শিফন সুতো, রামায়ণ, নানা থিম নিয়ে মজে আছে কাকদ্বীপ
ক মণ্ডপে ঢুকতেই দেখা গেল মাটির কাঠামোর উপরে শিফন সুতো দিয়ে একমনে দুর্গা বুনে চলেছেন শিল্পী। চলছে মুখের কাজ। অত্যন্ত সাবধানী হাত। কোথাও যেন একটু বেশি সুতো না পড়ে যায়। তাহলেই নষ্ট হয়ে মুখাবয়ব। প্রতিমাশিল্পীর দিক থেকে মুখ ফেরাতেই নজর পড়ল ঠান্ডা পানীয়ের ছিপি দিয়ে মণ্ডপের নানারকম নকশার কাজে ব্যস্ত আর এক শিল্পী। সেখান থেকে বেরিয়ে এগোতেই চোখে পড়ল জাপানের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হচ্ছে আর একটি পুজো কমিটির মণ্ডপ। ভিতরে শিল্পী ব্যস্ত পাটকাঠির দুর্গা গড়তে। দক্ষিণ ২৪ পরগনার গোটা কাকদ্বীপ মহকুমাতেই এ বার কি মণ্ডপ, কি প্রতিমা সবেতেই থিমের ছড়াছড়ি। শুধু মণ্ডপ আর প্রতিমাই নয়, কাকদ্বীপের বড় বড় পুজোর উদ্যোক্তারা এ বার আলোতেও একে অন্যকে টেক্কা দিতে চাইছেন।
সাগর, নামখানা, পাথরপ্রতিা ও কাকদ্বীপ এই চারটি ব্লক নিয়েই মূলত কাকদ্বীপ মহকুমা। এর মধ্যে কাকদ্বীপ ছাড়া বাকি তিনটি ব্লকের অধিকাংশ মানুষই কৃষিজীবী এবং মৎস্যজীবী। ২০০৯ সালে আয়লায় সাগর ও পাথরপ্রতিমার বহু এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজও ওই সব এলাকার মানুষ সেই ক্ষতির ধাক্কা সামলে উঠতে পারেননি। তছনছ হয়ে যাওয়া সংসার ফের নতুন করে গড়ে তুলতে গিয়ে পুজোর আনন্দ কয়েক বছর ধরে অনেকটাই ম্রিয়মাণ তাঁদের কাছে।
নিজস্ব চিত্র
প্রতি বছর পুজোয় দেবীর কাছে তাঁদের একটাই প্রার্থনা, ‘আর যেন এমন না হয়’। নিজেরা পুজো করার কথা ভুলেছেন। তবু বছরের এমন দিনগুলিতে মন মানে কই। তাই পুজোর আঁচ পেতে অনেকে চলে আসেন কাকদ্বীপ শহরে।
এ বার কাকদ্বীপ তানা এলাকায় পুজোর সংখ্যা ৫৬ টি। তার মধ্যে ৮ থেকে ১০ লক্ষ টাকা বাজেটের পুজোর সংখ্যা ৮-১০টি। এগুলির মধ্যে সুভাষনগর বিধান সঙ্ঘের পুজো এ বার ১৫ বছরে পা দিয়েছে। মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে ২৩ কুইন্টাল পানীয়ের বোতলের ছিপি দিয়ে। ভিতরে অধিষ্ঠান করছেন দেবী। আগাগোড়া শিফন সুতোয় তৈরি নজর কাড়বে। বিদ্যানগর ইয়ং স্টাফ ক্লাবের পুজোর এ বার রজতজয়ন্তী। তাই আয়োজনও বিরাট। কোনারকের সূর্যমন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে থার্মোকল দিয়ে। সূর্যদেবের অনুকরণেই প্রতিমা। আলোকসজ্জায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সার্ধ শতবর্ষ।
পাকাপুল অমৃতায়ন সঙ্ঘের পুজোর এ বার ২৫ বছর। মৎস্যজীবীদের এই পুজোয় জাপানেপ বৌদ্ধমন্দিরের আদলে মণ্ডপ। মণ্ডপে পাটকাঠি দিয়ে তৈরি প্রতিমা। হাসপাতাল মোড় রিক্রিয়েশন ক্লাব গাছের ডালপালা, পাতা দিয়ে রথের আদলে মণ্ডপ সাজিয়ছেন। বাসন্তী ময়দান যুবশক্তির পুজোর মণ্ডপ পাটকাঠি দিয়ে তৈরি মন্দির। প্রতিমাও পাটকাঠির।
৮ নম্বর কালীনগর বর্ণালি সঙ্ঘ রামায়ণের থিম নিয়ে মণ্ডপ সাজিয়েছে। বাঁকুড়া ঘরানার কাঠের পুতুলের আকৃতির প্রতিমা। সঙ্গে আলোক কারিকুরি তো রয়েইছে। মোটের উপর গোটা মহকুমাতেই থিমের মেলা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.