|
|
|
|
ভাওয়াইয়া গ্রাম হবে বলরামপুরে, ঘোষণা |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
বলরামপুরকে ‘ভাওয়াইয়া’ গ্রাম হিসাবে গড়ে তোলার পরিকল্পনা ঘোষণার পাশাপাশি কোচবিহারের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা নিল রাজ্য সরকার। শুক্রবার ওই সমস্ত পরিকল্পনা চূড়ান্ত করতে কোচবিহারে গিয়ে জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। কোচবিহার শহর লাগোয়া হরিণচওড়ায় ২২ একর জমি পরিদর্শন করেন। ওই জমিটিতে বিশ্ববিদ্যালয় গড়ার পরিকল্পনা রয়েছে। সেখান থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তুফানগঞ্জের বলরামপুরে নায়েব আলি ও আব্বাসউদ্দিনের স্মৃতি বিজড়িত সমাধিস্থল ও বাসস্থান পরিদর্শন করেন। পাশাপাশি কোচবিহার জেলা হাসপাতাল, তুফানগঞ্জ মানসিক হাসপাতাল, হেরিটেজ রোড তৈরি, হলদিবাড়িতে হিমঘর, জেলায় মাদ্রাসা কলেজ তৈরি, বক্সিরহাট কলেজ ও নাটাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন, মাথাভাঙা ও তুফানগঞ্জে পলিটেকনিক কলেজ এবং সিতাইয়ের আদাবাড়ি ঘাটে সেতু তৈরির পরিকল্পনা নিয়ে বিশদে খোঁজ নেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ কোচবিহারের উন্নয়নে ১৩৮ কোটি টাকা অনুমোদন করেছে। কোনও জেলার উন্নয়নে একসঙ্গে এত বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ আগে কখনও হয়নি। তার মধ্যে প্রাথমিক ভাবে বিশ্ববিদ্যালয়ের জন্য ২৫ কোটি, আদাবাড়ি ঘাট সেতুর জন্য ৬০ কোটি, হেরিটেজ রোডের জন্য ৬ কোটি, কোচবিহার জেলা হাসপাতালের উন্নয়নের জন্য ১০ কোটি টাকা ধরা হয়েছে।” তিনি জানান, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বৈঠকে মুখ্যমন্ত্রী এই এলাকার সমস্ত তৃণমূল বিধায়ককে এলাকার উন্নয়ন তহবিলে বরাদ্দ ১০ কোটি টাকা নিজেদের এলাকার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে খরচের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “তা ছাড়া, যোগাযোগের সেতু তৈরি করে উত্তরবঙ্গের জেলাগুলির দূরত্ব কমাতেও আমরা জোর দিচ্ছি। পুজোর পরে আদাবাড়ি ঘাট সেতু তৈরির প্রক্রিয়া শুরু হবে। হলদিবাড়িতে সেতু তৈরির ব্যাপারেও উদ্যোগী হব।” বলরামপুরে গিয়ে তিনি বলেন, “এই এলাকাকে ভাওয়াইয়া গ্রাম হিসাবে চিহ্নিত করে কাজ শুরু করতে চাই।” কোচবিহার জেলা হাসপাতালে বার্ন ইউনিট, সাপে কাটা রোগীদের বিশেষ বিভাগ, ছোট একটি আইসিইউ, ট্রমা সেন্টার খোলা হবে বলে জানান। পূর্বতন বাম সরকারের সমালোচনা করে বলেন, “পর্ষদের ৩৫৭টি প্রকল্পের কাজ বাকি রয়েছে। ৫৩টি প্রকল্পের কাজই শুরু হয়নি। ৩-৪ মাসের মধ্যে ৩০-৪০ জন ইঞ্জিনিয়র নিয়োগ করা হবে। তার পরে তাড়াতাড়ি কাজ শুরু করতে চাই।” |
|
|
|
|
|