ঘর ভেঙে চার বছরের শিশুর মৃত্যু বাঁশবেড়িয়ায় |
নিজস্ব সংবাদদাতা • বাঁশবেড়িয়া |
মামার বাড়ি বেড়াতে এসে রান্নাঘর চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক শিশুকন্যার। আহত হয়েছেন তার দিদিমাও। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁশবেড়িয়া পুরসভার খামারপাড়া এলাকায়।
পুলিশ জানায়, মৃত শিশুটির নাম মুনমুন যাদব (৪)। এ দিন সকাল ১০টা নাগাদ সে রান্নাঘরের সামনের দাওয়ায় খেলছিল। তার দিদিমা গঙ্গাদেবী রান্না করছিলেন। হঠাৎই রান্নাঘরটি হুড়মুড়িয়ে তাঁদের ঘাড়ে ভেঙে পড়ে। রান্নাঘরের পিলারের নীচে চাপা পড়ে যায় শিশুটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জখম হন গঙ্গাদেবী। পুলিশ গিয়ে শিশুর দেহটি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, মাটি দিয়ে গাঁথা ইটের পিলারের উপর টালির চালার রান্নাঘর। পুরনো ওই রান্নাঘরটি সংস্কার করা হয়নি বহু দিন। সম্ভবত সে কারণেই তা ভেঙে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে।
|
|
|
ভেঙে পড়া বাড়ি। |
মুনমুনের মা। |
|
এ দিন দুর্ঘটনার খবর পেয়ে বাঁশবেড়িয়ায় আসেন ওই শিশুকন্যার বাবা লক্ষ্মণ যাদব। তিনি হুকুমচাঁদ জুটমিলের কর্মী। থাকেন উত্তর ২৪ পরগনার হালিশহরে। কিছু দিন আগে তাঁর স্ত্রী অনিতাদেবী যাদব বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি বেড়াতে এসেছিলেন।
সদ্য সন্তানহারা বাবার কথায়, “জুটমিলে কাজে যাব বলে সকাল বেলা তৈরি হচ্ছিলাম। হঠাৎ ফোনে জানতে পারি মেয়ে দুর্ঘটনায় আহত। সঙ্গে সঙ্গে চলে আসি। এসে দেখছি সব শেষ হয়ে গিয়েছে।”
|
ছবি: তাপস ঘোষ। |
|