বিশ্বভারতীর নতুন উপাচার্য হলেন সুশান্ত দত্তগুপ্ত। তিনি বর্তমানে নদিয়ার মোহনপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর)-এর অধিকর্তা।
বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য উদয়নারায়ণ সিংহ মঙ্গলবার সন্ধ্যায় বলেন, “বিশ্বভারতীর পরিদর্শক তথা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল উপাচার্য পদে সুশান্তবাবুকে নিয়োগ করেছেন। এ দিন বিকেলে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ফ্যাক্সবার্তায় এ কথা জানিয়েছে।” ২৮ জুলাই রজতকান্ত রায়ের অবসরের পর পরবর্তী উপাচার্য বাছাইয়ের জন্য পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গাঁধী-সহ তিন সদস্যের ‘সার্চ’ কমিটি গঠন করে কেন্দ্র। রজতকান্তবাবু বলেন, “সুশান্তবাবু বিশিষ্ট শিক্ষাবিদ। যে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছিল, তা যোগ্য ব্যক্তির হাতেই যাচ্ছে।” এ দিন সুশান্তবাবুকে নিয়োগপত্র দেওয়া হলেও তাঁর নিজের কথায়, “পাঁচ বছর আইআইএসইআর-এ আছি। ফলে, অন্য কেউ দায়িত্ব না নিলে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তবে আশা করছি, এ মাসের মধ্যেই বিশ্বভারতীর দায়িত্ব নিতে সক্ষম হব।”
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর পাশ করে ১৯৭৩ সালে নিউ ইয়র্কের সেন্ট জনস বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় পিএইচডি করেন তিনি। ’৭৭-এ ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি থেকে ‘ইয়ং সায়েন্টিস্ট’ হিসাবে পদক পান। পেয়েছেন রাজা রমন, মেঘনাদ সাহা মেমোরিয়াল পদকের মতো সম্মান। প্রেসিডেন্সি কলেজ ও দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা ছাড়াও বিদেশের নানা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। কলাপক্কম পরমাণু কেন্দ্রে কাজ করা ছাড়াও কলকাতায় এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের অধিকর্তা ছিলেন। |