l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
‘শহিদ-তনয়া’র জীবন থেমে
সেই নন্দীগ্রামের আবর্তেই
সন্দীপন চক্রবর্তী • কলকাতা
বিমানসেবিকা হতে চাওয়া এক তরুণীর জীবন-উড়ান থমকে দিয়েছে নন্দীগ্রাম! আসলে থমকে দিয়েছে নন্দীগ্রাম এবং সিপিএমের যুগলবন্দি! ‘নন্দীগ্রামের মেয়ে’ আর ‘সিপিএমের ঘর’ এই পরিচয়ই তাঁর জীবনের রানওয়ে আগলে দাঁড়িয়ে পড়ল? উত্তর হাতড়াচ্ছেন কলকাতা থেকে এয়ারহস্টেসের ট্রেনিং কোর্স শেষ করা মধুশ্রী সামন্ত! প্রায় পাঁচ বছর আগে যে ভোররাতে জমি-আন্দোলনে প্রথম ‘লাশ’ দেখেছিল নন্দীগ্রাম, সেই ভোরেই গুড় জ্বাল দেওয়ার শালতিতে চেপে তালপাটি খাল পেরিয়ে পড়িমরি পালিয়েছিলেন মধুশ্রী। তখন তিনি দশম শ্রেণির ছাত্রী। মধুশ্রীর বাবার নাম? নন্দীগ্রামে সিপিএমের প্রথম ‘শহিদ’, শঙ্কর সামন্ত। ভাঙাবেড়ায় খালের ধারে সেই পরিচিত বাড়িটির বাসিন্দা। ২০০৭-এর ৭ জানুয়ারি ভোর রাতে শেখ সেলিম, ভরত মণ্ডল আর বিশ্বজিতের মৃত্যুর ঘটনায় ওই বাড়ি থেকেই গুলি চলেছিল বলে অভিযোগ তুলেছিল জনতা। এক দিকে উত্তপ্ত নন্দীগ্রাম। তারই মাঝে মাধ্যমিক পরীক্ষায় বসেছেন পিতৃহারা কন্যা। তার পরে উচ্চ মাধ্যমিক পেরিয়ে এয়ারহস্টেস ট্রেনিং কোর্স শেষ করে চাকরির প্রস্তাব এসেছিল মধুশ্রীর কাছে।
বিস্তারিত...
দুষ্কৃতী ধরতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং
দক্ষিণ ২৪ পরগনায় ফের আক্রান্ত পুলিশ। আইন নিজেদের হাতে তুলে নিয়ে উন্মত্ত জনতা আইনের রক্ষকদেরই মারধর করল জীবনতলায়। সোমবার যে পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল কুলপি থানার পুলিশকে, এক দিন পরে বুধবার প্রায় একই অভিজ্ঞতা হল ক্যানিংয়ের জীবনতলা থানার পুলিশকর্মীদের। একাধিক ডাকাতির মামলায় অভিযুক্ত কুতুবুদ্দিন খান ওরফে কুতুব নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করতে বুধবার জীবনতলার কালীবাড়ি এলাকায় যান এসআই পরিমল ভদ্র এবং চার কনস্টেবল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুতুব সেই সময়ে একটি বাড়িতে ভাঙচুর চালাচ্ছিল। তাকে ঘটনাস্থল থেকে ধরা হতেই বেশ কিছু মহিলা-সহ প্রায় শ’পাঁচেক গ্রামবাসী পুলিশকর্মীদের ঘিরে ফেলেন। তাঁদের মাটিতে ফেলে রড-লাঠি দিয়ে শুরু হয় বেধড়ক মার। এক পুলিশকর্মীর রাইফেল ছিনিয়ে নিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। খবর পেশে আশপাশের কয়েকটি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে যখন পরিস্থিতি সামাল দেয়, তত ক্ষণে কুতুবকে ছিনিয়ে নিয়েছে জনতা। জখম পুলিশকর্মীদের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় গুরুতর জখম থাকায় সুব্রত মুখোপাধ্যায় নামে এক কনস্টেবলকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কুলপি থানায় এবং পুলিশকর্মীদের আবাসনে হামলার ঘটনায় অভিযুক্তেরা এখনও সকলে ধরা পড়েনি।
বিস্তারিত...
‘মা’ বাড়িরই একজন,
তাই নতুন বেনারসি-পঞ্চব্যঞ্জন
প্রকাশ পাল • কোন্নগর
প্রতি বছর নতুন বেনারসি কেনা হয়। মায়ের অঙ্গে শোভা পায় সেই শাড়ি। ‘সাধক’ নিজে যা খেতে ভালবাসেন, মাকেও তাই খেতে দেওয়া হয়। কেন না, মা কালীকে নিজেদেরই একজন বলে মনে করে কোন্নগর নবগ্রাম (সি’ব্লক) অর্জুনতলার বন্দ্যোপাধ্যায় পরিবার। এই পরিবারের আদি বাসস্থান ছিল বাংলাদেশের বরিশালে। সেখানে কালীপুজো হত। প্রয়াত রত্নেশ্বর বন্দ্যোপাধ্যায় প্রায় ছয় দশক আগে খুব ছোট বয়সে সে দেশ থেকে পাততাড়ি গুটিয়ে এ দেশে চলে আসেন। তিনি প্রথমে হাওড়ার সালকিয়ায় ভাড়া থাকতেন। তারপরে অর্জুনতলায় আসেন পাকাপাকি ভাবে। রত্নেশ্বরবাবুর ছেলে দেবাশিস পরিবারের বর্তমান কর্তা। পরিবারের লোকেরা জানান, বছর পঞ্চান্ন বছরের দেবাশিসবাবু ছোট থেকেই কালী ঠাকুরের ভক্ত। কিশোর বয়স থেকেই তিনি মেলা থেকে কালী ঠাকুরের ছবি বা মূর্তি কিনে আনতেন। সেই ছবি বা মূর্তি পুজো করা হত। ১৯৮০ সালে তিনি চাকরি পাওয়ার বছর থেকেই বড় করে পুজো আরম্ভ হয়। সেই পুজোই চলে আসছে আড়ম্বরের সঙ্গে। পুজোর কাজে হাত লাগাতেন রত্নেশ্বরবাবু-সহ বাড়ির অন্যরাও। ২০০৭ সালে রত্নেশ্বরবাবু মারা যান। মা বেলীদেবী, স্ত্রী চন্দ্রাণী এবং ছেলে দেবব্রতকে নিয়ে দেবাশিসবাবুর সংসার। বেশ কিছু দিন ধরে দেবাশিসবাবু স্নায়ুজনিত রোগে ভুগছেন। ভাল ভাবে হাঁটাচলা করতে পারেন না। তা সত্ত্বেও অবশ্য পুজোর আয়োজনে খামতি থাকে না। লম্বা বারান্দার এক প্রান্তে প্রতিমা বসানো হয়। প্রতিমার পিছনে দক্ষিণেশ্বর মন্দিরের চিত্র। বারান্দা জুড়ে সুদৃশ্য আলপনা। প্রতিমার এক দিকে থাকেন বামাক্ষ্যাপা ও গণেশ।
বিস্তারিত...
নিহত ওসি’র শুরু করা
কালী পুজো আজও হচ্ছে কেন্দায়
সমীর দত্ত • কেন্দা
কালীপুজো এলেই ওরা নস্টালজিক হয়ে পড়েন। কারণ, এখানকার পুজোর প্রবর্তক এখন নেই। কিন্তু, পুজো জুড়ে রয়ে দিয়েছে তাঁর স্মৃতি। তিনি নীলমাধব দাস। ২০০৩ সালের ১০ অক্টোবর বান্দোয়ান থানার ওসি থাকাকালীন মাওবাদীদের গুলিতে তিনি নিহত হন। তার আগে কেন্দা ফাঁড়ির ‘ইনচার্জ’ থাকাকালীন তিনি ফাঁড়ির ভাড়াবাড়ি চত্বরে কালীপুজোর সূচনা করেছিলেন। পরে ফাঁড়ি বদলে কেন্দা থানা হয়। নতুন ভবনে কেন্দা থানা চালু হলেও ভাড়া বাড়ির চত্বর থেকে নীলমাধববাবুর শুরু করা পুজো সরে যায়নি। কেন্দা থানার সহায়তা নিয়ে বাসিন্দারা আজও নীলমাধববাবুর তৈরি করা মন্দিরে কালীপুজো করেন। এ বারও সেখানে সাড়ম্বরে পুজো হচ্ছে। কালীপুজো এলেই বাসিন্দাদের স্মৃতিতে ভেসে আসে নীলমাধববাবু। পুরুলিয়া-মানবাজার রাস্তার পাশেই এই মন্দির। বুধবার সকালে সেখানে গিয়ে দেখা যায়, মন্দির চত্বরে সিমেন্টের মেঝেয় লেখা রয়েছে প্রতিষ্ঠাতা নীলমাধব দাসের নাম। এলাকার প্রবীণ বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক শরৎকুমার নন্দী, গৌরাঙ্গ মাহাতো, বুদ্ধেশ্বর মাহাতোরা মন্দিরের বারান্দায় বসে রয়েছেন। মন্দির চত্বরে গোবর, মাটি দিয়ে পরিস্কার করছিলেন কয়েক জন। বৃদ্ধেরা তদারকিতে ব্যস্ত। গৌরাঙ্গবাবু জানান, ১৯৯২ সালে এখানকার কেন্দা ফাঁড়ির ‘ইনচার্জ’ ছিলেন নীলমাধববাবু। তিনিই উদ্যোগী হয়ে শুরু করেছিলেন কালীপুজো। মন্দিরও তৈরি করেন। কালীপুজোয় এখানে মাটির প্রতিমা নিয়ে আসা হয়। পুজোর পরে প্রতিমার বিসর্জন দেওয়া হয়।
বিস্তারিত...
তৃণমূল অফিসে হামলা, জখম পাঁচ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া
তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠনের কার্যালয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিল সশস্ত্র লোকজন। আহত হলেন ৭ শ্রমিক-কর্মচারী। আহতদের মধ্যে রয়েছেন নন্দীগ্রামে তৃণমূলের নেতৃত্বে জমি-রক্ষার আন্দোলনে গিয়ে ২০০৭-এর ১৪ মার্চ পুলিশের গুলিতে জখম গোকুলনগরের যুবক অভিজিৎ গিরিও। যিনি এখন হলদিয়ার একটি কারখানার ঠিকা-শ্রমিক। বুধবার ভোরে হলদিয়া শিল্পতালুকের কসবেড়িয়া এলাকায় ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের প্রকল্প এলাকায় ঘটনাটি ঘটে। ওই কারখানার দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল। তাই অভিযোগের তির দলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী কসবেড়িয়া শিল্প-তালুকের ওই শ্রমিক সংগঠনটির সঙ্গে ‘দলের কোনও যোগ নেই’ বলে দাবি করেছেন। গোটা ঘটনাটিকে ‘অরাজনৈতিক’ বলেও মন্তব্য করেছেন সাংসদ। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মামুদ হোসেনের আবার দাবি, “হামলাকারীরা সমাজবিরোধী।” যদিও হলদিয়া শিল্পতালুকে একাধিক কারখানায় ঠিকা-শ্রমিক নিয়োগ নিয়ে তৃণমূলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ক্রমেই বাড়ছে। এই নিয়ে উদ্বিগ্ন শিল্প-পরিচালকেরা অনেকে প্রশাসনিক মহলেও যোগাযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, বুধবারের ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, এ দিন ভোর চারটে নাগাদ প্রকল্প এলাকার ধার ধরে জনা পঁয়ত্রিশেক সশস্ত্র লোক শ্রমিক সংগঠনের ওই কার্যালয়ে চড়াও হয়।
বিস্তারিত...
পোলাও-পনিরেই ভোগ ভৈরবেশ্বরীর
রানা সেনগুপ্ত • বর্ধমান
মাতা নন, এই মন্দিরে দেবী কন্যারূপে পূজিতা। দুই শতাধিক বর্ষের সেই রীতি আজও আঁকড়ে ধরে রয়েছে বর্ধমানের ভৈরবেশ্বরী কালী মন্দির। প্রাচীন এই মূর্তিটি নিম কাঠের তৈরি, জানান মন্দিরের প্রধান পুরোহিত সুকুমার ভট্টার্চায। বর্ধমানের রাজাদের আগ্রহে এই মূর্তি তৈরি হয়েছিল। এমনকী এই মন্দিরের পুরোহিতও রাজাদের লক্ষ্মীনারায়ণজিউ মন্দির থেকে নিয়ে আসা হয়। রাজাদের আত্মীয় বিভূতিচন্দ কপুর, উমাপদ ভট্টাচার্যকে এই দায়িত্বে বহাল করেছিলেন। নিম কাঠের তৈরি এই মূর্তির উচ্চতা ৪ ফুট। কালীপুজোর সময়ে এই কন্যাসমা দেবীকে ভোগ দেওয়া হয় মাংস, টক দই, রাজভোগ, পনিরের তরকরি ও পোলাও। পুজোর দিনে তাঁর অঙ্গে ওঠে নানা স্বর্ণলাঙ্কার। শোনা যায়, বর্ধমানের রাজাদের পরমাত্মীয় ভৈরবচন্দ কাপুর ছিলেন নিঃসন্তান। দেবী তাঁকে স্বপ্নে এই সন্তানহীনতার জন্য সান্ত্বনা দিয়ে আদেশ দেন, তাঁকেই ভৈরবচন্দ যেন নিজের কন্যা বলে ভাবেন। তাঁকে কন্যারূপে পুজো করেন। স্বপ্নাদেশ পেয়েই বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের কাছে ওই কালী মন্দির প্রতিষ্ঠা করেন ভৈরবচন্দ। সেই থেকে এই মন্দীরের অবস্থিতা দেবী সকলের কাছে কন্যাসমা। ভৈরবচন্দের নামেই এই মন্দিরে দেবী ভৈরবেশ্বরী বলে পরিচিত। তবে ২০০ বছরের পুরনো এই মন্দির ক্রমে জীর্ণ হয়ে পড়ছে। কালের কবলে পড়ে এক দিন হয়তো এমনি করেই বিস্মৃতির অতলে তলিয়ে যাবেন দেবী। একদার জাঁকজমকের কথা রয়ে যাবে শুধু স্মৃতির পাতায়।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
আলোর বন্যা উত্তরবঙ্গ জুড়ে
বাজি-বাজারে সেরা ‘পুলিশ’
দক্ষিণবঙ্গ
বারাসতের সঙ্গে টক্কর দিতে
তৈরি হাবরা, অশোকনগর
‘থিম’-এ অভিনবত্বের
দাবিদার বাগনান
বর্ধমান
ক্ষ্যাপাকালী মায়ের
পুজোয় ভক্তের ঢল
খনি অঞ্চলে প্রাচীন পুজোর
সঙ্গে পাল্লা দিল সর্বজনীনও
পুরুলিয়া
চাঁদার প্রতিবাদে অবরোধ
ইঁদপুরে, লাঠিচার্জের নালিশ
ডাকের সাজে ‘তারা মা’
মুর্শিদাবাদ
অমানিশা উজ্জ্বল দীপান্বিতায়
লোডশেডিংয়ের দুঃখ ভুলে
সরগরম দীপাবলির কল্যাণী
মেদিনীপুর
শিল্পশহরেও থিমের রমরমা
আলো-রঙে অন্য রকম
দীপাবলি আইআইটিতে
কলকাতা
৩২.৯ /২৩.৪
আজকের দিনে
• ১৯৭৭:
শ্রীলঙ্কার ক্রিকেটার
কুমার সঙ্গাকারার জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
যত্ন-নিষ্ঠা-ভক্তি নিয়ে প্রস্তুত হয় মাতৃ আরাধনার ভোগ প্রসাদ। এক এক বাড়ির ভোগের পদ এক এক রকম। এমনকী পুজো কমিটিগুলোরও থাকে ভিন্ন ভিন্ন পদ। পৃথিবীর নানা প্রান্তের বেশ কয়েকটি পুজোর বিশেষ কয়েকটি পদ নিয়ে মাঝ মাসের হাওয়াবদলে নিবেদিত হল
ভোগ-ব্যঞ্জন
— সঙ্গে অন্য খবরের খাজানা নিয়ে
সংবাদের হাওয়াবদল
।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.