বিশ্ব কিক বক্সিং প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে অংশগ্রহণের সুযোগ পেয়ে বিপাকে কোচবিহারের বাণেশ্বর খাবসা হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র অমরেশ বর্মন। নভেম্বর মাসে আয়ারল্যাণ্ডের ডাবলিনে ওই প্রতিযোগিতার আসর বসবে। রাজ্য কিক বক্সিং সংস্থার তরফে চিঠি দিয়ে তাঁর ভারতীয় দলে মনোনয়নের কথা জানানো হয়েছে। ওই চিঠি হাতে পাওয়ার পর থেকে কী করবেন ভেবে পাচ্ছে না অমরেশ। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রায় ২ লক্ষ টাকা। নিরুপায় হয়ে সাহায্যের জন্য অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন। পেশায় শ্রমিক অমরেশের বাবা জলধর বর্মন বলেন, “যে রোজগার হয়। তা দিয়ে সংসার চলে না। আয়ারল্যাণ্ডে যাতায়াতের খরচ কোথায় পাব। মুখ্যমন্ত্রীকে সব জানিয়ে চিঠি লেখার কথা ভেবেছি।” স্কুলের প্রধান শিক্ষক দ্বিজেন্দ্রনাথ ভৌমিক বলেন, “স্কুলের ছাত্র ভারতীয় দলে ডাক পেয়েছে এর থেকে ভাল কী খবর হতে পারে। কিন্তু চিন্তা একটাই টাকা আসবে কোথা থেকে। আমরা সাধ্য মতো চেষ্টা করছি। মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানাব।” স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রায় চার বছর থেকে কিক বক্সিংয়ে নেমেছে অমরেশ। কোচবিহারেই প্রশিক্ষণ নেয়। ইতিমধ্যে রাজ্য ও জাতীয় স্তরে একাধিক খেতাব জিতেছে সে। কিন্তু দেশের বাইরে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ এই প্রথম। ২০ নভেম্বর থেকে আয়ারল্যাণ্ডের ডাবলিনে বিশ্ব কিক বক্সিং প্রতিযোগিতার আসর। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। সেখানে যেতে বিমান ভাড়া, হোটেল খরচ, ভিসার জন্য খরচ হবে ১ লক্ষ ৫৫ হাজার টাকা। রেজিস্ট্রেশনের ২০ হাজার টাকা ৫ অক্টোবরে জমা দিতে হবে। রাজ্য কিক বক্সিং অ্যাসোসিয়েশন সম্পাদক মন্টু দাস বলেন, “মঞ্চে নামলে অমরেশ যে ভাল ফল করবে সেই বিষয়ে আমরা নিশ্চিত। কিন্তু তার আগে খরচের ব্যবস্থা করা জরুরি।” অমরেশ নিজেও আশাবাদী। কিন্তু সেও বুঝতে পারছে না ডাবলিনে পৌছতে পারবে কিনা। তাঁর কথায়, “কেউ এগিয়ে এ-এলে এতদিনের পরিশ্রম, স্বপ্ন সবই বিফলে যাবে। খরচের টাকা কোথায় পাব ও চিন্তায় অনুশীলন ঠিক ভাবে করতে পারছি না। জানি না কী হবে।” |