দাসেরবাঁধের হাড়গোড়-কাণ্ডে জড়িয়ে ইতিমধ্যে জেলে গিয়েছেন গড়বেতার সিপিএম বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। এ বার বসন্তপুর-সুলতানপুর অঞ্চলের এক অস্ত্র-কাণ্ডে ‘অভিযুক্ত’ পশ্চিম মেদিনীপুরেরই আর এক সিপিএম বিধায়ক নাজমুল হকের আগাম জামিনের আবেদন খারিজ হল হাইকোর্টে।
|
আনন্দপুরের কঙ্কাল-কাণ্ডে মঙ্গলবার মাদপুর থেকে গ্রেফতার হলেন কেশপুরের সিপিএম
নেতা এন্তাজ আলির দাদা আনসার আলি। ১১ বছর আগে নিখোঁজ তৃণমূল কর্মী
মওদুদকে গুমখুনে অন্যতম অভিযুক্ত এই আনসার। - নিজস্ব চিত্র। |
২০০০-এর ২২ এপ্রিল কেশপুর থেকে ‘নিখোঁজ’ হন মওদুদ হোসেন নামে এক তৃণমূল কর্মী। গত জুনে কেশপুরেরই আনন্দপুর থেকে হাড়গোড় উদ্ধারের পরে তা মওদুদের বলে দাবি করে তাঁর দাদা মাকসুদ ২৩ জন সিপিএম নেতা-কর্মীর নামে অভিযোগ দায়ের করেন।
ঘটনায় আগেই ৭ জনকে গ্রেফতার করেছে সিআইডি। সোমবারই মেদিনীপুর শহর থেকে ধরা হয় দিলীপ আড়ি নামে এক সিপিএম কর্মীকে। তিনি জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসে কাজ করেন। তাঁকে জেরা করেই খড়্গপুর গ্রামীণের মাদপুর থেকে মঙ্গলবার আনসারকে ধরা হয় বলে দাবি সিআইডি-র। |
রক্তের নমুনা পরীক্ষায় তমলুক হাসপাতালে সুব্রত দাসের পরিজনেরা - নিজস্ব চিত্র। |
দিলীপবাবুকেও আরও তিন দিন হেফাজতে নিয়েছে সিআইডি। দাসেরবাঁধের কঙ্কাল-কাণ্ডে জেলবন্দি সিপিএম কর্মী মদন সাঁতরা, বৈদ্যনাথ সাঁতরা ও শান্তি প্রচণ্ডের জেল হেফাজতের মেয়াদ মঙ্গলবার আরও ১৪ দিন বাড়িয়েছে আদালত। বাজকুল থেকে হাড়গোড় উদ্ধারের ঘটনায় খেজুরির বারাতলার নিখোঁজ তৃণমূল কর্মী সুব্রত দাসের বাবা-মা ও ছেলের রক্তের নমুনা এ দিন সংগ্রহ করা হল ডিএনএ পরীক্ষার জন্য। ২১ অগস্ট হাড়গোড় উদ্ধারের পরেই তা সুব্রতবাবুর বলে দাবি করে তাঁর স্ত্রী অণিমাদেবী ভূপতিনগর থানায় ৪৮ জন সিপিএম নেতা-কর্মীরনামে খুন ও লাশ লোপাটের অভিযোগ করেছিলেন। |