টুকরো খবর

স্টেশনের দাবিতে রেল অবরোধ
স্টেশনের দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের শিয়ালদহ-ক্যানিং শাখায় তালদি ও ক্যানিং স্টেশনের মধ্যে ধলীরবাটি এলাকায়। এ দিন সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত কয়েকশো গ্রামবাসী লাইনে বসে পড়ে ট্রেন আটকে দেন। অবরোধকারীদের অভিযোগ, প্রায় ১০ বছর আগে ক্যানিং ও তালদি স্টেশনের মাঝে ধলীরবাটির কাছে একটি স্টেশন তৈরির প্রস্তাব গ্রহণ করেছিল রেল। কিন্তু তা সত্ত্বেও অগস্ট মাসে তালদি এলাকার চাঁদখালিতে নতুন স্টেশন তৈরির কাজ শুরু রেল।
—নিজস্ব চিত্র।
এর প্রতিবাদেই এ দিন ধলীরবাটি সংলগ্ন সাতটি গ্রামের মানুষ রেল অবরোধ করেন। ফলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ গিয়ে রেল কর্তৃপক্ষকে তাঁদের দাবি জানানোর আশ্বাস দিয়ে অবরোধকারীদের অবরোধ তুলে নিতে বলে। পরে রেল দফতরের কর্তারাও ঘটনাস্থলে যান। তাঁরা স্টেশনের দাবি বিবেচনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। শিয়ালদহের ডিআরএম পুরুষোত্তম গুহ বলেন, “অবরোধকারীরা যে দাবি জানিয়েছেন সে ব্যাপারে খতিয়ে দেখা হবে। এ দিন রেল অবরোধের জেরে প্রায় আড়াই ঘণ্টা ওই শাখায় ট্রেন বন্ধ ছিল। একটি ট্রেন বাতিলও করা হয়।”

তোলাবাজকে কুপিয়ে খুন জগদ্দলে
কুপিয়ে খুন করা হয়েছে এক দুষ্কৃতীকে। ডাকাতি ও তোলাবাজির অভিযোগে জুনিয়র পাপ্পু (২৫) নামে ওই দুষ্কৃতীকে পুলিশ বেশ কিছুদিন ধরে খুঁজছিল। মঙ্গলবার ভোরে জগদ্দলের কমলপুরে রাস্তার ধারে একটি বাতিস্তম্ভের নীচে পাপ্পুর ক্ষত-বিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ব্যারাকপুর শিল্পাঞ্চলের এক সমাজবিরোধী নেপালের সহযোগী হিসাবে পরিচিত পাপ্পুকে অন্য সমাজবিরোধী গোষ্ঠী নেপালের ভাই গোপাল ও তার দলবল মিলে খুন করেছে বলে প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান। কিছুদিন আগেই গোপালের এক শাগরেদ ইছাপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে খুন হয়েছিল। তারই প্রতিশোধ নিতে এই খুন বলে পুলিশ মনে করছে। পালিয়ে বেড়ালেও পাপ্পু সোমবার রাতেই বাড়ি ফিরেছিল বলে পুলিশ জানতে পেরেছে। তবে এই ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

জাল প্রসাধনী, হাবরায় ধৃত ১
—নিজস্ব চিত্র।
জাল প্রসাধনী তৈরির কারখানায় হানা দিয়ে এক জনকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের উত্তর ২৪ পরগনা শাখা। জেলা পুলিশকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে হাবরার শ্রীনগরের ষষ্ঠীতলায় ওই কারখানায় তল্লাশি চালান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি নুজরুল ইসলাম এবং ইন্সপেক্টর অনিল রায়। ধরা পড়েন কারখানা মালিক শ্যামল বণিক। এই চক্রে জড়িত বাকিদের খোঁজ চলছে বলে জানিয়েছেন উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য। পুলিশ জানিয়েছে, ওই কারখানায় নেলপলিশ, ভেসলিন, পাউডার-সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী তৈরি হত। পরে নামী সংস্থার লেবেল সেঁটে সেই জাল প্রসাধনী বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হত রাজ্যের বিভিন্ন এলাকায়। এ দিন প্রায় আড়াই লক্ষ টাকার নকল প্রসাধনী এবং তা তৈরির সরঞ্জাম আটক করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

কৃতীদের সংবর্ধনা
ছাত্রছাত্রীদের শুধু পড়াশোনা করলেই হবে না, তাঁদের মানবিক হতে হবে। গত শনিবার ক্যানিং মহকুমার বাসন্তীতে সুকান্ত কলেজের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধা অনুষ্ঠানে এ ভাবেই ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলেন মহকুমাশাসক শেখর সেন। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, পরিচালন সমিতির সভাপতি লোকমান মোল্লা, বিধায়ক সুভাষ নস্কর প্রমুখ। ২০০৮ সালে কলেজটি তৈরির পর কয়েকজন আংশিক সময়ের শিক্ষক এবং অবসরপ্রাপ্ত এক অধ্যক্ষকে দিয়ে চালানো হচ্ছে। ওই দিন কলেজ থেকে প্রথম ডিগ্রি পাঠক্রমের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।

ট্রেনে কাটা পড়ে মৃত্যু মা-মেয়ের
লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে মা ও মেয়ের। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মমতা সাউ (২৮) ও রিয়া সাউ (৪)। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জগদ্দলের ২৭ ও ২৮ নম্বর রেল গেটের মাঝে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁকিনাড়ার স্থিরপাড়ার বাসিন্দা মমতাদেবী সকালে মেয়েকে নিয়ে দোকানে গিয়েছিলেন। ফেরার পথে শর্টকাট করতে মেয়েকে কোলে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। সেই সময় ডাউন লাইন দিয়ে ইন্টারসিটি এক্সপ্রেস আসছিল। অন্যমনস্ক থাকায় মমতাদেবী তা খেয়াল করেননি বলে পুলিশের অনুমান। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। মমতাদেবীর স্বামী রাজেশ সাউয়ের কাঁকিনাড়া কাছারি রোডে অলঙ্কারের দোকান রয়েছে।

তড়িদাহত হয়ে মৃত্যু ঠিকাকর্মীর
বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হল এক বিদ্যুৎকর্মীর। সোমবার ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বাদুড়িয়ায়। পুলিশ জানিয়েছে, বনগাঁর চাঁদপাড়ার বাসিন্দা ওই যুবকের নাম সুব্রত রায় (২২)। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল থেকেই বাদুড়িয়ায় এক জন ঠিকাদারের মাধ্যমে হাইটেনশন লাইনের কাজ হচ্ছিল। বেলা ২টৌ নাগাদ সুব্রতবাবু যখন খুঁটিতে উঠে কাজ করছিলেন সেই সময় লাইনে বিদ্যুৎ সংযোগ ঘটায় তিনি তড়িদাহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে সেখানে তিনি মারা যান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.