অস্ত্র-কাণ্ডে আগাম জামিন খারিজ বিধায়কের
দাসেরবাঁধের হাড়গোড়-কাণ্ডে জড়িয়ে ইতিমধ্যে জেলে গিয়েছেন গড়বেতার সিপিএম বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। এ বার বসন্তপুর-সুলতানপুর অঞ্চলের এক অস্ত্র-কাণ্ডে ‘অভিযুক্ত’ পশ্চিম মেদিনীপুরেরই আর এক সিপিএম বিধায়ক নাজমুল হকের আগাম জামিনের আবেদন খারিজ হল হাইকোর্টে।

নাজমুল হক্র। ফাইল চিত্র্র।
গত ১৮ মে খড়্গপুর থানায় এক তৃণমূল কর্মীর এফআইআর-এ দাবি করা হয়, বসন্তপুর-সুলতানপুরে সিপিএম পার্টি অফিস থেকে খড়্গপুরের বিধায়ক নাজমুল হক-সহ কিছু সিপিএম নেতা-কর্মীকে প্রচুর অস্ত্রশস্ত্র সরাতে দেখা গিয়েছে। ১০ জনের নামে অভিযোগ করা হয়। অভিযুক্তদের মধ্যে তিন জনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। পরে তাঁরা হাইকোর্ট থেকে জামিন পান। সেই বিষয়টি উল্লেখ করেই নাজমুল হকের আইনজীবী আগাম জামিনের পক্ষে সওয়াল করেন। মঙ্গলবার বিচারপতি অমিত তালুকদার ও বিচারপতি রঘুনাথ রায়ের ডিভিশন বেঞ্চ অবশ্য বিধায়কের আবেদনটি খারিজ করে দেয়।
খড়্গপুর-২ পঞ্চায়েত সমিতির দু’দফায় ১০ বছর সভাপতি ছিলেন নাজমুল হক। তার পর টানা ২৬ বছর ধরে বিধায়ক। অস্ত্র-কাণ্ডে তাঁর নাম জড়ানোর পরেও আত্মগোপন করেননি। বিধানসভার সর্বশেষ অধিবেশনেও নিয়মিতই হাজির থেকেছেন। আগাম জামিনের আবেদন খারিজের পরে প্রবীণ এই বিধায়কের বক্তব্য, “যে ভাবে এত দিন এলাকায় থেকে কাজকর্ম করেছি, তেমনই করব। বিধানসভাতেও যাব।” যদি গ্রেফতার হন? তাঁর মন্তব্য, “কী আর করা যাবে! এত দিন রাজনীতি করছি। এ রকম (বেআইনি অস্ত্রের) মামলায় যে নাম জড়িয়ে দেওয়া হবে, তা তো কোনও দিনই ভাবিনি!”
হাড়গোড় উদ্ধারের ঘটনায় ধরপাকড়ও অব্যাহত। দাসেরবাঁধের কঙ্কাল-কাণ্ডে নাম জড়ানোর পর থেকেই ‘ফেরার’ কেশপুরের সিপিএম নেতা এন্তাজ আলি। অন্য এক কঙ্কাল-কাণ্ডে জড়িয়ে এ বার গ্রেফতার হলেন তাঁর দাদা আনসার আলি।
আনন্দপুরের কঙ্কাল-কাণ্ডে মঙ্গলবার মাদপুর থেকে গ্রেফতার হলেন কেশপুরের সিপিএম
নেতা এন্তাজ আলির দাদা আনসার আলি। ১১ বছর আগে নিখোঁজ তৃণমূল কর্মী
মওদুদকে গুমখুনে অন্যতম অভিযুক্ত এই আনসার। - নিজস্ব চিত্র।
২০০০-এর ২২ এপ্রিল কেশপুর থেকে ‘নিখোঁজ’ হন মওদুদ হোসেন নামে এক তৃণমূল কর্মী। গত জুনে কেশপুরেরই আনন্দপুর থেকে হাড়গোড় উদ্ধারের পরে তা মওদুদের বলে দাবি করে তাঁর দাদা মাকসুদ ২৩ জন সিপিএম নেতা-কর্মীর নামে অভিযোগ দায়ের করেন।
ঘটনায় আগেই ৭ জনকে গ্রেফতার করেছে সিআইডি। সোমবারই মেদিনীপুর শহর থেকে ধরা হয় দিলীপ আড়ি নামে এক সিপিএম কর্মীকে। তিনি জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসে কাজ করেন। তাঁকে জেরা করেই খড়্গপুর গ্রামীণের মাদপুর থেকে মঙ্গলবার আনসারকে ধরা হয় বলে দাবি সিআইডি-র।
রক্তের নমুনা পরীক্ষায় তমলুক হাসপাতালে সুব্রত দাসের পরিজনেরা - নিজস্ব চিত্র।
দিলীপবাবুকেও আরও তিন দিন হেফাজতে নিয়েছে সিআইডি। দাসেরবাঁধের কঙ্কাল-কাণ্ডে জেলবন্দি সিপিএম কর্মী মদন সাঁতরা, বৈদ্যনাথ সাঁতরা ও শান্তি প্রচণ্ডের জেল হেফাজতের মেয়াদ মঙ্গলবার আরও ১৪ দিন বাড়িয়েছে আদালত। বাজকুল থেকে হাড়গোড় উদ্ধারের ঘটনায় খেজুরির বারাতলার নিখোঁজ তৃণমূল কর্মী সুব্রত দাসের বাবা-মা ও ছেলের রক্তের নমুনা এ দিন সংগ্রহ করা হল ডিএনএ পরীক্ষার জন্য। ২১ অগস্ট হাড়গোড় উদ্ধারের পরেই তা সুব্রতবাবুর বলে দাবি করে তাঁর স্ত্রী অণিমাদেবী ভূপতিনগর থানায় ৪৮ জন সিপিএম নেতা-কর্মীরনামে খুন ও লাশ লোপাটের অভিযোগ করেছিলেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.