|
|
|
|
ব্যারাকপুরে শিল্পীর গাড়ি ভাঙচুর |
অন্যায়ের প্রতিবাদ করায় এ বার প্রহৃত কংগ্রেস নেতা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিগৃহীত হওয়া এখন কার্যত নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে উত্তর ২৪ পরগনায়। কালীপুজোর রাতে বাগদার আরামডাঙা গ্রামে ৬৫ বছরের প্রৌঢ়া শোভারানি ঘরামি বা বারাসতের কদম্বগাছিতে তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল মতিন, তাঁর স্ত্রী ও ছেলে মহম্মদ আনিসুর রহমান বাড়ির পাশে জুয়ার ঠেক বসার প্রতিবাদ করে মার খাওয়ার পরে বাদ গেল না ব্যারাকপুরও।
এক শিল্পীর গাড়ির কাচ ভাঙার প্রতিবাদ করতে গিয়ে এ বার প্রহৃত হলেন ব্যারাকপুরের এক কংগ্রেস কাউন্সিলর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, ব্যারাকপুরের ১৫ নম্বর রেলগেটের কাছে। গুরুতর জখম অবস্থায় ওই কাউন্সিলর এলাকার একটি নার্সিংহোমে ভর্তি। ঘটনার প্রতিবাদে শুক্রবার ওই অঞ্চলে কংগ্রেসের ডাকে ব্যবসা বন্ধ হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ ১৫ নম্বর রেলগেটের কাছে একটি পুজোমণ্ডপের সামনে জলসা চলছিল ব্যারাকপুর পুরসভার কাউন্সিলর প্রদীপ ঘোষের উদ্যোগে। অভিযোগ, জলসায় আসা এক গায়িকার গাড়িতে হামলা চালায় দু’টি অটোয় চেপে আসা প্রায় ১২ জন যুবক। অটো দু’টিকে ধাক্কা দিয়ে গাড়িটি পালিয়ে এসেছে, এই অভিযোগে ওই যুবকদের সঙ্গে গাড়িচালকের হাতাহাতি বেধে যায়। নিগৃহীত হন গাড়ির অন্য আরোহীরা। অটোয় থাকা যুবকেরা সকলে মত্ত অবস্থায় ছিল বলে অভিযোগ। গাড়ির কাচ ভাঙচুর করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রদীপবাবু ও তাঁর এক সঙ্গী। তখনই প্রদীপবাবুর উপরে চড়াও হয় নেশাগ্রস্ত চার যুবক। অভিযোগ, মাটিতে ফেলে বেধড়ক মারা হয় তাঁকে। প্রদীপবাবুর একটি চোখে গুরুতর চোট লেগেছে। তবে, শব্দবিধি ভেঙে মাঝরাত পর্যন্ত কী ভাবে জলসা চলছিল, সে প্রশ্নও উঠেছে।
এ দিকে, কাউন্সিলরের প্রহৃত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন এলাকার লোকজন। ওই চার যুবককে ধরে ফেলেন তাঁরা। শুরু হয় গণপিটুনি। ঘটনার সময়ে ওই এলাকায় টহল দিচ্ছিলেন টিটাগড় থানার আইসি শুভাশিস চৌধুরী। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে তিনি চার যুবককে গ্রেফতার করেন। প্রদীপবাবুর চিকিৎসার ব্যবস্থা করেন। পুলিশ সূত্রের খবর, ধৃতেরা কাশীপুরের বাসিন্দা। ওই রাতে বারাসতে কালীপুজো দেখতে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। ব্যারাকপুর স্টেশন থেকে দু’টি অটো ভাড়া করে রওনা দিয়েছিল তারা।
শুক্রবার নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, প্রদীপবাবু আপাতত বিপন্মুক্ত। তবে তাঁর ডান চোখটি ক্ষতিগ্রস্ত হয়েছে। চোখের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। স্থানীয় কংগ্রেস নেতা সম্রাট তপাদার বলেন, ‘‘নিজের আয়োজিত অনুষ্ঠানে আসা এক গায়িকার গাড়িতে ভাঙচুর ও নিগ্রহের খবর পেয়ে প্রদীপদা ছুটে যান। নিজের এলাকায় বহিরাগত কিছু যুবকের হাতে প্রদীপদা এ ভাবে মার খাবেন, এটা ভাবতে পারছি না। আমরা বন্ধ ডাকলেও ভাইফোঁটা বলে মিষ্টির দোকান ও ওষুধের দোকানকে বন্ধের আওতায় রাখিনি।’’ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান, তৃণমূলের উত্তম দাস বলেন, ‘‘এটা বিক্ষিপ্ত ঘটনা। প্রদীপকে যে ভাবে মারা হয়েছে, তা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশকে বলেছি কড়া ব্যবস্থা নিতে।’’
অন্য দিকে, বৃহস্পতিবার রাতে শ্যামনগরের ঝাউতলায় একটি জলসায় অশালীন আচরণের অভিযোগকে ঘিরে স্থানীয় দু’টি ক্লাবের সদস্যদের মধ্যে প্রবল হাতাহাতি হয়। তাতে দু’পক্ষের সাত জন জখম হন। অভিযোগ, তিনটি বাড়িতেও হামলাও হয়। ঘটনাস্থলে যান ব্যারাকপুরের এসডিপিও অমিতকুমার সিংহ। এই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, কালীপুজোয় ব্যারাকপুর শিল্পাঞ্চলে বাইক-বাহিনীর দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় পুলিশও বেশ উদ্বিগ্ন। এসডিপিও বলেন, ‘‘শিল্পাঞ্চল জুড়েই কম-বেশি শব্দবাজি ফেটেছে। বীজপুর থেকে জগদ্দল পর্যন্ত এলাকায় আমরা বেশি করে নজরদারি চালাচ্ছি।’’ |
|
|
|
|
|