l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
মাওবাদী সন্দেহে বেধড়ক পিটুনি সিপিএম কর্মীকে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
‘গণ-আদালতে’ বন্দুকের কুঁদো দিয়ে মারধর চলছিল এক প্রৌঢ়কে। যৌথ বাহিনী পৌঁছে যাওয়ায় কোনও রকমে প্রাণে বাঁচলেন বেলপাহাড়ির বাঁশপাহাড়ি অঞ্চলের মাহাতোবাঁধের প্রৌঢ় সিপিএম কর্মী নলিনী মুড়া। জখম নলিনীবাবুকে ভর্তি করা হয়েছে ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালে। সোমবার রাতের ওই ঘটনায় জঙ্গলমহলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। মাওবাদীরাই মাহাতোবাঁধের ঘটনায় জড়িত বলে দাবি বেলপাহাড়ির সিপিএম বিধায়ক দিবাকর হাঁসদা এবং স্থানীয় বাসিন্দাদের একাংশের। নলিনীবাবুর নিজেরও দাবি, “বাঁশপাহাড়ির সিপিএম নেতা অনিল মাহাতোর সঙ্গে কোনও রকম যোগাযোগ রাখা যাবে না ফতোয়া দিয়ে মাওবাদীরাই আমাকে মারছিল। আরও চার জনের খোঁজও করছিল ওরা। যৌথ বাহিনী চলে আসায় প্রাণে বেঁচেছি।” ঝাড়গ্রামের পুলিশ সুপার গৌরব শর্মার বক্তব্য, “গোলমালের খবর পেয়ে চার কিলোমিটার দূরের নেগুড়িয়া ক্যাম্প থেকে মাহাতোবাঁধে পৌঁছে বাহিনী এক ‘আক্রান্ত’কে উদ্ধার করে। বাহিনীর পৌঁছনোর খবরে হামলাকারীরা পালিয়ে যায়।” হামলাকারীদের প্রকৃত পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন এসপি।
বিস্তারিত...
নির্বাচনী সভাতেই বিক্ষোভ
তৃণমূল সাংসদের বিরুদ্ধে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
নির্বাচনী সভায় গিয়ে দলীয় কর্মী-সমর্থকদের একাংশের হেনস্থার মুখে পড়লেন বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম। কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় মঞ্চে তখন বসে। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাসনাবাদের মুড়াড়িশা চৌমাথায় ওই সভা ছিল। সিপিএম বিধায়ক মোস্তাফা বিন কাসেমের মৃত্যুতে এই কেন্দ্রে ২৫ সেপ্টেম্বর উপনির্বাচন। তৃণমূল প্রার্থী এটিএম আবদুল্লা-র (রনি) সমর্থনে সভায় এসেছিলেন মুকুলবাবু। দলের আর এক সাংসদের দিকে ছাতা-জুতো নিয়ে জনতাকে তেড়ে আসতে দেখে থতমত খেয়ে যান তিনি। মুকুলবাবু বলেন, “নুরুলের বিরুদ্ধে দলের শ’খানেক লোক বিক্ষোভ দেখিয়েছে। দল বিষয়টি দেখবে।” তবে যাঁর বিরুদ্ধে বিক্ষোভ হয়, সেই নুরুলের প্রতিক্রিয়া, “টিকিট পায়নি বলে কিছু লোক সর্বোচ্চ নেতৃত্বের সামনেই এমন ঘটাল। বিষয়টি নিন্দনীয়। দলের কাছে সুবিচার চাইব।” মুকুলবাবু মঞ্চে ওঠার মিনিট কয়েক বাদে পিছনের সিঁড়ি দিয়ে মঞ্চে উঠতে যান নুরুল। তখনই সামনের সারিতে থাকা তৃণমূলের বেশ কিছু কর্মী-সমর্থক হইহই করে ওঠে। ছাতা-জুতো দেখানো হয়।
বিস্তারিত...
মাকে দেওয়া কথা রাখতে
পিএইচডি-র পরীক্ষায়
পার্থ
কিশোর সাহা • শিলিগুড়ি
হাজারো ব্যস্ততা। বিধানসভা, মহাকরণ, তৃণমূল অফিস, শিল্পোদ্যোগীদের সঙ্গে বৈঠক, সব মিলিয়ে দম ফেলার ফুরসত মেলা মুশকিল। তাতে কী! ‘মায়ের ইচ্ছে’ বলে কথা! তা পূরণ করতে অন্য সমস্ত পরিচয় সযত্নে দূরে সরিয়ে ‘পিএইচডি’ করার লক্ষ্যে আর পাঁচ জন ছাত্রের মতো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়। যিনি রাজ্যের শিল্প ও বাণিজ্য, রাষ্ট্রায়ত্ত সংস্থা, তথ্য-প্রযুক্তি ও পরিষদীয় মন্ত্রী। যিনি বিধানসভায় তৃণমূলের ‘লিডার’ তথা দলের মহাসচিব। পার্থবাবুর একটাই লক্ষ্য, “মায়ের বড় ইচ্ছে, পিএইচডি করি। সে সাধ পূরণ করতে আমি বদ্ধপরিকর।” মন্ত্রী বলেন, “নানা ব্যস্ততা সত্ত্বেও পিএইচডি করার চেষ্টা অনেক দিন ধরে করছি। বছর দু’য়েক আগে কাজটা শুরুও করেছিলাম। কিন্তু নিয়মের জটিলতায় তা থমকে যায়। এ বার পিএইচডি করতে ফের পরীক্ষায় বসছি। আর পাঁচ জন ছাত্রছাত্রী যে ভাবে পরীক্ষা দেন, সে ভাবেই পরীক্ষা দেব। সকলকেই অনুরোধ করেছি, পরীক্ষার পরে গবেষণা করার জন্য মনোনীত হলে আমাকে যেন শুধু ছাত্র হিসেবে দেখা হয়। আমাকে বাড়তি সুবিধা দেওয়ার চেষ্টা যেন না হয়।”
বিস্তারিত...
প্রশাসন ‘নীরব’, বাসিন্দারাই
আটকালেন ১৪ টি ট্রাক্টর
নিজস্ব সংবাদদাতা • সিমলাপাল
নদীর বুক থেকে দীর্ঘদিন ধরে বালি পাচার করার অভিযোগ আগে থেকে ছিলই। এত দিন প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় এ বার বাসিন্দারা নিজেরাই বেআইনি বালি ভর্তি ট্রাক্টর আটক করলেন। মঙ্গলবার সিমলাপাল ব্লকের মণ্ডলগ্রাম মোড়ের ঘটনা। ১৪টি ট্রাক্টর আটক করা হয়। পরে খাতড়া মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের উপস্থিতিতে আটক করা ট্রাক্টরগুলি পুলিশকে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, অবৈধভাবে বালি তুলে পাচার করার অভিযোগে ১০ জন ট্রাক চালককে গ্রেফতার করা হয়। আটক করা ১৪টি ট্রাক্টরের মধ্যে ৬টিতে বালি ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়পণ্ডা নদীর মণ্ডলগ্রামের ঘাটে বালি বোঝাই করে কয়েকটি ট্রাক্টর গ্রামের ভিতর দিয়ে আড়রা-পাঁচমুড়া রাস্তায় যাচ্ছিল। সকাল ৬ টা নাগাদ স্থানীয় কুচাকোল, শিউলি, ধাদকীডাঙা, বাদিয়ারা ও মণ্ডলগ্রামের কয়েকশো বাসিন্দা মণ্ডলগ্রাম মোড়ে ট্রাক্টরগুলি আটক করেন। তাঁদের দাবি, আটক করা ট্রাক্টরগুলি থেকে বালি তোলার প্রয়োজনীয় অনুমতিপত্র-সহ আনুসঙ্গিক কাগজপত্র মেলেনি। তাই সেগুলি আটক করা হয়।
বিস্তারিত...
এসজেডিএ-র নয়া বোর্ড নিয়ে
ক্ষোভ বিশিষ্টদের, তৃণমূলেও
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) নবগঠিত বোর্ড নিয়ে ক্ষোভ ক্রমশ বাড়ছে জলপাইগুড়িতে। কংগ্রেস শুধু নয়, সম্পূর্ণ অরাজনৈতিক সংস্থার প্রতিনিধি, বিশিষ্ট জনেরাও ক্ষুব্ধ। বাম ও কংগ্রেস তো বটেই, এসজেডিএ-র বোর্ড গঠন নিয়ে তৃণমূলের অন্দরেও প্রবল ক্ষোভ সৃষ্টি হয়েছে! এসএমএস থেকে ফেসবুক সর্বত্রই এখন ‘জলপাইগুড়িকে বঞ্চিত করা হয়েছে’ বলে অভিযোগ তোলা হচ্ছে। কারণ, শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মাকে এসজেডিএ-র সদস্য করা হলেও জলপাইগুড়ি পুরসভার প্রবীণ কংগ্রেস নেতা তথা পুর চেয়ারম্যান মোহন বসুর নাম রাখা হয়নি। এমনকী, প্রাক্তন আমলা তথা বিধায়ক সুখবিলাস বর্মাকেও ওই বোর্ডে নেওয়া হয়নি। তাই জলপাইগুড়ির বাসিন্দা ও ব্যবসায়ীরা সম্মিলিত ভাবে নাগরিক কনভেনশনের প্রস্তুতি নিচ্ছেন। কংগ্রেসও তাতে সামিল হয়েছে। জলপাইগুড়ির পুর চেয়ারম্যান মোহনবাবু বলেন, “মানুষের ভোটে যাঁরা জিতে আসেন, উন্নয়ন নিয়ে তাঁদের মানুষের কাছে জবাবদিহি করার দায়বদ্ধতা থাকে। যাঁরা জনপ্রতিনিধি নন, তাঁদের সেই দায়বদ্ধতা নেই।
বিস্তারিত...
সুশান্ত দত্তগুপ্ত বিশ্বভারতীর উপাচার্য
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি ও শান্তিনিকেতন
বিশ্বভারতীর নতুন উপাচার্য হলেন সুশান্ত দত্তগুপ্ত। তিনি বর্তমানে নদিয়ার মোহনপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর)-এর অধিকর্তা। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য উদয়নারায়ণ সিংহ মঙ্গলবার সন্ধ্যায় বলেন, “বিশ্বভারতীর পরিদর্শক তথা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল উপাচার্য পদে সুশান্তবাবুকে নিয়োগ করেছেন। এ দিন বিকেলে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ফ্যাক্সবার্তায় এ কথা জানিয়েছে।” ২৮ জুলাই রজতকান্ত রায়ের অবসরের পর পরবর্তী উপাচার্য বাছাইয়ের জন্য পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গাঁধী-সহ তিন সদস্যের ‘সার্চ’ কমিটি গঠন করে কেন্দ্র। রজতকান্তবাবু বলেন, “সুশান্তবাবু বিশিষ্ট শিক্ষাবিদ। যে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছিল, তা যোগ্য ব্যক্তির হাতেই যাচ্ছে।” এ দিন সুশান্তবাবুকে নিয়োগপত্র দেওয়া হলেও তাঁর নিজের কথায়, “পাঁচ বছর আইআইএসইআর-এ আছি। ফলে, অন্য কেউ দায়িত্ব না নিলে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তবে আশা করছি, এ মাসের মধ্যেই বিশ্বভারতীর দায়িত্ব নিতে সক্ষম হব।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
নেশার টানেই ঠাকুর
গড়েন সুশান্ত-রঞ্জিত
বিচারাধীনের
মৃত্যু হাসপাতালে
দক্ষিণবঙ্গ
ঘর ভেঙে চার বছরের
শিশুর মৃত্যু বাঁশবেড়িয়ায়
জঙ্গি সন্দেহে
এক জনকে ধরল পুলিশ
বর্ধমান
পোস্ত রুখতে
জেলায় দু’কোটি
জোটধর্মে জলাঞ্জলি,
শ্রমিক অসন্তোষে
কংগ্রেস-তৃণমূল
পুরুলিয়া
ভ্যারেন্ডা প্রকল্পে এগোয়নি
ইমামি, জমি ফেরাবে রাজ্য
দুই পঞ্চায়েত তৃণমূলের
‘দখলে’ আসার সম্ভাবনা
মুর্শিদাবাদ
পিতৃপক্ষের সূচনায়
আনুষ্ঠানিক উদ্বোধন
দুর্গাপুজোর
কান্দিতে ছাত্রদের
সড়ক অবরোধ
মেদিনীপুর
অস্ত্র-কাণ্ডে আগাম জামিন খারিজ বিধায়কের
লোহালক্কড়ের নিলাম
ঘিরেই মাফিয়া-রাজ
বাড়ছে খড়্গপুরে
কলকাতা
৩৫.৩ /২৭.৮
আজকের দিনে
•
১৭৭৪:
ব্রিটিশ গভর্নর জেনারেল
লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের জন্ম।
•
১৯১৭:
প্রজাতন্ত্র দেশ হিসাবে
স্বীকৃতি পেল রাশিয়া।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
বনেদি বাড়ির পুজোর আচার-বিধি-ভোগ বিশেষত্ব নিয়ে,
কলকাতা-সহ সারা বাংলা খুঁজে হাওয়াবদলের সংকলন
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.