Content on this page requires a newer version of Adobe Flash Player.
Content on this page requires a newer version of Adobe Flash Player.
l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
কলকাতার কথকতা
নিয়ে শুরু হল
শুধুমাত্র আনন্দবাজার পত্রিকার এই সংস্করণে
সুশান্তকে সরাসরি দায়ী করে চার্জশিট
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর ও কলকাতা
দাসেরবাঁধের কঙ্কাল-কাণ্ডে জেলবন্দি প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সুশান্ত ঘোষকে সরাসরি দায়ী করেই চার্জশিট দিল সিআইডি। সুশান্তবাবু-সহ অভিযুক্ত করা হয়েছে মোট ৫৮ জনকে। চার্জশিটে রাজ্য গোয়েন্দা সংস্থার দাবি, কেশপুরের পিয়াশালায় ২০০২-এর ২২ সেপ্টেম্বর গণহত্যার দিন লোকজন জড়ো করেছিলেন সুশান্তবাবুই। নিজেও সেখানে উপস্থিত ছিলেন। পরে নিহতদের দেহগুলি সুশান্তবাবুর বেনাচাপড়ার বাড়ির কাছে দাসেরবাঁধে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে পোঁতা হয়। সে সময়েও হাজির ছিলেন এই সিপিএম নেতা। প্রাক্তন মন্ত্রীর এই ‘উপস্থিতি’র প্রমাণ হিসাবে তাঁর গাড়ির কল-বুকের তথ্য চার্জশিটের সঙ্গেই পেশ করেছে সিআইডি। সিআইডির ডিআইজি (অপারেশন) কে জয়রামনের বক্তব্য, “নির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে আপাতত ৫৮ জনের নাম রাখা হয়েছে চার্জশিটে। সংঘর্ষ, অপরাধমূলক ষড়যন্ত্র, অবৈধ প্রবেশ, অপহরণ, খুনের চেষ্টা, খুন এবং তথ্যপ্রমাণ লোপের নির্দিষ্ট ধারায় চার্জশিট দেওয়া হয়েছে।” বৃহস্পতিবারই পিয়াশালা-গণহত্যার নবম বার্ষিকী পালন হয়েছে। ঠিক তার পর দিনই মেদিনীপুর সিজেএম মনোজ রাইয়ের আদালতে চার্জশিট দিল সিআইডি।
বিস্তারিত...
চাষিদের বাধায় বন্ধ সুসংহত
চেকপোস্ট তৈরির কাজ
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ
শিলান্যাসের পরে এক মাসও পেরোয়নি। ক্ষতিপূরণের দাবিতে চাষিদের বাধায় বন্ধ হয়ে গেল পেট্রাপোল সীমান্তে প্রস্তাবিত সুসংহত চেকপোস্ট তৈরির কেন্দ্রীয় প্রকল্পের কাজ। চাষিদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে সিপিএম। আর এই আন্দোলনের পিছনে সিপিএমের ‘রাজনৈতিক চক্রান্ত’ দেখছে তৃণমূল। শুক্রবার সকালে জয়ন্তীপুর বাজার থেকে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে মিছিল করে বেশ কিছু চাষি স্থানীয় পিরোজপুরে প্রকল্প-এলাকায় যান। সেখানে শ্রমিকেরা মাটি সমান করা এবং জঙ্গল সাফাইয়ের কাজ করছিলেন। চাষিরা গিয়ে ওই কাজ বন্ধ করে দেন। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজ করতে না দেওয়ারও ‘হুমকি’ দেন। উত্তর ২৪ পরগনার ওই সীমান্তে ১৭২ কোটি টাকায় সুসংহত চেকপোস্ট তৈরিতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। উদ্দেশ্য, অভিবাসন, শুল্ক, মুদ্রা বিনিময় কেন্দ্র-সহ বিভিন্ন দফতরকে এক ছাতার তলায় আনা। গত ২৭ অগস্ট প্রকল্পের শিলান্যাস করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। প্রকল্পটির জন্য পেট্রাপোল এবং পিরোজপুর মৌজা থেকে প্রায় ৮০ একর জমি অধিগ্রহণ করেছে জেলা প্রশাসন। এর মধ্যে বেশির ভাগই কৃষিজমি। চাষিরা প্রথমে জমি দিতে আপত্তি করেছিলেন। পরে উপযুক্ত ক্ষতিপূরণের বিনিময়ে জমি দিতে সম্মত হন। বিঘাপ্রতি ৮ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ধার্য করা হয়। ইতিমধ্যে বেশির ভাগ জমিদাতাই চেক নিয়েছেন।
বিস্তারিত...
পুকুরে ‘ঝাঁপ’ মা-শিশুর, বাঁচালেন দাদু
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
রাত ১১টা। হঠাৎ পুকুরে ভারী কিছু পড়ার শব্দ। তার পরেই এক ব্যক্তির চিৎকার। মুহূর্তে জ্বলে উঠল আশপাশের বাড়ির আলো। বাসিন্দারা বেরিয়ে দেখলেন, পাড় ধরে এক যুবক উর্ধ্বশ্বাসে দৌড়চ্ছেন আর পুকুর থেকে উঠে আসছেন মধ্যবয়স্ক এক ব্যক্তি, কোলে বছর দেড়েকের শিশু। পুকুরে হাবুডুবু খাচ্ছেন এক তরুণী। শিশুটিকে উদ্ধারের পরে ওই ব্যক্তি ফের পুকুরে ঝাঁপিয়ে উদ্ধার করলেন তরুণীকেও। বৃহস্পতিবার, হাওড়ার চ্যাটার্জিহাট এলাকার চৌধুরীপাড়ার ঘটনা। পুলিশ জানায়, ওই তরুণীর নাম নীলাঞ্জনা পাখিরা (২২) ও তাঁর ছেলের নাম রুদ্রনীল পাখিরা (১ বছর ৬ মাস)। উদ্ধারকর্তা রাজু দাস, নীলাঞ্জনার বাবা। পাড় ধরে দৌড়চ্ছিলেন নীলাঞ্জনার স্বামী রাজু পাখিরা। ঘটনার পরে শুক্রবার ওই রাজু, তাঁর মা জ্যোৎস্না পাখিরা ও বোন মধুমতী পাখিরা গ্রেফতার হন। তাঁদের বিরুদ্ধে ৪৯৮ ধারায় মারধর ও অত্যাচারের অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জেনেছে, স্বামীর কাছে বারবার প্রত্যাখ্যাত হয়ে ওই তরুণী ছেলেকে নিয়ে স্বামী ও বাবার সামনেই পুকুরে ঝাঁপ দেন। কিন্তু কেন আত্মঘাতী হওয়ার চেষ্টা? শুক্রবার মধ্য হাওড়ার ঘোষপাড়ার বাড়িতে বসে নীলাঞ্জনা অভিযোগ করেন, দু’বছর আগে তাঁতিপাড়া লেনের বাসিন্দা, বাসচালক রাজুর সঙ্গে বিয়ের পর থেকেই তাঁর শাশুড়ি ও ননদ পণের দাবিতে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন।
বিস্তারিত...
ভাঙন জাতীয় সমস্যা দুই জেলাতে: মানস
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি ও জলপাইগুড়ি
মালদহ ও মুর্শিদাবাদের ভাঙনকে জাতীয় সমস্যা ঘোষণার দাবি জানাবে রাজ্য সরকার। শুক্রবার শিলিগুড়িতে রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া জানান, ইতিমধ্যেই এই ব্যাপারে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছেন। কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের মন্ত্রী পবন বনশলকে মানসবাবু নিজেও এই ব্যাপারে চিঠি দেবেন বলে জানিয়েছেন। সেচমন্ত্রী বলেন, “মালদহ ও মুর্শিদাবাদের ভাঙন বিপজ্জনক চেহারা নিয়েছে। গঙ্গা, ফুলহার ও মহানন্দার জন্যই ওই এলাকায় ভাঙন এতটা গুরুতর চেহারা নিয়েছে। ওই দুই জেলার ভাঙনকে জাতীয় সমস্যা ঘোষণা না-করলে সমস্যার মোকাবিলা করা সম্ভব নয়। কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রীকে আমি নিজেই এই ব্যাপারে চিঠি দেব। তবে মুখ্যমন্ত্রীকে বলেছি, তিনিই যেন এই ব্যাপারে আমাদের নেতৃত্ব দেন।” ব্রহ্মপুত্র বোর্ডে পশ্চিমবঙ্গ থেকে সদস্য মনোনয়নের দাবিও জানিয়েছেন সেচমন্ত্রী। এদিন তিনি বলেন, “উত্তরবঙ্গের সমস্ত নদী ব্রহ্মপুত্রের শাখা। এই এলাকার বন্যা থেকে ভাঙন সমস্যা রোধে কেন্দ্রীয় বরাদ্দ মেলে ব্রহ্মপুত্র বোর্ড থেকেই। কিন্তু সেখানে রাজ্যের কোনও সদস্য নেই।” মানসবাবুর দাবি, ওই বোর্ডে রাজ্যের কোনও সদস্য না-থাকায় উত্তরবঙ্গের বন্যা ও ভাঙন সমস্যা ঠিকঠাক ভাবে তুলে ধরা যাচ্ছে না।
বিস্তারিত...
সালোয়ারে আপত্তি স্কুলের,
‘হেনস্থায়’ অসুস্থ শিক্ষিকা
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর
ফের পোশাক-বিতর্কে জড়াল স্কুল। সালোয়ার না শাড়িএই বিতর্কের কেন্দ্রে এ বার উত্তর ২৪ পরগনার হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠ। শুক্রবার সালোয়ার কামিজ পরা নিয়ে বহিরাগত কয়েক জন ও সহকর্মীদেরই একাংশের সঙ্গে বাদানুবাদের জেরে ওই স্কুলের এক শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন। ঝুমা বিশ্বাস নামে ভূগোলের ওই শিক্ষিকাকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতালে জানিয়েছে। বছর খানেক আগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের স্কুলে এই ধরনেরই পোশাক বিতর্ক দানা বেঁধেছিল। কিছু শিক্ষিকা সালোয়ার কামিজ পরে আসার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভের জেরে স্কুলে তালাও পড়েছিল। স্কুল সূত্রে খবর, সালোয়ার পরা নিয়ে হালিশহরের ওই স্কুলটিতেও বিতর্ক চলছে বেশ কিছু দিন ধরেই। কয়েক জন শিক্ষিকার সঙ্গে এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সদস্যদের একাংশের ‘ঠান্ডা লড়াই’ও চলছিল। স্কুলের পক্ষ থেকে সরাসরি আপত্তি না করা হলেও ৩০ সেপ্টেম্বর স্কুল-কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ওই শিক্ষিকাদের অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু ঝুমাদেবী-সহ কয়েক জন শিক্ষিকা তা মানতে চাননি। বুধবার থেকে সালোয়ার পরেই স্কুলে আসা শুরু করেন তাঁরা। তাতেই সমস্যা জটিল আকার নেয়।
বিস্তারিত...
প্রধান শিক্ষিকার বাড়িতে
মিড-ডে’র চাল, তাজ্জব ডিএম
প্রশান্ত পাল • পুরুলিয়া
মিড-ডে মিল প্রকল্পে স্বচ্ছতা আনতে তৎপর হয়েছে পুরুলিয়া জেলা প্রশাসন। কয়েক দিন আগেই জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল আধিকারিক ও বিধায়করা বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে মিড-ডে মিল ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখবেন। শুক্রবারই তার প্রথম ধাপ হিসেবে পুরুলিয়া-১ ব্লকের লাগদা বালক প্রাথমিক বিদ্যালয়ে তাঁরা গেলেন। জেলাশাসক অবনীন্দ্র সিংহ বলেন, “এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘মিশন মিড-ডে মিল প্রোগ্রাম’। মিড-ডে মিলের খাবারের মান নিয়ে, খাবারের পরিমাণ নিয়ে, পড়ুয়ার তুলনায় চাল বেশি তোলা-সহ নানা রকমের অভিযোগ আসত। তাই আমরা ঠিক করি এ বার সরাসরি হঠাৎ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে মিড-ডে মিল ব্যবস্থা খতিয়ে দেখব।” এ দিন লটারিতে কয়েকটি স্কুলের মধ্যে ওই স্কুলের নাম ওঠে। তারপরেই সেখানে রওনা দেন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) জয়ন্ত আইকত, দুই বিধায়ক কে পি সিংদেও ও স্বপন বেলথরিয়া, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) অজয় আচার্য, জেলা খাদ্য নিয়ামক সুনয়কুমার গোস্বামী-সহ পদস্থ আধিকারিকেরা। সকাল সওয়া দশটায় তাঁরা পৌঁছে দেখেন অল্প কয়েকজন পড়ুয়া হাজির হয়েছেন। কিছু ক্ষণ পরে চার জনের মধ্যে দু’জন শিক্ষিকা এসে পৌঁছান। কথাবার্তার ফাঁকেই একজন মিড-ডে মিলের জন্য একটি ব্যাগে চাল, ডাল, আলু, তেল ও রান্নার অন্যান্য উপকরণ নিয়ে স্কুলে উপস্থিত হন।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বিপন্ন অভাবী
চার তলার বেশি
বাড়ি তৈরির অনুমতি
নয় শিলিগুড়িতে
দক্ষিণবঙ্গ
পুজো মাতাতে
চায় ক্যানিং
প্রৌঢ়কে খুনের
দায়ে যাবজ্জীবন
বর্ধমান
পরপর ছিনতাই,
রেলপুলিশ বলল
‘এ তো হয়ই’
মণ্ডপ সাজছে ছৌ-গ্রাম
চড়িদার আদলেই
পুরুলিয়া
লোডশেডিং ও বৃষ্টিতে
নাকাল মৃৎশিল্পীরা
পুজোর মুখে কারখানায়
বন্ধের নোটিস
মুর্শিদাবাদ
অধ্যক্ষ-হেনস্থায়
অভিযুক্ত তৃণমূল
সীমান্তের ‘বিষ’ থেকে
বাঁচতে ভরসা ফুটবলই
মেদিনীপুর
গ্রামেই হবে
লোধা-কেন্দ্র
নেতাই মামলা
ফের সোমবার
কলকাতা
৩০.৮ /২৫.৪
আজকের দিনে
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
• ১৯৩২:
প্রীতিলতা ওয়াদেদ্দার কর্তৃক চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাবের জন্ম।
বাঙালি আর দুর্গাপুজো সমার্থক। বিদেশেও যে ভরপুর রয়েছে বাঙালিয়ানা, তার প্রমাণ বিভিন্ন দেশে পুজোর আয়োজন। সেই সব মাতৃ আরাধনার খুঁটিনাটি নিয়ে মাঝ-মাসের
হাওয়াবদলে
‘বিদেশে বন্দনা’
।
সঙ্গে শারদীয় উত্সবের প্রস্তুতি ও নেপথ্যের বিভিন্ন মনকাড়া খবর নিয়ে সাজানো হল প্রাক-পুজোর নৈবেদ্য
‘শারদ সংবাদ’।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.