Content on this page requires a newer version of Adobe Flash Player.
Content on this page requires a newer version of Adobe Flash Player.
l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
মা দুর্গা আসছেন। কোটি কোটি দেবতা থাকতেও আবার কেন আর এক দেবীর সৃষ্টি
হল? মহিষাসুর ভদ্রলোকটি-ই বা কেমন! জেন নেক্সট-সহ ছোটদের শোনানো হল
‘মা দুগ্গার গল্প
। সঙ্গে দ্বিতীয় দফায়
‘শারদীয়ার বনেদিয়ানা’
ও
‘বিদেশে বন্দনা’
।
সেই সঙ্গে ফিজিতে আয়োজিত একটি দুর্গাপুজোর বিস্তারিত বয়ান।
দেবী প্রাণ পেলেই মন্দির ছাড়তে হয় মণ্ডলদের
সৌমেন দত্ত • আমগোড়িয়া (কেতুগ্রাম)
মন্দির রং করা থেকে পুজোর জল আনা, সবই করেন। তবু দেবী এলেই ওঁরা ‘ব্রাত্য’। কারণ, ওঁরা অব্রাহ্মণ। প্রায় একশো বছর আগে কেতুগ্রামের আমগোড়িয়ার বাড়িতে প্রথম দেবীমূর্তি নিয়ে এসেছিলেন রাধাবল্লভ রায়। তাঁর স্ত্রী সিন্ধুবালাদেবীর ইচ্ছেতেই ১৩১৯ বঙ্গাব্দ থেকে রায়বাড়িতে শুরু হয় দুর্গাপুজো। এখন ফি বছর মন্দির রং করা, ফুলের জোগাড়, সব্জি কাটার মতো নানা দরকারে সাহায্য করেন নিমাই ও নিতাই মণ্ডল। তাঁদের বাড়ির লোকজনও। শুধু কী তাই? পুরোহিতদের সেবা থেকে শুরু করে প্রায় ১৭ কিলোমিটার দূরে উদ্ধারণপুর থেকে ভাগীরথীর জল আনা। কলা-বউয়ের পাল্কি ধুয়ে মুছে তকতকে করা। আরও কত কাজ! অথচ দেবীর প্রাণপ্রতিষ্ঠা হলেই টানা হয়ে যায় অদৃশ্য লক্ষ্মণরেখা। তখন আর মন্দিরের কাছে যাওয়া ওঁদের ‘নিষেধ’। রায় পরিবারের সদস্য শিশিরবাবু অবশ্য মেনে নেন, “নিমাইবাবু-নিতাইবাবুরা ছাড়া বাড়িতে পুজো করা অসম্ভব ছিল।” কিন্তু শুধু সেই মণ্ডলেরাই নন। ব্রাহ্মণ ছাড়া আর কোনও সম্প্রদায়ের মানুষের দেবীর কাছে যাওয়ার অধিকার নেই রায়বাড়িতে।
বিস্তারিত...
পুজো-প্রস্তুতির স্থিরচিত্র
‘আগমনীর আলোয়’
গরিব পাড়ায় দিনে ২ টাকা
চাঁদা তুলে পুজো মহিলাদের
রাজদীপ বন্দ্যোপাধ্যায় • বাঁকুড়া
মোটা টাকা চাঁদা চেয়ে জুলুমবাজি নেই। বাড়ি পিছু দৈনিক ২ টাকা চাঁদা। মাসের পর মাস এ ভাবেই চাঁদা তুলে পাড়ার মহিলারা এ বার দুর্গাপুজো করতে চলেছেন। বাঁকুড়া শহরের উপকণ্ঠের বিজয় যোগাশ্রম পল্লিতে এ বার তাই খুশির আমেজ। এত দিন এই তল্লাটে দুর্গাপুজো হত না। পাশের বাঁকুড়া শহর যখন পুজোয় মেতে উঠত, তখন এই এলাকা চুপচাপ থাকত। মধ্যবিত্ত এলাকা। পুজো করার সাধ থাকলেও সাধ্য ছিল না। সেই বাধা টপকে এলাকার মহিলারা এ বার দুর্গাপুজো করতে চলেছেন। বাসিন্দাদের ভাবনাকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছিলেন সান্ত্বনা মিত্র, সাগরিকা ঘোষ, সুশীলা লায়েকরা। তাঁরা গর্বের সঙ্গে বলেন, “সবাই এক সঙ্গে চেষ্টা করলে এই বাজারেও দুর্গাপুজোর আয়োজন করা যে সম্ভব, তা আমরা করে দেখালাম। এ বার পুজোয় আমাদের পাড়াতেও আলো জ্বলবে, ধূপের সুগন্ধ ছড়াবে, মাইকে পুষ্পাঞ্জলির মন্ত্র শোনা যাবে।” দুর্গাপুজো হত না বলে এলাকার মহিলাদের আক্ষেপ ছিল। বিকেলে পাড়ার গল্পের আসরে তা নিয়ে আলোচনাও হত। গত বছর কালীপুজোর পরে তাঁরা ঠিক করেছিলেন, দুর্গাপুজো করতে হবে।
বিস্তারিত...
ষষ্ঠীতে কামান দেগে শুরু হত
জমিদারবাড়ির পুজো
সীমান্ত মৈত্র • গোবরডাঙা
জমিদারি আজ আর নেই। বিশাল দোতলা বাড়িটা হারিয়েছে অতীত জৌলুসও। কিন্তু ঐতিহ্য এবং আভিজাত্যে আজও উজ্জ্বল উত্তর ২৪ পরগনার গোবরডাঙার মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো। যা জমিদারবাড়ির পুজো হিসাবেই বেশি পরিচিত। গোবরডাঙায় বেড়েছে থিমপুজোর সংখ্যা। রাত জেগে বড় বড় মণ্ডপ ঘুরে প্রতিমা দেখেন এলাকার মানুষ। কিন্তু গোটা গোবরডাঙা এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের কাছে আজও সমান ভাবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে জমিদারবাড়ির পুজোই। অন্তত এক দিন তাঁরা তুলে রাখেন জমিদারবাড়ির পুজো দেখার জন্য। মুখোপাধ্যায় পরিবার সূত্রে জানা গিয়েছে, গোবরডাঙায় এই পুজোর বয়স ৩০০ বছরেরও বেশি। ওই পরিবারের পূর্বপুরুষেরা প্রায় সাড়ে ৪০০ বছর আগে লখনউ থেকে বাংলাদেশের সারসার সাগরদাঁড়িতে এসে বসবাস শুরু করেন। ওখানেই পুজোর সূচনা। পরবর্তী সময়ে পরিবারের শ্যামরাম মুখোপাধ্যায় গোবরডাঙার ইছাপুরে আসেন। এখানকার জমিদার চৌধুরী পরিবারের মেয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। সেই সূত্রে তিনি এখানে জমিদারির একাংশের ভাগ পান। তাঁর ছেলে খেলারাম মুখোপাধ্যায় ব্রিটিশ কালেক্টরের হয়ে কাজ করতেন।
বিস্তারিত...
কলকাতার কথকতা
নিয়ে শুরু হল
শুধুমাত্র আনন্দবাজার পত্রিকার এই সংস্করণে
সোমনাথ মন্দির থেকে অক্ষরধাম,
চোখ ধাঁধাবে সবই
সুব্রত সীট • দুর্গাপুর
কোথাও ঐতিহাসিক মন্দিরের স্থাপত্য, কোথাও আধুনিক মন্দিরের শিল্প শৈলী তুলে ধরার প্রয়াস আবার কোথাও বা আধুনিক প্রজন্মকে প্রাক্-চাকা যুগের বাহন পাল্কির কথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা। এই সব থিমেই এ বার তাক লাগাবে শহরের তিনটি বিগ বাজেটের পুজোকর্তারা। এক বছর বিদেশে কাটিয়ে ফের দেশে ফিরছে মার্কনি দক্ষিণপল্লি সর্বজনীন দুর্গাপুজো কমিটি! গত বছর তাঁরা কম্বোডিয়ার অঙ্গন থমের বেয়ন মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছিলেন। এ বার ৫১তম বর্ষে তাঁরা তুলে ধরছেন গজনীর সুলতান মামুদের হাতে বার বার আক্রান্ত গুজরাটের সোমনাথ মন্দিরের স্থাপত্যশৈলী। ব্যবহার করা হচ্ছে থার্মোকল, প্লাইউড, কেমিক্যাল বিহীন রং, প্লাস্টার অফ প্যারিস, সিমেন্ট, বাঁশ ও কাঠ। এর আগেও অবশ্য নালন্দা বিশ্ববিদ্যালয় ও আজিন্ঠা গুহার আদলে মণ্ডপ তৈরি করে প্রশংসা কুড়িয়েছিলেন। এ বার উদোক্তারা স্মরণ করছেন স্বামী বিবেকানন্দকে। থার্মোকলের উপর কাদার প্রলেপ দিয়ে মণ্ডগায়ে বিলে থেকে বিবেকানন্দ হয়ে ওঠার কাহিনী ফুটিয়ে তোলার মাধ্যমে তাঁর জন্ম সার্ধশতবর্ষ উদযাপন করা হচ্ছে।
বিস্তারিত...
সোনার দোকানে খুনে জড়িতদের ধরল পুলিশ
নিজস্ব প্রতিবেদন
শিলিগুড়িতে সোনার দোকানে খুন ও লুঠপাটে চিহ্নিত দুষ্কৃতীদের ‘স্পেশ্যাল টিম’ গড়ে ধরল পুলিশ। ঘটনাচক্রে ওই হামলার দিন শিলিগুড়িতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুষ্কৃতীদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছিলেন তিনি। ঘটনাটি ঘটেছিল ১৯ সেপ্টেম্বর। মুখ্যমন্ত্রী সে দিন শিলিগুড়িতে। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়ার পরে দ্রুত দুষ্কৃতীদের ধরতে নির্দেশ দেন তিনি। শুক্রবার আলিপুরদুয়ারের কালচিনি থানা এলাকায় ওই ডাকাত-দলের পাণ্ডা আমিনুল মিয়াঁ ওরফে জুল্লত এবং তার সহযোগী অস্ত্র ব্যবসায়ী পঙ্কজ মিশ্র ওরফে পণ্ডিত-সহ ৫ জনকে ধরে ‘স্পেশ্যাল টিম’। উদ্ধার করা হয় প্রচুর অস্ত্রশস্ত্র। আজ, শনিবার ধৃতদের আলিপুরদুয়ার আদালতে হাজির করানো হবে। পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে ও জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এ দিন রাত পর্যন্ত ২৪ নাইন এমএম পিস্তল, ২টি কার্বাইন, ২টি একে-৪৭, ২৭০ রাউন্ড তাজা গুলি, ১৩টি জিলোটিন স্টিক, দেড় কেজি বোমার মশলা, নগদ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা, প্রায় এক কেজি সোনা উদ্ধার করা হয়েছে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
ভাওয়াইয়া গ্রাম হবে
বলরামপুরে, ঘোষণা
ফরওয়ার্ড ব্লক
সাংসদের উপরে হামলা
তৃণমূল কংগ্রেসের
দক্ষিণবঙ্গ
থিমের ভিড়েও স্বাতন্ত্র্যে
উজ্জ্বল শিল্পাঞ্চলের
বনেদিবাড়ির পুজো
শিফন সুতো, রামায়ণ,
নানা থিম নিয়ে মজে
আছে কাকদ্বীপ
বর্ধমান
ইয়াসিন, রুকসানাদের
লড়াই স্বীকৃতি পেল
সালাম বেঙ্গলে
সভা বয়কট কংগ্রেস
কাউন্সলিরদের
পুরুলিয়া
সোনার সিংহবাহিনীর
পুজো হয় বরাবাজার
রাজবাড়িতে
সাবেক রীতি মেনে
তিন তরফের পুজো
মুর্শিদাবাদ
লাল মাটির গ্রামে
এক খণ্ড মণিপুর
জেলায় সাফল্য পায়নি
সহায় প্রকল্প
মেদিনীপুর
জাতপাতের বেড়া
ডিঙিয়ে পংক্তিভোজন
কিয়ারানায়
পালাবদলে এখন পুজোর
নিয়ন্ত্রণও তৃণমূলের হাতে
কলকাতা
৩৪.৯ /২৬.৩
আজকের দিনে
• ১৮৪৭:
ব্রিটিশ থিওসফিস্ট
অ্যানি বেসান্তের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.