Content on this page requires a newer version of Adobe Flash Player.
Content on this page requires a newer version of Adobe Flash Player.
l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
পুজো-প্রস্তুতির স্থিরচিত্র
‘আগমনীর আলোয়’
স্কুলভোটে বাঁকুড়ায় তৃণমূলের জয়
নিজস্ব প্রতিবেদন
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বাঁকুড়া জেলায় তৃণমূলের জয়ের ধারা অব্যাহত রয়েছে। অন্য দিকে পুরুলিয়ায় ওই নির্বাচনের ফল মিশ্র। গত রবিবার বাঁকুড়া জেলার ১৩টি স্কুলে তৃণমূল ৬-০ আসনে জয়ী হয়। বাকি তিনটি স্কুলের মধ্যে দু’টিতে কংগ্রেস ও তৃণমূল জোট জয়ী হয় এবং একটি স্কুলে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সারেঙ্গা ব্লকের শালডহরা উচ্চবিদ্যালয়, কৃষ্ণপুর হাইস্কুল, জামবনি হাইস্কুল, রাইপুর ব্লকের শাস্ত্রীনগর ঈশানচন্দ্র বিদ্যায়তন, গড়রাইপুর হাইস্কুল, রাইপুর গার্লস হাইস্কুল, ইঁদপুর ব্লকের গোঁসাই জনাড় হাইস্কুল, ছাতনা ব্লকের ভগবানপুর জুনিয়র হাইস্কুল, বড়জোড়া ব্লকের ছান্দার ও জোড়শাল হাইস্কুল, সিমলাপালের লক্ষ্মীসাগর হাইস্কুল, গঙ্গাজলঘাটি ব্লকের চৌশাল হাইস্কুল এবং বাঁকুড়া শহরে কেন্দুয়াডিহি হাইস্কুলে ৬টি আসনে নির্বাচন হয়। সব ক’টি আসনেই তৃণমূলের প্রার্থীরা জেতেন। ইঁদপুরের গোতড়া হাইস্কুলে ৬টির মধ্যে ৫টিতে তৃণমূলের প্রার্থীরা জিতেছেন।
বিস্তারিত...
কংগ্রেস কর্মীদের মার, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
কয়েক দিন আগেই বর্ধমানে এসে তাঁদের কর্মীদের উপরে শরিকদলের হামলা নিয়ে অভিযোগ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। তার পরেও ফের একই অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মহালয়ার আগের রাতে বাজেপ্রতাপপুরের সুভাষপল্লি পাড়ায় এই হামলা হয় বলে অভিযোগ। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় তাদের দলের অন্তত চার কর্মী আহত হয়েছেন। দু’জনের আঘাত গুরুতর। তাপস দাস ও শিবু দাস নামের ওই দু’জনের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তাঁরা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। এর প্রতিবাদে মঙ্গলবার জেলা কংগ্রেস নেতা লক্ষ্মী নায়েক ও আজিজুল হক মণ্ডলের নেতৃত্বে দলের কর্মী ও সমর্থকেরা বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করার দাবিও জানানো হয়। হাসপাতালে শুয়ে আহত তাপসবাবু অভিযোগ করেন, “কিছু তৃণমূল কর্মী-সমর্থক এলাকায় তোলা আদায় করত।
বিস্তারিত...
কলকাতার কথকতা
নিয়ে শুরু হল
শুধুমাত্র আনন্দবাজার পত্রিকার এই সংস্করণে
অন্যায়ের প্রতিবাদ করে খড়দহে নিগৃহীত শিক্ষক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
অন্যায়ের প্রতিবাদ করে আক্রান্ত হওয়ার প্রবণতা ক্রমেই বাড়ছে। সোমবার রাতে খড়দহের কল্যাণনগরের একটি ঘটনা সেই তালিকায় সর্বশেষ সংযোজন। এ বার আক্রান্ত হলেন এক শিক্ষক। পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে এক যুবককে মারধর করে খালের জলে ফেলে দেওয়ার চেষ্টা করছিল কয়েক জন। রাস্তায় গোলমাল শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন কল্যাণনগর বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক রথীন্দ্রনাথ সেনগুপ্ত। সেই ঘটনার প্রতিবাদও করেন। তারই ‘শাস্তি’ হিসেবে ওই শিক্ষককে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পাঁচ জন গ্রেফতার হয়েছে। বাবাকে বাঁচাতে গিয়ে মার খান রথীন্দ্রনাথবাবুর ছেলে পুষ্করেন্দুও। রাতেই তাঁদের বেলঘরিয়ার এক নার্সিংহোমে ভর্তি করা হয়।এর পরেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে ওই ঘটনার ‘বদলা’ নেন স্থানীয় বাসিন্দারা।
বিস্তারিত...
থানায় ‘মারধরে’ মৃত্যু, সাসপেন্ড এএসআই
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট
সন্দেহের বশে নিয়ে যাওয়া হয়েছিল থানায়। সেখানে ‘পুলিশের মারে’ অসুস্থ হয়ে পড়েছিলেন। বালুরঘাট জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হলেও সোমবার সন্ধ্যায় মারা গেলেন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের যুবক রাজু রায় (২৪)। ‘পুলিশের মারেই’ রাজুর মৃত্যু হয়েছে বলে বাড়ির লোক অভিযোগ করায় বালুরঘাট থানার এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করেছেন পুলিশ সুপার চিরন্তন নাগ। প্রশান্ত বর্মন নামে ওই অফিসারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলাও রুজু হয়েছে। তবে অভিযোগ মানেননি প্রশান্তবাবু। পুলিশ সুপার বলেন, “যে অফিসার ওই যুবককে মারধর করেছেন বলে অভিযোগ মিলেছে, তাঁকে সাসপেন্ড করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ঘটনার তদন্ত করছেন। মেডিক্যাল-বোর্ড গড়ে মৃত যুবকের ময়না-তদন্ত করানো হয়েছে।”
বিস্তারিত...
সংস্কার কাজে গিয়ে জাতীয় সড়কের
ইঞ্জিনিয়ার নিগৃহীত
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর
রাস্তা সংস্কারের কাজ ঠিকমতো হচ্ছে না। মেরামতির কাজে ব্যবহৃত পাথরের ধুলোয় বাসিন্দাদের জীবন জেরবার। অবিলম্বে ঠিকমতো সংস্কার কাজ চালানোর দাবিতে ময়ূরেশ্বরের মল্লারপুরের রায়পাড়া এলাকায় পানাগড়-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের সহকারী বাস্তুকারকে হেনস্থার অভিযোগ উঠেছে এলাকাবাসীর একাংশের বিরুদ্ধে। প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, জাতীয় সড়কের মহম্মদবাজার থেকে মোড়গ্রাম পর্যন্ত অংশের দেখভালের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অনলজ্যোতি রায় ও সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মইনুল হক চৌধুরী মঙ্গলবার রায়পাড়ায় ৮০০ মিটার রাস্তার অংশের সংস্কারকাজ পরিদর্শনে গিয়েছিলেন। অনলজ্যোতিবাবু বলেন, “দুপুর ১২টা নাগাদ মল্লারপুর ব্লক অফিস ও স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন এলাকায় মেরামতির কাজ দেখার সময় স্থানীয় কিছু বাসিন্দা আমাদের কাছে এসে কেন ধুলো উড়ছে জানতে চান। আমরা তাঁদের বুঝিয়ে বলি, এই সমস্যাটা সাময়িক। তাঁরা এখনই ধুলো বন্ধ করার দাবি তোলেন।”
বিস্তারিত...
সংস্কার হয় না, ঘাট বেহাল বহরমপুরে
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
ঝাঁ চকচকে রাস্তার নিয়ন আলোর নিচে অন্ধকারে তৃতীয় সড়কের পাশে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে জগন্নাথ ঘাট। মহালয়ার সকালে ওই ঘাটে পিতৃ তর্পণ করতে ভাগীরথীর জলে নেমেই ক্ষোভ উগরে দেন কাদাই এলাকার বাসিন্দা অনন্ত সিংহ। তাঁর কথায়, “ভাগীরথীর পাড় বরাবর যে ঘাটগুলি রয়েছে, সংস্কারের অভাবে তা নষ্ট হতে বসেছে। কিন্তু পুরসভা বা প্রশাসনের কোনও হেলদোল নেই। পিতৃতর্পণ করতে এসে পা হড়কে জলে তলিয়ে যাওয়ার মত অবস্থা হয়েছিল।” শুধু জগন্নাথ ঘাট নয়, ফরাসডাঙা থেকে গোরাবাজার শ্মশানঘাট পর্যন্ত ভাগীরথীর পাড় বরাবর প্রায় ১৫-২০টি ছোট-বড় ঘাট রয়েছে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বাড়িতে ঢুকে যুবককে
গুলি করে খুন রায়গঞ্জে
শৃঙ্খলাভঙ্গে বাগান বন্ধ
দক্ষিণবঙ্গ
নিকাশির দাবিতে
মন্ত্রীকে ঘেরাও হাবরায়
চণ্ডীতলায় দোকানে ঢুকে
গুলি করে খুন ব্যবসায়ীকে
বর্ধমান
তাড়িয়ে দিয়েছে তৃণমূল,
তবু বিবাদ চলছে দুই নেতার
বৃষ্টিতে বেহাল মন্দিরের
রাস্তা, দাবি সংস্কারের
পুরুলিয়া
রাজবাড়ির পুজোয়
মাতে গয়তা গ্রাম
মুর্শিদাবাদ
প্রয়াত সিপিএম
নেতা মধু বাগ
তর্পণের দিন ভিড়
উপচে পড়ল নবদ্বীপে
মেদিনীপুর
রাজাবাজারের হাল
ফিরুক, উঠছে দাবি
‘ডাইন’ তকমা দিয়ে
বৃদ্ধা খুন গোয়ালতোড়ে
কলকাতা
৩৩.৬ /২৫.৮
আজকের দিনে
•
বিশ্ব জলাতঙ্ক দিবস।
•
১৮৯৫:
ফরাসি বিজ্ঞানী
লুই পাস্তুরের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
বাঙালি আর দুর্গাপুজো সমার্থক। বিদেশেও যে ভরপুর রয়েছে বাঙালিয়ানা, তার প্রমাণ বিভিন্ন দেশে পুজোর আয়োজন। সেই সব মাতৃ আরাধনার খুঁটিনাটি নিয়ে মাঝ-মাসের
হাওয়াবদলে
‘বিদেশে বন্দনা’
।
সঙ্গে শারদীয় উত্সবের প্রস্তুতি ও নেপথ্যের বিভিন্ন মনকাড়া খবর নিয়ে সাজানো হল প্রাক-পুজোর নৈবেদ্য
‘শারদ সংবাদ’।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.