অন্যায়ের প্রতিবাদ করে আক্রান্ত হওয়ার প্রবণতা ক্রমেই বাড়ছে। সোমবার রাতে খড়দহের কল্যাণনগরের একটি ঘটনা সেই তালিকায় সর্বশেষ সংযোজন। এ বার আক্রান্ত হলেন এক শিক্ষক। পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে এক যুবককে মারধর করে খালের জলে ফেলে দেওয়ার চেষ্টা করছিল কয়েক জন। রাস্তায় গোলমাল শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন কল্যাণনগর বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক রথীন্দ্রনাথ সেনগুপ্ত। সেই ঘটনার প্রতিবাদও করেন। তারই ‘শাস্তি’ হিসেবে ওই শিক্ষককে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পাঁচ জন গ্রেফতার হয়েছে। বাবাকে বাঁচাতে গিয়ে মার খান রথীন্দ্রনাথবাবুর ছেলে পুষ্করেন্দুও। রাতেই তাঁদের বেলঘরিয়ার এক নার্সিংহোমে ভর্তি করা হয়।
|
উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য বলেন, ‘‘ওই এলাকায় যে রমরমিয়ে অসামাজিক কাজ চলছে, এমন নির্দিষ্ট অভিযোগ আগে কেউ কখনও করেননি। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কাউকে দেওয়া হয়নি। শিক্ষকের উপরে হামলার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম রাকেশ, প্রফুল্ল, বিমান, রাজকুমার এবং অসীম। আরও দু’জন পলাতক। তাদের নাম সৌমিত্র সাহা ওরফে ভোম্বল এবং রাম। অভিযুক্তদের উপরে হামলার ঘটনায় আলাদা মামলা দায়ের হয়েছে।”
|