|
|
|
|
জঙ্গি সন্দেহে এক জনকে ধরল পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • বাগনান |
শরীরে অসংখ্য বোমার ক্ষত নিয়ে বাগনান গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন বছর উনচল্লিশের এক ব্যক্তি। জঙ্গি সন্দেহে সোমবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাছে ওই ব্যক্তি নিজের নাম জানিয়েছেন, আফজল তৈয়ব।
হাওড়া জেলা পুলিশ সূত্রের খবর, সোমবার সকাল ৯টা নাগাদ বাগনান গ্রামীণ হাসপাতালের জরুরি বিভাগে এসেছিলেন ওই ব্যক্তি। বোমার আঘাতে তার বাঁ হাতের তালু কার্যত উড়ে গিয়েছিল। মাথাতেও ছিল স্প্লিন্টিারের ক্ষত। নাম-ঠিকানা জানাতে চাননি তিনি। উল্টে নিজেকে ‘জঙ্গি’ বলে দাবি করেন। বলেন, চিকিৎসা না-করা হলে তিনি হাসপাতাল উড়িয়ে দেবেন। এরপরেই থানায় খবর দেওয়া হয়। |
|
জেলা পুলিশের প্রাথমিক জেরার পরে ভবানীভবন থেকে রাজ্য গোয়েন্দা দফতরের কর্তারা হাজির হন। রাতে গ্রেফতার করে ওই ব্যক্তিকে ভর্তি করা হয় বাগনান গ্রামীণ হাসপাতালে। মঙ্গলবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে জেল হাজতে রেখে চিকিৎসার নির্দেশ দেন। আফজলকে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্সি জেল হাসপাতালে।
হিন্দি, উর্দু এবং ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তাঁর বাড়ি নেপালে। এ দেশেও অনেক আত্মীয় আছে। কয়েক দিন আগে দিল্লিতে বিস্ফোরণ ঘটনায় সন্দেহভাজন জঙ্গিদের যে স্কেচ প্রকাশ করানো হয়েছিল, তার সঙ্গে ধৃতের ছবি মিলিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হাওড়ার পুলিশ সুপার (গ্রামীণ) রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, “আমরা ঘটনাটির তদন্ত করছি। রাজ্য গোয়েন্দা দফতরকেও খবর দেওয়া হয়েছে। বোমার আঘাতে কী ভাবে ওই ব্যক্তি আহত হলেন, ঘটনাটি কোথায় ঘটেছে, তা জানার চেষ্টা চলছে।” |
|
|
|
|
|