলিগুড়ি-জলপাইগুড়ি সড়কে তাঁর মোটর বাইকের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। শুক্রবার সকালে শিলিগুড়ির একটি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার একবর্ণা এলাকায়। সেখানে কালীপুজোর মেলা দেখে মোটর বাইকে চড়ে ফেরার সময়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, তাঁদের নাম তাপস মণ্ডল (২১) ও তুষার মণ্ডল (১৮)। তাঁরা সম্পর্কে মামাতো-পিসতুতো ভাই। ওই মোটর বাইকের তৃতীয় আরোহী বন্ধন মণ্ডলকে মালদহ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তাপস মালদহের গৌড় মহাবিদ্যালয়ের ইতিহাস অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র ও তুষার সাট্টারি হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক পলাতক।” আরোহীদের কারও মাথায় হেলমেট ছিল না।
বিস্তারিত...
ফোঁটা দিয়ে আক্ষেপ ঘুচল কুষ্ঠ কলোনির ‘দিদিদের’
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া ও বিষ্ণুপুর
পার হয়ে গিয়েছে কত ভাইফোঁটার দিন। কিন্তু ভাইদের কপালে ফোঁটা দেওয়া হয়নি। কুষ্ঠ কলোনির ছোট্ট বাড়িতে বসে ভাই-দাদাদের কথা মনে করে চোখের জল ফেলাই সার হয়েছে। দাদা-ভাইরা ফিরেও তাকায়নি তাঁদের কুষ্ঠ রোগাক্রান্ত দিদি-বোনেদের দিকে। কলোনির পুরুষদেরও একই দুঃখ। বাড়ি থেকে দিদি বা বোন ফোঁটা দিতে আসেনি। তবে, শুক্রবার তাঁদের সেই দুঃখ অনেকটাই কেটে গেল। বাঁকুড়ার মঙ্গলচণ্ডী ও কল্যাণপুর কুষ্ঠ কলোনির মহিলারা কলোনির দাদা-ভাইদের ফোঁটা দিলেন। কিছুটা হলেও তাঁদের মনের আক্ষেপ দূর হল। বিষ্ণুপুর মহকুমা সংশোধনাগারের বন্দিদেরও এ দিন ফোঁটা দেওয়া হয়। এ দিন সকাল সকাল স্নান করে পরিষ্কার কাপড় পরেছিলেন ওঁরা। থালায় প্রদীপ, ধান, দূর্বা ও মিষ্টি সাজিয়ে দাদা-ভাইদের জন্য অপেক্ষা করছিলেন কুষ্ঠ কলোনির বাসিন্দা লতিকা সিং, লক্ষ্মী ধর, মালা মাহাতো, রেখা বেরা-সহ অনেকে। তাঁদের কুষ্ঠ কলোনির দাদা-ভাইরাও তত ক্ষণে স্নান সেরে পরিস্কার পোশাক পরে জড়ো হচ্ছিলেন।
মঙ্গলচণ্ডী কলোনির ফাঁকা মাঠে ভাইফোঁটা দেওয়ার আসর বসেছিল। দাদা-ভাইরা পাশাপাশি বসলেন। তাঁদের কপালে ফোঁটা দিলেন দিদি-বোনেরা।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
স্ত্রীকে মেরে আত্মহত্যার
চেষ্টা স্বামীর
আর ফোঁটা নিতে আসবে না
বাচ্চু, প্রলাপ দিদিদের
দক্ষিণবঙ্গ
অন্যায়ের প্রতিবাদ করায় এ বার প্রহৃত কংগ্রেস নেতা
হুগলিতে সংখ্যায় বাড়ছে
স্বনির্ভর গোষ্ঠী, প্রকল্প
রূপায়ণ নিয়ে প্রশ্ন
বর্ধমান
নিখোঁজ খণ্ডঘোষের ছাত
তিন বছর পরে খুদেদের
কাছে ফোঁটা পেলেন
পাঁচ ঢাকি ভাই
পুরুলিয়া
রাস্তা খারাপ, পাত্রসায়রে
ক্ষুব্ধ বাসিন্দা
ফোঁটার সঙ্গে পেন,
পেনসিল পেল সাবিররা
মুর্শিদাবাদ
ধুতির পাড়ে কবিতা লিখিয়ে
রানির উপহার ভাইকে
উৎসবের বাণিজ্যলগ্নে বাধা
সেই পরিকাঠামোর অভাবই
মেদিনীপুর
অন্য কঙ্কাল-কাণ্ডে
ফের হাজতে কালিদাস
সেচ-সঙ্কট, আশঙ্কা
বাড়ছে খরিফ চাষে
কলকাতা
৩২.৪ /২০.৪
আজকের দিনে
• ১৯৬৯:
আরপানেটের আবিষ্কার।
• ১৯৮১:
অভিনেত্রী
রীমা সেনের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
যত্ন-নিষ্ঠা-ভক্তি নিয়ে প্রস্তুত হয় মাতৃ আরাধনার ভোগ প্রসাদ। এক এক বাড়ির ভোগের পদ এক এক রকম। এমনকী পুজো কমিটিগুলোরও থাকে ভিন্ন ভিন্ন পদ। পৃথিবীর নানা প্রান্তের বেশ কয়েকটি পুজোর বিশেষ কয়েকটি পদ নিয়ে মাঝ মাসের হাওয়াবদলে নিবেদিত হল
ভোগ-ব্যঞ্জন
— সঙ্গে অন্য খবরের খাজানা নিয়ে
সংবাদের হাওয়াবদল
।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.